Thursday, October 20

গাইবান্ধায় দলিত কিশোরী ধর্ষণের ঘটনায় মানবাধিকার প্রতিষ্টান জাস্টিসমেকার্স বাংলাদেশের উদ্বেগ ও প্রতিবাদ


গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী দলিত (রবিদাস জনগোষ্ঠী) কিশোরী ধর্ষণের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর  উদ্বেগ প্রকাশ করেছে।

একই সাথে উল্লেখিত ধর্ষণের সাথে জড়িত  ধর্ষনকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে জাস্টিসমেকার্স বাংলাদেশ।

বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় উদাখালী ইউনিয়নের বুদ্ধি প্রতিবন্ধী দলিত কিশোরীকে অত্র ইউনিয়নের জনৈক ময়নাল দীর্ঘদিন ধরে প্রতিবন্ধিতা ও দারিদ্রতার সুযোগে ধর্ষণ করে আসছিল।

Wednesday, October 19

CCBE urgent to PM of Bangladesh on intensifying threats against lawyer Shahanur Islam

I am writing to you on behalf of the Council of Bars and Law Societies of Europe (CCBE), which represents the bars and law societies of 46 countries, and through them more than 1 million European lawyers. The CCBE places great emphasis on respect for human rights and the rule of law and is particularly concerned with the situation of human rights defenders around the world.

The CCBE would like to reiterate its serious concern over the death threats against lawyer Shahanur Islam.

According to information we have received, following our letter of early October expressing our concerns about the safety of lawyer Shahanur Islam, we understand that the threats against him have intensified due to his continuous work as a lawyer in defence of human rights.

Sunday, October 16

Bangladeshi activist Shahanur has received repeated death threats!

Shahanur Islam, a prominent human rights lawyer and gay rights campaigner in Bangladesh received repeated death threats SMS over his mobile phone.

Shahanur told to Soja Kotha that recently on 25th August and 6th September 2022, he received separate two death threats messages along with his wife and kid over his mobile phone.

He added, on 25th October 2022 around at 10:17 pm BST, Mr. Islam received threats message in English language over his phone from an unidentified number. The message states that if you don’t stop fighting aims to establishment of homo sexual rights in BD, immediately you will be killed along with your family members brutally.

Saturday, October 15

BIHR and JusticeMakers Bangladesh urge to immediate arrest of those accused culprits who were involved in physical torture of a Trans woman and her mother for extortion in Dhaka.

Bangladeshi human rights organizations Bangladesh Institute of Human Rights (BIHR) and JusticeMakers Bangladesh have expressed deep concern over the incident of physically assault, snatching of gold ornaments, intimidating and threatening to close the parlor and leave the area within seven days to Monika Akhtar Moni (28), a trans woman and owners of Star World Beauty Parlor in Noorerchala bazar under Bhatara police station in Dhaka and her mother Rubina Khatun demanding extortion.



BIHR and Justice Makers Bangladesh have demanded that all the criminals involved in the incident should be identified and arrested promptly and exemplary punishment should be given to those responsible by filing a case against them regarding the incident and providing overall security to the victim trans woman and other members of her family.

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকায় চাঁদার দাবীতে যৌন সংখ্যালঘু রুপান্তরকামী মহিলা ও তার মাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারপুর্বক বিচারে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রাদান করা হোক।

ঢাকার ভাটারা থানাধীন নুরের চালা বাজারের স্টার ওয়ার্ল্ড র্বিউটি পারলারের স্বত্তাধিকারী যৌন সংখ্যালঘু রুপান্তরকামী মহিলা মনিকা আক্তার মনি (২৮) ও তার মা রুবিনা খাতুনকে চাঁদার দাবীতে শারীরিক নির্যাতন, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়া, ভয়ভীতি প্রদর্শণ ও সাত দিনের মধ্যে পার্লার বন্ধ করে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি প্রদানের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।




উক্ত ঘটনার বিষয়ে মামলা দায়ের করে ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদান সহ ভুক্তভোগী রুপান্তরকামী মহিলা ও তার পরিবারের অন্যান্য সদস্যকে সার্বিক নিরাপত্তা প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।

Monday, October 10

JOINT STATEMENT: BIHR and JusticeMakers Bangladesh strongly urge to Bangladesh Government to repeal the provision of death penalty in the existing law.

On the occasion of the 20th World Abolition of Death Penalty Day 2022, Bangladeshi human rights organizations Bangladesh Institute of Human Rights (BIHR) and JusticeMakers Bangladesh have called for the abolition of all clauses containing the provision of death penalty in the existing laws in Bangladesh. Today, on October 10, 2022, BIHR and JusticeMakers Bangladesh urged to the government of the People’s Republic of Bangladesh to abolish death penalty.

 

Advocate Shahanur Islam, Secretary General of JusticeMakers Bangladesh and BIHR, has demanded for life imposing life imprisonment in serious crimes instead of death penalty to avoid cruel, inhuman and humiliating punishments like death penalty.

 

প্রেস বিজ্ঞপ্তিঃবাংলাদেশে প্রচলিত আইনে মৃর্ত্যুদণ্ডের বিধান সম্বলিত ধারাসমূহ রদ ও রহিত করার জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ।

বিশ্ব মৃর্ত্যুদণ্ড বিলোপ দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশে প্রচলিত আইনে মৃর্ত্যুদণ্ডের বিধান সম্বলিত সকল ধারা বিলোপের আহবান জানিয়েছেন মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বি আই এইচ আর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ। আজ ১০ অক্টোবর ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে বি আই এইচ আর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উক্ত দাবী জানান।





জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বি আই এইচ আর এর মহাসচিব প্রখ্যাত মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত মৃর্ত্যুদণ্ডের মত নিষ্ঠুর,অমানবিক ও অবমাননাকর শাস্তি প্রদান হতে বিরত থেকে গুরুত্বর অপরাধের ক্ষেত্রে যাবজ্জীবন শাস্তি প্রদানের আহবান জানিয়েছে।





অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত বলেন, যদিও বিশ্বের অধিকাংশ রাষ্ট্র মৃর্ত্যুদণ্ডের মত নিষ্ঠুর,অমানবিক ও অবমাননাকর শাস্তি বিলোপের পক্ষে তারপরও বাংলাদেশ সহ বিশ্বের ৪২টি দেশে এখনো মৃর্ত্যুদণ্ড প্রদান করা হয়ে থাকে এবং অন্যদিকে বিশ্বের প্রায় ৮০% অর্থাৎ১৫৫টি রাষ্ট্র আইনগত ভাবে মৃর্ত্যুদণ্ড সম্পূর্ণরূপে বাতিল করেছে বা বাস্তবিকভাবে মৃর্ত্যুদণ্ড কার্যকর করার উপর স্থগিতাদেশ প্রদান করেছে।

Sunday, October 9

JOINT STATEMENT: BIHR and JusticeMakers Bangladesh are deeply concerned over physical assault against a sexual minority homosexual gay teenager boy in Dhaka

 


Bangladeshi Human rights organizations Bangladesh Institute of Human Rights (BIHR) and JusticeMakers Bangladesh have expressed deep concern over the recent case of physically assault and extortion after wrongfully confinement of a homosexual gay minority youth boy in Mirpur area of ​​Dhaka.

At the same time, BIHR and JusticeMakers Bangladesh strongly demanded that all the criminals directly or indirectly involved in the incident should be quickly identified and arrested and given exemplary punishment with due process.

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা মিরপুরে যৌন সংখ্যালঘু সমকামী গে কিশোরকে আটিক রেখে নির্যাতন ও মুক্তিপন আদায়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।


সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জে বাসবাসরত এক যৌন প্রবৃত্তগত সংখ্যালঘু সমকামী/গে কিশোরকে সমকামীতার ফাঁদে ফেলে ঢাকা মিরপুর এলাকার এক বাসায় আটক রেখে শারীরিক নির্যাতন ও মুক্তিপন আদায়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।



একই সাথে উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিতপূর্বক গ্রেফতার করে বিচারান্তে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ।

Wednesday, October 5

CCBE Letter to PM: Continuous threats and harassment against lawyer Shahanur Islam

 Subject: Continuous threats and harassment against lawyer Shahanur Islam


Your Excellency,

I am writing to you on behalf of the Council of Bars and Law Societies of Europe (CCBE), which represents the bars and law societies of 46 countries, and through them more than 1 million European lawyers. The CCBE places great emphasis on respect for human rights and the rule of law and is particularly concerned with the situation of human rights defenders around the world.

Saturday, October 1

BIHR and JusticeMakers Bangladesh gravely concern over the recent killing of Transgender in the Capital Dhaka.

Bangladesh Institute of Human Rights (BIHR) and JusticeMakers are gravely concern over the killing of transgender at Dhaka in Bangladesh.

 

BIHR and JusticeMakers Bangladesh urge the concern authority of Bangladesh to arrest all the culprits who were involved with the said brutal murder of transgender and bring the culprits before the book after quick and impartial investigation.  

 

According to the news published online version of New Age on 30 September 2022 that a member of the transgender community was stabbed to death in Dhaka’s Paribagh area early Friday.  Nila,( 24), was stabbed by two youths on the footbridge at Paribagh at around 1:30am, police said.