Sunday, June 10

Human rights defender and lawyer assult case: Police submits the destroyed report

Mr. Golam Mostofa Rashel, Senior Assistant Police Commissioner of Mohammadpur zone, DMP, Dhaka submitted a destroyed deport to the Metropolitan Magistrate Court on June 06, 2012 stating that the allegation made by Advocate Shahanur Islam, founding secretary general of JusticeMakers Bangladesh against  Mohammad Yusuf, sub inspector of Mohappadpur Police Station alleging attempt to arrest after physical attacked on April 03, 2012, while Mr. Islam visited the said police station to file a general diary asking to ensure the physical secuirity of him and his colleges, who were assist to file a case against jail superintend and jailor of Naogaon district as well as others seven police officials of Badalgachhi police station under Naogaon district, including the former officer in charge alleging death due to negligence after torture in police custody on March 19, 2012, resulting some unidentified people threatened Mr. Islam and his colleagues to with draw the said case on March 26 and April 03, 2012 respectively was not true.


Mr. Islam filed a petition case under section352 and 355 of penal code with the Chief Metropolitan Magistrate court on April 18, 2012 and the learned magistrate pleased to issue an order to the deputy commissioner of DMP (Tejgaon Zone) to submit the report by June 13, 2012 after proper investigation. Then Mr. Imam Hossain, deputy Police Commissioner, DMP (Tejgaon Zone) assigned to Mr. Golam Mostofa Rashel, Senior Assistant Police Commissioner of Mohammadpur zone, DMP, Dhaka to investigate the alleged incident.

Here especially mentioned that Mr. Golam Mostofa Rashel, investigating officer conducted his investigation sitting in his office Mohammadpur police station which is also the place of incident. During the investigation he created psychological pressure to Mr. Islam  to withdraw the case as well as Mr. Alamgir not to give the witness on behalf of Mr. Islam. Furthermore, one district Judge (Judge of Environment Court, Dhaka) level officer of Dhaka district and session judge court create influence to the eyewitness as well as Mr. Shahanur to withdraw the case. Moreover, while Mr. Alamgir only one eyewitness of the incident went to the Mohammadpur police station, DMP, Dhaka for giving his statement, the perpetrator Yusuf created a scaring environment always following him presenting that room where Mr. Alamgir was giving his statement. Finally, the investigation officer submitted destroyed report failing to manage Mr. Islam to withdraw the case.


Saturday, June 9

থানায় মানবাধিকার কর্মী ও আইনজীবী লাঞ্ছনাঃ নির্যাতনকারী পুলিশ অফিসার যখন তদন্ত কমিটির সদস্য

বহুল আলোচিত ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পুলিশ অফিসার যখন থানা পুলিশ কর্তৃক মানবাধিকারকর্মী ও আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগে গঠিত তদন্ত কমিটির সদস্য হয়, তখন সেই তদন্তের ভবিষ্যৎ কি হবে তা সহজে অনুমানীয়। তদন্ত কমিটির সদস্য পুলিশ অফিসারটি আর কেউ নয়, জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ ও সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুককে মানিক মিয়া এভিন্যুতে নির্মমভাবে নির্যাতন করে বহুল আলোচিত বর্তমানে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনে কর্মরত এডিসি বিপ্লব বিশ্বাস।


জাষ্টিসমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বাংলাদেশ বার কাউন্সিল ও ঢাকা বার এসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট শাহানূর ইসলাম পুলিশের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করতে চাওয়ায় মোহাম্মদপুর থানা ডিউটি অফিসারের কে এসআই মোহাম্মদ ইউসুফ কর্তৃক তাকে শারীরিকভাবে লাঞ্ছনাপূর্বক গ্রেফতারের চেষ্টার অভিযোগে জাতীয় মানবাধিকার কমিশন  কর্তৃক নির্দেশীত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয় কর্তৃক গঠিত উচ্চ মতা সম্পন্ন তদন্ত কমিটির একজন সদস্য এই বহুল আলোচিত ও অভিযুক্ত নির্যাতনকারী পুলিশ অফিসার। তিন সদস্য বিশিষ্ট এ কমিটির অন্য দু’জন সদস্য হলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপসচিব ( ইমিগ্রেশন এবং পাসপোর্ট) জনাব মো: সলিমুল্লাহ ও মানবাধিকার সংগঠন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জনাব জাকির হোসেন। গত ২৪/০৬/২০১২ ইং তারিখে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মাকসুদা ইয়াসমিন এর স্বাক্ষরে গঠিত উক্ত কমিটিকে বিষয়টি যথাযথ তদন্তপূর্বক আগামী ২৪ জুলাই ২০১২ ইং তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কমিটি আজ অভিযোগকারী  অ্যাডভোকেট শাহানূর ইসলাম এবং অভিযুক্ত পুলিশ অফিসার এসআই মোহাম্মদ ইউসুফের বক্তব্য লিপিবদ্ধ করেন এবং আগামী ১৮ জুলাই ২০১২ ইং তারিখে সাক্ষীদের বক্তব্য গ্রহণের দিন ধার্য করেন।