Friday, April 26

মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে

সিরাজগঞ্জের তাড়া‌শ উপজেলার বারুহাস বৈশাখী মেলায় জাদু খেলার নাম করে ‘অশ্লীল নৃত্য’ পরিবেশনকালে পাঁচ জন‌কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) গভীর রাতে ওই মেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বুধবার (২৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম।

Thursday, April 25

Statement:JMBF Expresses Grave Concern Over Alleged Police Torture Deaths in Sunamganj and Thakurgaon


Paris, France; April 24, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) expressed deep concern regarding the deaths of two individuals, including a leader of Jubo Dal, allegedly due to brutal torture by police in Sunamganj and Thakurgaon on April 16 and 8, 2023, respectively.

Demanding exemplary punishment for the perpetrators of these alleged gross human rights violations, JMBF calls for the establishment of an inquiry committee led by a judicial magistrate to ensure integrity and transparency in the investigation process.

According to report published in different new media in Bangladesh, JMBF learned that On April 16, 2024, Tuesday evening, Ramiz Mia (50) from Burungamara village in North Sreepur Union of Tahirpur, Sunamganj, allegedly died in police custody during his arrest by members of the Tahirpur Police Station.

Wednesday, April 24

JMBF deeply mourns the recent tragic suicidal death of transgender model Radia Teherin Utsha in Dhaka.

Paris, France; April 23, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) deeply mourns the tragic suicidal death of transgender model Radia Teherin Utsha in Dhaka on April 22, 2024. JMBF believes that Radia Teherin Utsha's death is a sobering reminder of the human cost of prejudice and discrimination. We should honor her memory by redoubling our efforts to create a society where all people are treated with respect and dignity, regardless of their gender identity.

JMBF learned from its reliable sources that Radia Teherin Utsha, a 19-year-old transgender model, tragically ended her life by jumping from the sixth-floor roof of Byatikram Mahila Hostel in Mirpur, Dhaka. Radia, a student in the honors first year at Mirpur Bangla College, took this drastic step on April 22, Monday, around 8:00 PM.

Tuesday, April 23

একসঙ্গে বাসাভাড়া দুই মাদরাসাছাত্রীর, ছিল বিয়ের পরিকল্পনা

টাঙ্গাইলের গোপালপুরের রামপুর চতিলা গ্রামের দাখিল পড়ুয়া এক ছাত্রীর বাড়িতে তার প্রেমের টানে ছুটে এলো কিশোরগঞ্জের কটিয়াদীর আলিম পড়ুয়া আরেক ছাত্রী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দুজনকেই উদ্ধার করে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে। 

জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চতিলা গ্রামে মাদরাসা ছাত্রীর সঙ্গে একবছর আগে কিশোরগঞ্জে কটিয়াদীর আলিম পড়ুয়া মেয়ের ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গেল বছরের আগস্টে টাঙ্গাইলের মেয়ের বাড়িতে আসে কিশোরগঞ্জে মেয়েটি। বান্ধবী পরিচয়ে একসঙ্গে তারা রাত্রিযাপন করে। এর ধারাবাহিকতায় ৩দিন আগে টাঙ্গাইলের মেয়েটির বাড়িতে আবারও চলে আসে কিশোরগঞ্জের মেয়েটি। উভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ১৫০০ টাকায় বাসা ভাড়া নেয়। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। রোববার রাতে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে এবং বিয়ে করার সিদ্ধান্তের কথা জানায়।

মহিলা হোস্টেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর আত্মহত্যা

রাজধানীর মিরপুরে মহিলা হোস্টেলের ছয়তলা ছাদ থেকে পড়ে রাদিয়া তেহরিন (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি মিরপুর বাংলা কলেজের ছাত্রী।

২২ এপ্রিল, সোমবার রাত ৮টার দিকে মিরপুর-১০ এর মহুয়া মঞ্জিল ব্যতিক্রম মহিলা হোস্টেলের ৬ তলা থেকে লাফিয়ে নীচে পড়ে গুরুতর আহত হন রাদিয়া। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Saturday, April 20

প্রেস বিবৃতি: ফরিদপুরে সাম্প্রদায়িক হামলায় দুই নির্মান শ্রমিক নিহতের ঘটনায় জেএমবিএফ গভীর ভাবে উদ্বিগ্ন!


প্যারিস, ফ্রান্স, ২০ এপ্রিল ২০২৪- গত ১৮ এপ্রিল ২০২৪ তারিখ বৃহষ্পতিবার দিবাগত রাতে ফরিদপুরের মঘুখালীতে মন্দিরে আগুন দেয়ার সন্দেহে হিন্দু ধর্মাম্বলী স্থানীয় জনগণের পিটুনিতে ইসলাম ধর্মাম্বলী দুই নির্মান শ্রমিকের মৃর্ত্যু এবং অন্তত সাতজন আহত হওয়ার ঘটনায় জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 

উক্ত ঘটনায় অবিলম্বে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিজ্ঞ বিচারপতিকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সমগ্র বিষয়টি দ্রুত ও নিরপেক্ষে তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেফতারপূর্বক প্রচলিত আইনে স্বচ্ছ ও প্রকাশ্য বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানিয়েছে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জেএমবিএফ।

JMBF Granted Membership to International Observatory on Participatory Democracy

 Today, on April 19, 2024, JusticeMakers Bangladesh in France (JMBF) has achieved a significant milestone by officially becoming a member of the International Observatory on Participatory Democracy (IOPD) network. The announcement, delivered by the IOPD Steering Committee, marks a pivotal moment for the organization, highlighting its dedication to advancing democratic principles globally.

The approval of JMBF's membership underscores its unwavering commitment to promoting participatory democracy and fostering citizen engagement, both in Bangladesh and beyond. Under the leadership of Advocate Shahanur Islam, JusticeMakers Bangladesh in France has been at the forefront of initiatives aimed at empowering communities and amplifying the voices of marginalized groups, with a particular focus on advocating for the rights of the LGBT community.

Thursday, April 18

অবশেষে ইউটিউব থেকে সরানো হলো নাটক ‘রূপান্তর’

নানা সমালোচনার মুখে অবশেষে ইউটিউব থেকে সরানো হলো নাটক ‘রূপান্তর’। ফারহান আহমেদ জোভান অভিনীত এটি ছিল ঈদের নাটক।

মূলত ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনভর নাটকটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলতে থাকে। অনেকে বলেছেন ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে না জেনেই পরিচালক মনগড়া কথা বলছেন। কেউ কেউ বলেছেন নাটকে ট্রান্সজেন্ডার কনসেপ্টকেই প্রচারণা করা হয়েছে। সমালোচনার মুখে একান্ন মিডিয়ার ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হলো। তবে নাটকটির পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুর কোনো মন্তুব্য পাওয়া যায়নি।

Wednesday, April 17

ট্রান্সজেন্ডার বিষয়ক ‘রূপান্তর’ নাটক ঘিরে যে নাটকীয়তা

সম্প্রতি ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গের মানুষদের নিয়ে তৈরি ‘রূপান্তর’ নামের একটি নাটক ইউটিউবে প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।


সেইসাথে, নাটকের পৃষ্ঠপোষক ওয়ালটন ইতোমধ্যে এক ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ বলেছে, নাটকের বিষয়বস্তু সম্পর্কে তাদের জানা ছিল না। যাদের সাথে নাটকের স্পন্সর করার বিষয়ে চুক্তি হয়েছিল, সেই বিজ্ঞাপনী সংস্থা ‘লোকাল বাস এন্টারটেইনমেন্ট’কে তারা আইনি নোটিশও পাঠিয়েছে।

Tuesday, April 16

Statement: JMBF Condemns Detention of Lesbian Couple in Bagerhat, Bangladesh

Paris, France; March 16, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) expressed profound concern regarding the recent detention of a married lesbian couple by the Mongla police station in Bargethat. The detention followed a homophobic local public protest against the couple's expression of their sexual orientation and their marriage on April 13, 2024.

The France-based rights organization is deeply troubled by the police's actions in detaining the couple for 24 hours solely because of their decision to marry as a same-sex couple. JMBF views this incident as a blatant violation of the couple's constitutional rights and their dignity.