Saturday, December 9

চট্টগ্রাম অঞ্চলে তৃতীয় লিঙ্গের ৬৩ ভোটার

চট্টগ্রাম অঞ্চলের ২৩টি সংসদীয় আসনে এবার ভোট দেবেন তৃতীয় লিঙ্গের ৬৩ ভোটার। চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি সংসদীয় আসনের ভোটার তারা। এ ২৩টি আসনে এবার ভোটার সংখ্যা ৯২ লাখ ৪৩ হাজার ১১৯ জন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলে আছে ২৩টি সংসদীয় আসন। এর মধ্যে চট্টগ্রামে ১৬টি, কক্সবাজারে চারটি ও তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে একটি করে সংসদীয় আসন রয়েছে।


চট্টগ্রাম


চট্টগ্রামের ১৬টি আসনে এবার মোট ভোটার ৬৩ লাখ সাত হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৩ হাজার ২৫৫ ও নারী ৩০ লাখ ২৪ হাজার ৬৮৪ জন। এরমধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৫৬ জন। চট্টগ্রামের ১৬টি আসনে ভোটকেন্দ্র আছে দুই হাজার ২২টি। বুথের সংখ্যা ১৩ হাজার ৭৪১টি।

কক্সবাজার


কক্সবাজারের চারটি সংসদীয় আসনে এবার ভোটার সংখ্যা ১৬ লাখ ৫২ হাজার ৪৩২। এর মধ্যে পুরুষ আট লাখ ৭৩ হাজার ৫৯২ ও নারী সাত লাখ ৭৮ হাজার ৮৩৮। এখানে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে দুই জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। এ ছাড়া এ চারটি আসনে মোট কেন্দ্রের সংখ্যা ৫৫৬টি। বুথের সংখ্যা তিন হাজার ৫০৫টি।

খাগড়াছড়ি

খাগড়াছড়ি আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬২ হাজার ৬১ ও নারী দুই লাখ ৫৩ হাজার ২৮২ জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন তিন জন। এ আসনে ১৯৬টি কেন্দ্রে বুথ আছে এক হাজার ১১৪টি।

রাঙামাটি

রাঙামাটি আসনে চার লাখ ৭৯ হাজার ৩১৭ ভোটার আছে। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫০ হাজার ৯৪৪ ও নারী ভোটার দুই লাখ ২৮ হাজার ৩৭৯ জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছে দুই জন। এ আসনে ভোট কেন্দ্র আছে ২১৩টি। বুথের সংখ্যা এক হাজার ১২১টি।

বান্দরবান

বান্দরবান আসনে মোট ভোটার আছে দুই লাখ ৮৮ হাজার ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৮ হাজার ৫৮৩ ও নারী এক লাখ ৩৯ হাজার ৪৪৬ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই। আসনটিতে ভোটকেন্দ্র আছে ১৮২টি। এতে বুথের সংখ্যা ৭২৭টি।

https://www.banglatribune.com/country/chitagong/827496/%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%85%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%AC%E0%A7%A9-%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0?fbclid=IwAR2agKN_I3bJ1ZX2DuaRqalk_GeaTusRfMLcbzZDbTFhJ_8qDCBIflubzy4

No comments:

Post a Comment