Saturday, January 27

ট্রান্সজেন্ডার ইস্যুতে সংবাদ সম্মেলন করবে হেফাজত

আগামী ৫ ফেব্রুয়ারি ট্রান্সজেন্ডার ইস্যুতে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে জাতীয় শিক্ষা কারিকুলামে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়াদি এবং ট্রান্সজেন্ডার বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং শীর্ষ ওলামা মাশায়েখদের নিয়ে জাতীয় শিক্ষা সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী সংগঠনটি।

শনিবার সকালে খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূমে অনুষ্ঠিত হেফাজত ইসলাম বাংলাদেশের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এতে সভাপতিত্ব করেন ।

তিনি বলেন, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে দেশের সকল সেক্টরে নানারকম আলোচনা-সমালোচনা চলছে। ট্রান্সজেন্ডার মতবাদ ঈমান বিধ্বংসী অভিশপ্ত এক মতবাদ। এই মতবাদ কোনোভাবেই এদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আমরা এ দেশে ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন ও বাস্তবায়নে বিরত থাকতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব ইসলামী মূল্যবোধ ও জাতিসত্তা বিরোধী পাঠ্যক্রমের পরিবর্তন দাবি করায় তাকে চাকরিচ্যুত করে ব্র্যাক মানবাধিকার বিরোধী কাজ করেছে। ব্র্যাক ট্রান্সজেন্ডার নামক কুফরী মতবাদ বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে নিঃশর্ত ক্ষমা চেয়ে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। আসিফ মাহতাবকে শিক্ষক হিসেবে পুনর্বহাল করতে হবে। অন্যথায় দেশবাসী বিকাশ, আড়ং, ব্রাক ব্যাংকসহ তাদের সকল সহযোগী প্রতিষ্ঠানকে বয়কট করতে বাধ্য হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, মুফতী জসিম উদ্দীন হাটহাজারী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হারুন ইজহার,মুফতী মুনির হুসাইন কাসেমী, মাওলানা মীর ইদরিস, মাওলানা জাকির হুসাইন কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মুফতী কামাল উদ্দীন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা কামরুল ইসলাম কাসেমী প্রমুখ।

No comments:

Post a Comment