Saturday, December 16

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সুজন নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা এ তথ্য নিশ্চিত করেন।


এর আগে একই দিন ভোরে উপজেলার গোতামারী সীমান্তে ৯০১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত সুজন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকার বাসিন্দা।

সীমান্তবাসীরা জানান, উপজেলার গোতামারী সীমান্তে ৯০১ নম্বর মেইন পিলার এলাকা হয়ে ভারতীয় গরু আনতে সীমান্তে যান সুজনসহ একদল চোরাচালানকারী। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের টহল দল। এ সময় সুজন গুলিবিদ্ধ হয়ে আহত হলে সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে তাকে রংপুরের একটি ক্লিনিকে গোপনে ভর্তি করা হয়। আইনি জটিলতার কারণে সুজনের পরিবার বিষয়টি গোপন রেখেছেন।

ইউপি চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুজন বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে শুনেছি। আইনি ঝামেলার কারণে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানতে পারি।
https://www.banglanews24.com/national/news/bd/1244575.details?fbclid=IwAR35JpB6vOuAzOL-iH5pCjEX5J7ovBvw5GItfWZw-3H2G9oOXGLLz3r6Q5w

No comments:

Post a Comment