The 'Bangladesh Human Rights Violation Monitor' is a project of JusticeMakers Bangladesh in France (JMBF) founded and operated by the leadership of Shahanur Islam, a dedicated human rights defender, lawyer and citizen journalist from Bangladesh.
ধর্মীয় অনুভুতিতে আঘাত আনার অভিযোগে গত ১১ জানুয়ারী ২০২০ সালে টাঙ্গাইলে বাউল সংগীত শিল্পী শরিয়ত বয়াতী গ্রেফতারেবাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস ( বি আইএইচআর) গভীরভাবে উদ্বিগ্ন।
বিআইএইচআর এর মহাসচিব অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত এক শরিয়ত বয়াতী গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে তাহার অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেছেন এবং তাহার নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবী করেছেন।