Wednesday, May 31

কিশোরীদের দিয়ে যৌন ব্যবসা করাতেন হিজড়া শ্রাবন্তী

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বন্দর থানার ইসহাক ডিপো টোল প্লাজা এলাকা থেকে জোরপূর্বক যৌন কাজ করানোর অভিযোগে তৃতীয় লিঙ্গের একজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে চার কিশোরীকে।

সোমবার (২৯ মে) দুপুর দেড়টার দিকে বাই পাস রোডের একটি ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Tuesday, May 30

এজলাসের ভিতরে আইনজীবীদের মারামারি, আহত ৫০

 

বিএনপিপন্থি ৩ আইনজীবী আহত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের মামলার সাক্ষ্যগ্রহণের সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হট্টগোলের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা বিএনপিপন্থিদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা।

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে নুড়ি পাথর সংগ্রহ করতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক পলাশ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত পলাশ ভজনপুর ইউনিয়নের বগুলাহাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

মাদ্রাসা শিক্ষকের বলাৎকার দেখে ফেলায় শিশুকে হত্যা

ফরিদপুরের মধুখালীতে মাদ্রাসার শিক্ষকের বলাৎকারের ঘটনা দেখে ফেলায় ৭ বছরের শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ওই মাদ্রাসা শিক্ষককে আটক করেছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধুখালী পৌরসভার পূর্ব গাড়াখোলা মোহাম্মদিয়া আছিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

বলাৎকারের দৃশ্য দেখে ফেলায় শিশুকে শ্বাসরোধে হত্যা

শিশু শিক্ষার্থীকে হত্যার অভিযোগ মাদ্রাসার শিক্ষক হেদায়েত উল্লাহকে আটক করেছে পুলিশ। ছবি: নিউজবাংলা

স্থানীয় ও মধুখালী থানা সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে ক্বারী শিক্ষক হাফেজ মো. হেদায়েত উল্লাহ মাদ্রাসায় এক শিশুকে বলাৎকার করেন। আরেক শিশু শিক্ষার্থী তা দেখে ফেলায় ওই শিক্ষক তাকে শ্বাসরোধে হত্যা করেন।

শাস্তি ব্যবস্থায় তৃতীয় লিঙ্গ; জেলখানায় যে সেলে থাকেন তারা

এজলাসে ওঠার আগে ফোনটা অবিরাম বাজছে। সাধারণত এই সময়টাতে কারো ফোন রিসিভ করি না। নিজেকে শান্ত রাখার চেষ্টা করি। দেখলাম কলার আমার সাবেক কর্মস্থলের প্রবেশন অফিসার। বেঞ্চ সহকারীকে ফোনটা দিয়ে বললাম, কলার যেন বিকেলে ফোন করে। বেঞ্চ সহকারী কথা বলে জানালেন, প্রবেশন অফিসারের সাথে একজন আসামী আছেন যিনি আমার সাথে কথা বলতে চান। বিকেলে ফোন দেবেন বলেছেন।

সম্প্রতি উত্তর-পশ্চিমের একটি জেলা থেকে আমার রাজশাহীতে বদলি হয়েছে। এখানে আসার প্রায় দুই মাস হলো। বদলির দু'মাস পর কী কথা থাকতে পারে একজন অপরাধীর সাথে! বিষয়টি আমলে না নিয়ে দ্রুত এজলাসে উঠলাম। বিচারকাজ শেষে আমিই কল ব্যাক করলাম।

Monday, May 29

প্রাণনাশের ভয় দেখিয়ে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেপ্তার শিক্ষক

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাণনাশের ভয় দেখিয়ে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে দিনের পর দিন বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেজাউল করিম (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার রেজাউল সদর ইউনিয়নের বারদোনা ছৈয়দ ইব্রাহিম (র:) হেফজখানা ও ইছমাঈলিয়া এতিমখানার শিক্ষক। সে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর আমিরাবাদ জলিলনগর (নজু মিয়ার পাড়া) এলাকার মোহাম্মদুল হকের ছেলে।

Sunday, May 28

শরীয়তপুর আইনজীবী সমিতির টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধনে হামলা

 

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ১ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ এর প্রতিবাদে সাধারণ আইনজীবীদের মানববন্ধনে হামলা করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় এই হামলার ঘটনা ঘটে।


জানা যায়, শরীয়তপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে আইনজীবী সমিতির এফডিআর এর ১ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ করেন। সেই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও আইনজীবী সমিতির নির্বাহী কমিটি কোন ব্যবস্থা গ্রহণ না করায় সাধারণ আইনজীবীরা এর প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালীন সময় অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও টাকা আত্মসাৎ কারী অ্যাডভোকেট আবু সাঈদের সমর্থকরা আইনজীবীরা মানববন্ধনকারীদের উপর হামলা করেন।

Saturday, May 27

সমকামী প্রেম অতঃপর ঢাকা থেকে দোয়ারাবাজারে দুই কিশোরী

দুই কিশোরীর মধ্যে চলছিল সমকামী প্রেম। দু’জনই ঢাকা তেজগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ নিয়ে পরিবারে চরম উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হলে একে-অপরের সঙ্গ ছাড়তে চাপ দেয়া হয়। গত দুই মাস ধরে পরিবার থেকে এমন চাপ সহ্য করতে না পেরে দুই কিশোরী পাড়ি জমায় অজানায়। পরিবারের কাউকে না জানিয়ে নিজেদের মোবাইল সিম বন্ধ রেখে ঢাকা থেকে চলে আসে সুনামগঞ্জের দোয়ারাবাজারে। গত ২২শে মে দোয়ারাবাজার উপজেলা সদরে এসে কলেজে দুইবোন পরিচয়ে পড়াশোনার কথা বলে একটি বাসা ভাড়া নেয়। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজাখুজি করে কোথাও না পেয়ে পরিবার পুলিশ ও র‌্যাবের দ্বারস্থ হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের হস্তক্ষেপে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে খোঁজ মেলে দুই কিশোরীর অবস্থান। গতকাল পরিবারের লোকজন স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করেন।

ফ্রান্সে বসবাসত বাংলাদেশী রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও শরনার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করতে আগ্রহী ফ্রান্স –তেরে-এজাইল।

শরনার্থীদের অধিকার নিয়ে কাজ করা ফ্রান্সের অন্যতম বৃহৎ অলাভজনক সংস্থা ফ্রান্স –তেরে-এজাইল (এফটিএ) এবং প্রস্তাবিত মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও শরনার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও জীবন মান উন্নয়নে একযোগে কাজ করতে সম্মত হয়েছে।

সমকামী প্রেম অতঃপর ঢাকা থেকে দোয়ারাবাজারে দুই কিশোরী

দুই কিশোরীর মধ্যে চলছিল সমকামী প্রেম। দু’জনই ঢাকা তেজগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ নিয়ে পরিবারে চরম উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হলে একে-অপরের সঙ্গ ছাড়তে চাপ দেয়া হয়। গত দুই মাস ধরে পরিবার থেকে এমন চাপ সহ্য করতে না পেরে দুই কিশোরী পাড়ি জমায় অজানায়। পরিবারের কাউকে না জানিয়ে নিজেদের মোবাইল সিম বন্ধ রেখে ঢাকা থেকে চলে আসে সুনামগঞ্জের দোয়ারাবাজারে। গত ২২শে মে দোয়ারাবাজার উপজেলা সদরে এসে কলেজে দুইবোন পরিচয়ে পড়াশোনার কথা বলে একটি বাসা ভাড়া নেয়। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজাখুজি করে কোথাও না পেয়ে পরিবার পুলিশ ও র‌্যাবের দ্বারস্থ হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের হস্তক্ষেপে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে খোঁজ মেলে দুই কিশোরীর অবস্থান। গতকাল পরিবারের লোকজন স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করেন।

সংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

মোঃ মনিরুল ইসলাম, আমতলী (বরগুনা) থেকে: আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের জেষ্ঠ্য প্রভাষক ও সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জয়নুল আবেদীনের উপরে জাল সনদধারী বহিস্কৃত অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়ার নেতৃত্বে জামায়াত নেতা ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়েছে।

আমতলী সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম ও পিভিএর যৌথ উদ্যোগে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে বৃহস্পতিবার (২৫ মে) রাত ৯ টায় সাংবাদিকদের প্রতিবাদ সভায় তীব্র নিন্দা জানানো হয়।

Friday, May 26

সাভারে নারী নেত্রীর স্বামীর করা মামলায় সাংবাদিক গ্রেফতার

ঢাকার সাভারে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য শারমীন হককে মারধরের অভিযোগে তার স্বামীর দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন উজ্জ্বল হোসাইন নামে স্থানীয় এক সাংবাদিক। তিনি দেশের একটি দৈনিক পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি।

সাভার মডেল থানা পুলিশ শুক্রবার (২৬ মে) সকালে তাকে আটক করা হয়। পরে বিকেলে আদালতে তোলা হলে তাকে কারাগারে প্রেরণ করে।

Thursday, May 25

সাংবাদিক আহমদ গিয়াস ও ইমরানের উপর হামলা

কক্সবাজারের প্রাণ প্রকৃতি পরিবেশক গবেষক দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি আহমদ গিয়াস ও পেকুয়ায় সময়ের আলোর প্রতিনিধি ইমরান হোসাইনসহ সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।


সোমবার (২২ মে) পৃথক এই হামলার ঘটনা ঘটে। এদিকে সাংবাদিকদের উপর বর্বর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার নেতৃবৃন্দ।

Tuesday, May 23

দুই কিশোরকে বলাৎকার, সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জয়ন্ত কুমার মোহন্তকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২২ মে) উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জে ইয়াবাসহ ৮ হিজড়া আটক

মো. মনিরুল আলম, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তৃতীয় লিঙ্গের ৮ সদস্যেকে এক কোটি পাঁচ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে র‌্যাব। 



সোমবার র‌্যাব-১১-এর সিপিসি কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এ সময় তাদের হেফাজতে থাকা ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

মুক্তিপণের জন্য ব্যাংকারকে অপহরণ, খুনের পর লাশ মাটিচাপা

মুক্তিপণের জন্য ব্যাংকারকে অপহরণ, খুনের পর লাশ মাটিচাপা

নাটোরে মুক্তিপণের টাকা আদায় করতে প্রায় ৬ মাস আগে সোশ্যাল ইসলামী ব্যাংক কর্মচারী সাজ্জাদ হোসেন রুবেলকে কৌশলে ডেকে অপহরণ করে নিয়ে যায় তারই দুই বন্ধু হৃদয় হোসেন ও তারেক রহমান। এক পর্যায়ে তারা রুবেলকে সমকামিতার ফাঁদে ফেলে পরিবারের কাছে পাঁচ লাখ টাকার মুক্তিপণ দাবি করে। এই সময়ে রুবেলের পরিবারের কাছ থেকে কয়েক দফা ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।

চাঁপাইনবাবগঞ্জে শিশু বলৎকারের অভিযোগ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে

এক নুরানী মাদ্রাসার শিক্ষক ও জামে মসজিদের ইমাম দ্বারা এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বলৎকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের দায়ে ঐ শিক্ষককে তার পদ থেকে ও ইমাম থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। সালিশের রায় নিয়ে চলছে প্রহসন। স্থানীয় প্রভাবশালীদের ভয়ে ঐ নির্যাতিত শিশুটির পরিবার কোথাও অভিযোগ করতে পারছেন না।

ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা পড়জিপাড়া গ্রামে। অভিযুক্ত ব্যক্তি হলেন চাকলা নূরানী মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মবিন। নির্যাতনের শিকার শিশু একই এলাকার চাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

Monday, May 22

কোটি টাকার ৩০ হাজার ইয়াবাসহ ৮ জন হিজড়া গ্রেফতার

কোথায় নেই মাদক ! মাদকের ভয়াল থাবা যেন সর্বত্র। সাধু – সন্যাসী থেকে শুরু করে মসজিদের ঈমাম, পুলিশ, ডিবিসহ আইনশৃংখলা বাহিনীর অনেকেই গ্রেফতার হয়েছে এই মাদক নিয়ে । এ ছাড়াও ডাক্তার, সাংবাদিক নামদারীদের অনেকেই ধরা পরেছে এই মরন নেশা মাদক নিয়ে। এবার নারায়ণগঞ্জে কোটি টাকার মাদকসহ গ্রেফতার হয়েছে তৃতীয় লিঙ্গের (হিজরা) ৮ সদস্য।

এরপূর্বেও নারায়ণগঞ্জ শহরের জিমখানায় র‌্যালী বাগান বস্তিতে এবং মন্ডলপাড়ায় প্রকাশ্যেই থানা ও ডিবি পুলিশকে প্রতি মাসে লাখ লাখ টাকায় ম্যানেজ করে মাদকের হাট বাজার স্থাপন করে হিজরাদের একটি চক্র নগরীকে মাদকের অভয়ান্য হিসেবে পরিণত করেছিলো । সেই চক্রের কেউ কেউ এখনো বন্দরে বহুতল বাড়ি নির্মান করে চালাচ্ছে মাদকের হাট

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে নুড়ি পাথর সংগ্রহ করতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বাংলাদেশি যুবক পলাশ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।রোববার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচা সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম।নিহত যুবক পলাশ ভজনপুর ইউনিয়নের বগুলাহাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পলাশ সীমান্তের সাঁও নদীতে অন্য শ্রমিকদের সঙ্গে তিনিও পাথর তুলছিলেন। তখন আকস্মিক ভারতের টেপরাভিটা ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের কয়েকজন সদস্য নদী পাড়ের চা বাগান থেকে শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে শ্রমিকরা পালিয়ে গেলেও পলাশ বিএসএফের গুলিতে মাটিতে পড়ে যায়। পলাশকে মাটিতে পড়ে থাকতে দেখে কয়েকজন শ্রমিক দৌড়ে ফিরে এসে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসকার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে তাকে রংপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সমকাম মেনে নেয়নি পরিবার; আত্মহত্যা দুই কিশোরীর

একে অপরকে ভালোবাসতো দুই কিশোরী। কিন্তু সমাজ, পরিবার কেউই মেনে নেয়নি দুই সমকামী কিশোরীর প্রেম। এই প্রত্যাখ্যানে ভেঙে চুরমার হয়ে যায় তাদের স্বপ্ন। আর সেই আক্ষেপে মৃত্যুর পথই বেছে নিল ২ কিশোরী।

উত্তর জনপদ জেলা পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের ঘটনায়। দু’জনের ভালবাসার স্বীকৃতি দূরের কথা, লোকের বাঁকা কথায় অতিষ্ঠ হয়ে স্কুলপড়ুয়া যূথি আখতার ও শাবানা খাতুন নামের দুই ছাত্রী বিষপান করে আত্মহত্যা করে। শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে।

কক্সবাজারে সাংবাদিকের উপর পাখি খেকোদের হামলা

দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি, পরিবেশ গবেষক আহমদ গিয়াসের উপর হামলা চালিয়েছে পাখি খেকোরা।সোমবার (২২ মে) সকাল ১০টার দিকে দরিয়ানগরের সাংবাদিক আহমদ গিয়াসের বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ঝিরঝিরি পাড়ার জুনাইদ নামে এক পাখি খেকোকে আটক করা হয়েছে।

স্থানীয় পরিবেশকর্মী এইচএম পারভেজ জানান, সাংবাদিক আহমদ গিয়াসের বাড়ি সংলগ্ন পাহাড়ের ঢালে বাসা বেঁধে পাখিরা থাকে। এসব পাখি শিকার করার জন্য স্থানীয় কিছু লোকজন চেষ্টা চালায়। তাদের পাখি শিকার না করতে বারণ করলে তারা সাংবাদিক আহমদ গিয়াসকে মারধর করে। এতে তিনি রক্তাক্ত হন। পরে খবর পেয়ে স্থানীয়রা এক পাখি খেকো জুনাইদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
https://www.parbattanews.com/%E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89-2/

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নদীতে নুড়িপাথর সংগ্রহ করতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পলাশ (৩৫) নামে এক বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন।

রোববার (২১ মে) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর সীমান্ত এলাকায় সাও নদীতে এ ঘটনা ঘটে।

আহত পলাশ বগুলাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

শিশু বলৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

নেত্রকোনার মোহনগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে বলৎকারের অভিযোগে কিয়াম (২২) নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে শনিবার বিকেলে উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ি গ্রাম থেকে কিয়ামকে গ্রেফতার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।কিয়াম উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ি গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।ভুক্তভোগী শিশুর বাড়ি একই এলাকায়। সে স্থানীয় একটি কওমি মাদরাসার ছাত্র।

Sunday, May 21

কোটি টাকার ৩০ হাজার ইয়াবাসহ ৮ জন হিজড়া গ্রেফতার

 

কোথায় নেই মাদক ! মাদকের ভয়াল থাবা যেন সর্বত্র। সাধু – সন্যাসী থেকে শুরু করে মসজিদের ঈমাম, পুলিশ, ডিবিসহ আইনশৃংখলা বাহিনীর অনেকেই গ্রেফতার হয়েছে এই মাদক নিয়ে । এ ছাড়াও ডাক্তার, সাংবাদিক নামদারীদের অনেকেই ধরা পরেছে এই মরন নেশা মাদক নিয়ে। এবার নারায়ণগঞ্জে কোটি টাকার মাদকসহ গ্রেফতার হয়েছে তৃতীয় লিঙ্গের (হিজরা) ৮ সদস্য।

Press Statement: JusticeMakers Bangladesh Demands Immediate Release of Lawyer Kazi Rubayet Hasan Sayem

JusticeMakers Bangladesh, a prominent human rights organization, expresses deep concern and condemns the arrest of lawyer Kazi Rubayet Hasan Sayem under the draconian Digital Security Act 2018. The organization strongly urges the immediate release of Mr. Sayem and calls for the withdrawal of the fabricated charges against him without any preconditions.

According to information received from various news media, the victim's family, and reliable sources, it has been learned that Kazi Rubayet Hasan Sayem, a 46-year-old member of the Dhaka District Bar Association and former co-organizing secretary of Narayanganj Metropolitan BNP, was arrested on the night of March 24th, around 10 pm. He was apprehended by the Narayanganj District Detective Police (DB) on charges of using offensive language to abuse the mother of Bangabandhu Sheikh Mujibur Rahman, the Father of the Nation of Bangladesh.

Saturday, May 20

মুরাদনগরে প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, আহত ৩ সাংবাদিক


কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ৩ সাংবাদিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সাংবাদিকরা হলেন, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠের আজিজুর রহমান রনি, দৈনিক ঢাকা প্রতিদিনের এম ফয়জুল ইসলাম ও দৈনিক ভোরের সূর্যোদয়ের (সাবেক) শামীম আহম্মেদ।

Thursday, May 18

চুনারুঘাটে তিন সাংবাদিকের উপর বালুখেকোদের হামলা

চুনারুঘাটে বালুমহালে মোবাইল কোর্টের অভিযানের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ টেলিভিশন সাংবাদিক। এসময় হামলাকালিরা ছিনিয়ে নিয়েছে সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল।

বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও এলাকা এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে হবিগঞ্জ প্রেসক্লাব ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠন দুটির নেতৃবৃন্দ।

মাদ্রাসাপড়ুয়া শিশুকে বলাৎকার করে পালিয়েছেন শিক্ষক

শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাইল ছবি


শিশুটির মা বলেন, ‘মঙ্গলবার রাতে মাদ্রাসার বেডে ঘুমিয়ে ছিলো আমার ছেলে। মধ্যরাতে শিক্ষক আবু সুফিয়ান আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়ে রুমে নিয়ে গিয়ে তার বিছানায় ঘুমাতে বলেন। রাতের কোনো এক সময় তিনি আমার ছেলেকে বলাৎকার করেন।

মাদ্রাসার ভেতরে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে পালিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক মাদ্রাসা শিক্ষক। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

রূপগঞ্জ থানায় শিশু নির্যাতন দমন আইনে বৃহস্পতিবার সকালে মামলাটি করেন তিনি।

Wednesday, May 17

চিরিরবন্দর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

দিনাজপুরের চিরিরবন্দর সীমান্তের কামারপাড়া নামক এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো: মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল উপজেলার পূনট্রি ইউনিয়নের কামারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী যুবক মঞ্জুরুল ইসলামের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

The Human Rights Commission will propose a welfare board to protect the rights of transgenders

Chairman of the organization Dr. said that a proposal will be made by the National Human Rights Commission for the formation of a welfare board to protect the rights of transgender and hijra people. Kamal Uddin Ahmed. He said, the issues of underprivileged transgender, hijra, gender diverse communities which are out of sight, should be brought into our sight. If films are made and books are written about these people, there will be positive changes in the society gradually. People need to know more about them.

On Tuesday (May 11) in the conference room of the National Human Rights Commission, in the discussion meeting organized by Bandhu Social Welfare Society on the issue of 'violation of human rights of transgender, hijra and gender diverse population and next steps', the chief guest said. Kamal Uddin Ahmed said these things.

শিশু বলাৎকারের পর পালালেন ইমাম

ভুক্তভোগী শিশুর অভিযোগ, ‘আগের দিন হুজুর আমাকে প্রতিদিনের মতো পড়তে আসতে বললেও অন্যান্য ছাত্রদের দেরিতে আসতে বলেন। আমি আরবি শিখছিলাম। এমন সময় হুজুর আমাকে পাশের একটি ঘরে নিয়ে যান এবং আমার উপর নির্যাতন করেন। আমি অসুস্থ হয়ে গেলে কাউকে কিছু বললে হুজুর আমাকে মেরে ফেলার হুমকি দেন।’

Tuesday, May 16

পরীক্ষার হলে পরীক্ষার্থীকে পুলিশের মারধর

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রের মধ্যে জুনাইদ আহমেদ নামের এক এসএসসি পরীক্ষার্থীকে চড় থাপ্পড় ও লাথি মেরে সড়কে ফেলে মারধর করেছেন আব্বাস উদ্দিন নামের এক এএসআই। 

মঙ্গলবার দুপুরে পরীক্ষা শেষে হালিমা খাতুন মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। মারধর করা এএসআই আব্বাস উদ্দিন রাঙ্গাবালী থানায় কর্মরত আছেন।

কালিয়াকৈরে একই রশিতে দুই বন্ধুর আত্মহত্যা

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক দক্ষিণপাড়া আইস মার্কেট এলাকায় একই রশিতে রিয়াদ হোসেন এবং মনি হোসেন ওরফে জমিস নামের দুই বন্ধু আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার সকালে মৌচাক ফাঁড়ি পুলিশ দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

নিহত দুই বন্ধু হলেন, জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (২০) এবং একই থানার খইয়ারদিচর এলাকার হেলাল শেখেরে ছেলে মনি হোসেন ওরফে জসিম (২০)। দুই জনই কালিয়াকৈর উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় মহির উদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় সিলভিয়া এ্যাপারেলস লিমিটেড নামে জুতা তৈরি কারখানায় চাকরি করতেন।

সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষ ভাঙচুর, আওয়ামীপন্থি ৪ আইনজীবী আহত

 

সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে বিক্ষোভ শুরু করে বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় আওয়ামীপন্থি আইনজীবীরাও অবস্থান নেন সেখানে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে আহত হন ৪ জন। মঙ্গলবার (১৬ মে) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

পঞ্চগড়ে শিশুকে বলাৎকার, যুবক কারাগারে

পঞ্চগড়ে আড়াই বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৬ মে) দুপুরে অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে একই দিন সকালে শিশুর মা বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

২০ বছর বয়সি মামুন পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়নের বাসিন্দা। 

Monday, May 15

জীবননগর সীমান্তে নাক-কান কাটা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে মোহাম্মদ আলী পান্না (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের নাক, একটি কান ও বুকে ক্ষতচিহ্ন অবস্থায় লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।

সোমবার (১৫ মে) ভোরে হরিহরনগর সীমান্তে সেগুন বাগানের মধ্যে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ, বিজিবি, সিআইডি, এনএসআই পিইবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনায় আশংকাজনক হারে বাড়ছে সমকামীদের সংখ্যা

সমকামিতা শব্দটির তাৎপর্য এদেশে নেতিবাচক গুরুত্ব বহন করলেও পাশ্চাত্য দেশগুলোতে ভিন্নরকম গুরুত্ব বহন করে। ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের অধিকাংশ দেশেই সমকামী কিংবা একই লিঙ্গের ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনের অনুমতি রয়েছে। প্রতিবেশী দেশ ভারতেও সমকামী পূরুষ কিংবা নারীদের একসাথে বসবাস করতে দেখা যায়। এদের মধ্যে অধিকাংশই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। পাশ্চাত্য দেশগুলোর মত বাংলাদেশের অন্যতম বিভাগীয় শহর খুলনায় আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে এই সমকামীদের সংখ্যা। খুলনা নিউ মার্কেট, হাদিস পার্ক, সাত রাস্তার মোড়, খানজাহান আলী সেতু, ৬ ও ৭ নং ঘাট, ময়ুরী আবাসিক প্রকল্প সহ বেশ কয়েকটি বিনোদনস্থানে এদের ঘনিষ্টাবস্থায় দেখা মেলে। তবে কিছু অংশ ছেলে সমকামীদের আচরনে বোঝা গেলেও অধিকাংশই নিজেদের এই গোপন বাসনা ঢেকে রাখতে পছন্দ করেন। অনুসন্ধানে জানা যায় ভিন্ন এই কামনা বেশিরভাগ স্কুল, কলেজ কিংবা মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে তৈরী হওয়ায় বিকৃত মানসিকতা সৃষ্টি হয় । বর্তমানে প্রাইমারীর গন্ডি না পেরোতেই সন্তানদের হাতে তুলে দেওয়া হয় স্মার্টফোন। আর স্মার্টফোনের মাধ্যমে এই ট্যাবুতে জড়িয়ে পড়ছে অধিকাংশ সন্তানেরা। গোপন এই বাসনা মনে লুকিয়ে রেখে একটা সময় সমকামীর পরিচয় দেওয়াতে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়ছে।

সিলেটে আইনজীবীর উপর হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

 

সিলেট জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট আব্দুল হাই রাজনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় আদালত প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে মাদ্রাসা শিক্ষার্থী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকালে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ ফজলুল হক উলুম বহুমুখী মাদ্রাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান।

গ্রেপ্তার সিরাজুল হক (২৫) ওই মাদ্রাসার শিক্ষক ও নাটোর জেলার বড়বাড়িয়া গ্রামের আইনাল হকের ছেলে।

এর আগে শনিবার দুপুরে নির্যাতিত শিশুটির বাবা যৌন নিপীড়নের অভিযোগে সিরাজুলকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন।

যশোরে সেই নারী আইনজীবীর পদ ৭ দিনের জন্য স্থগিত করল জেলা আইনজীবী সমিতি

রিকশাচালককে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সম্প্রতি যশোর আদালতের সামনেছবি: সংগৃহীত


যশোরে এক রিকশাচালককে প্রকাশ্যে মারধর করার ঘটনায় আইনজীবী আরতি রানী ঘোষের সদস্যপদ সাত দিনের জন্য স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি।

আরতি রানী ঘোষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় আজ রোববার দুপুরে সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সাত দিন তিনি আদালতে কোনো মামলার হয়ে লড়তে পারবেন না।

Sunday, May 14

কমলগঞ্জে শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৩ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে সাগর মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওইদিন রাতেই শিশুটির বড় ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করলে আসামি সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার (১৪ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খুলনায় সফল অস্ত্রোপচারে ছেলে থেকে মেয়েতে রূপান্তর

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথম ছেলে থেকে মেয়েতে রূপান্তরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ মে) রাতে খুলনা নগরীর একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারে ছেলেকে মেয়েতে রূপান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তাকে ওই ক্লিনিকের পোষ্ট অপারেটিভে রাখা হয়েছে। তবে সম্পূর্ণ সুস্থ হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। এছাড়া আরও কিছু চিকিৎসাও তাকে দিতে হবে।


Saturday, May 13

Shahanur Islam addresses European lawyers on current human rights situation in Bangladesh

ব্রাসেলস এ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা সভায় প্রধান বক্তা হিসেবে শাহানূর ইসলামের অংশগ্রহণ!

On May 11 (Thursday), a discussion meeting was held in Brussels, Belgium with the participation of European human rights lawyers to review the current human rights situation in Bangladesh.

গত ১১ মে (বৃহস্পতিবার) বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় ইউরোপীয় মানবাধিকার আইনজীবীদের অংশগ্রহনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Friday, May 12

সীতাকুণ্ডে আদিবাসী তরুনীকে হত্যা, লাশ উদ্ধার করলো পুলিশ

সীতাকুণ্ডে আদিবাসী এক তরুনীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।আজ( ১২মে) শুক্রবার বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটে বিআইটিআইডি হাসপাতালের পেছনের একটি পরিত্যক্ত জলা জমি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Head of Inter-Ministerial Delegation Welcomes Human Rights Activists in France

মানবাধিকারকর্মীদের অভ্যর্থনা জানালেন ফ্রান্স আন্তঃমন্ত্রণালয় ডেলিগেশন প্রধান।

On May 10th, Alain Régnier, the head of the Inter-Ministerial Delegation for the Reception and Integration of Refugees in France, welcomed 14 human rights activists from around the world to a luncheon at the building of French Ministry of the Interior.

ফ্রান্সে শরণার্থীদের অভ্যর্থনা ও একীকরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় ডেলিগেশন মেরিয়েন ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস ডিফেন্ডার্স বিজয়ী মানবাধিকারকর্মীদের অভ্যর্থনা জানিয়েছেন। গত ১০ মে (মঙ্গলবার) ফ্রান্স স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় ভবনে সারা বিশ্ব থেকে আগত ১৪ মানবাধিকারকর্মীকে মধ্যাহ্নভোজে অংশগ্রহনের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়।

Thursday, May 11

ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদ্রাসার আবাসিক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গেপ্তারকৃত শিক্ষকের নাম হোজায়ফা (২২)। সে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভবভদ্রী গ্রামের আমিন উল্যার বাড়ির মনিরুল আলম ভুঁইয়ার ছেলে।
মঙ্গলবার বিকালের দিকে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় শ্রেণির এক ছাত্রকে তার মাদ্রাসার শিক্ষক গত রোববার রাত ১১টার দিকে মাথা টিপার কথা বলে তার রুমে ডেকে নেয়। পরে তাকে কৌশলে বলৎকার করে ওই শিক্ষক। পরবর্তীতে ভিকটিমকে ২ শত টাকা দেন কাউকে বিষয়টি না বলার জন্য।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার চেষ্টা

 https://www.narayanganjpost.com/outside-city/news/17502

পটিয়ায় মাদ্রাসা পড়ুয়া শিশুকে বলৎকার,পরিচালক আটক

চট্টগ্রামের পটিয়ায় মাদ্রাসার দুই শিশুকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার সহকারী পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পটিয়া পৌর সদরের ২নং ওয়ার্ডের একতা আবাসিক এলাকার আনোয়ারুল কোরআন মারকাজুল তাহফিজ মাদ্রাসার পরিচালক মো. মঈন উদ্দিন(২৪) প্রকাশ মানিককে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত মঈন উদ্দিন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত নুর আহমদের ছেলে। পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, সোমবার পৃথক দুই জন অভিভাবক তাদের মাদ্রাসা পড়ুয়া ছোট্ট ছেলেকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার সহকারী পরিচালকের বিরুদ্ধে মঙ্গলবার পটিয়া থানায় মামলা করেন।

৬৮টি স্থানে অপরাধে সক্রিয় ৪১১ হিজড়া

রাজধানীতে হিজড়াদের চাঁদাবাজির অভিযোগ শোনা যায় প্রায়ই। রাস্তার সিগনাল, যানবাহন, বাসাবাড়ি, দোকানপাটসহ আবাসিক এলাকায় হিজড়াদের চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নিয়েছে পুলিশ। হিজড়াদের পুনর্বাসনে সুপারিশও করা হয়েছে।


সম্প্রতি পুলিশ সদর দপ্তরে পাঠানো ডিএমপির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করে বলা হয়, হিজড়াদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁদের পুনর্বাসিত করতে প্রতিবেদনে কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে।

শিশুর জন্মের পর মায়ের বুকের দুধ তার জন্য প্রধান খাদ্য। ছয় মাস বয়স হওয়ার পর শিশুকে বাড়িতে তৈরি সুষম, পুষ্টিকর খাওয়ার দেওয়ার কথা বলেন পুষ্টিবিদ ও শিশুবিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবতা ভিন্ন।

https://jagokantha.com/%E0%A7%AC%E0%A7%AE%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF/?fbclid=IwAR19Uinw0TgNdcPZzf2kmOwCopnGKSeQEx0zYdSUVpkqYZWB2XFWNUFtSM4

Tuesday, May 9

বেলাবতে লালন আখড়ার সাধুসঙ্গে হামলা, বাদ্যযন্ত্র ভাংচুরের অভিযোগ

নরসিংদীর বেলাবতে লালন আখড়ার সাধুসঙ্গে হামলা চালিয়ে বাদ্যযন্ত্র ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভাংচুর করা এসব বাদ্যযন্ত্রের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

এর আগে গতকাল রোববার বিকালে বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের ভাবলা গ্রামে জাহাঙ্গীর শেখের লালন সংগীতের আখড়ায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান সাধুসঙ্গে আসা শিল্পীরা। তবে পুলিশ ও স্থানীয়দের দাবি ওই এলাকার একটি ড্রাগন বাগানে দুই মাতালের ঝগড়ার এক পর্যায়ে গানের কিছু বাদ্যযন্ত্র ভেঙ্গে ফেলার ঘটনা ঘটে।

Monday, May 8

বিএসএফের গুলিতে বাংলাদেশি শিশু আহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে ওবাইদুল্লাহ (১২) নামে এক বাংলাদেশি শিশু আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওবাইদুল্লাহ চর আষাড়িয়াদহ গ্রামের গোলাম রসুলের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ছয় নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অধিকার বঞ্চিত হিজড়া সম্প্রদায়..

বর্তমান সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত একটি সম্প্রদায় হলো হিজড়া জনগোষ্ঠী। সভ‍্যসমাজ থেকে ছিটকে পড়া এই শ্রেণীটি প্রতিনিয়ত বিকৃত মানসিকতা নিয়ে বেড়ে উঠছে। হিজড়াদের সামাজিক মর্যাদা অত্যন্ত শোচনীয়।

উপমহাদেশে বহু বছর ধরে হিজড়াদের কোন স্বীকৃতি ছিল না। হিজড়ারাও মানুষ, সব ধরনের ইন্দ্রিয় অনুভূতি সাধারণ মানুষের মতো তাদেরও রয়েছে। পৃথিবীতে চার ধরনের হিজড়ার উপস্থিতি পাওয়া যায়। প্রথমত যারা দেখতে পুরুষের মত কিন্তু মানসিকভাবে নারী স্বভাবের তাদের অকুয়া বলা হয়, দ্বিতীয়ত, যারা দেখতে নারীর মতো কিন্তু পুরুষ স্বভাবের তাদেরকে বলা হয় জেনানা,তৃতীয়ত,তারা হচ্ছে উভয় লিঙ্গ বা লিঙ্গহীন আরবিতে যাকে খানসা মুশকিল বলে আর চতুর্থত যাদের যৌনক্ষমতা নষ্ট করে হিজড়া বানানো হয় তাদেরকে বলা হয় খোজা। হিজরারাও স্বাভাবিক মস্তিষ্কের মানুষ।

Sunday, May 7

The queerization of social media platforms in Bangladesh

It was in 2015, at the onset of July, when millions of people worldwide enthusiastically supported homosexual marriage by using the rainbow filter on Facebook (Wecker, 2015). At the time, I was in the ninth grade and had studied in eight schools across eight districts of the country, which had allowed me to curate many acquaintances, mostly my age, on my Facebook. 

ছাত্রকে বলাৎকারের মামলায় মাদ্রাসাশিক্ষক কারাগারে

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রবিবার (৭ মে) বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন। 

তিনি বলেন, ‘বিকালে আসামিকে আদালতে তোলা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।’

Thursday, May 4

নিকলীতে সাংবাদিকের উপর হামলা

কিশোরগঞ্জের নিকলীতে সাংবাদিক শাফায়েত নূরুলের উপর মাদকসেবী ও বিক্রয়কারীর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেরণা বাংলাদেশ ও কালের নতুন সংবাদের যৌথ উদ্যোগে সকাল ১০ ঘটিকায় এ মানববন্ধনটি কিশোরগজ শহীদ সৈয়দ নজরুল চত্বরে অনুষ্ঠিত হয়। জানা যায় গত মঙ্গলবার সাড়ে পাঁচ ঘটিকায় নিকলী উপজেলার কার পাশা ইউনিয়নের মজলিশপুর পাহাড় খাঁ ও কানাই ভিঠার মাজারে দুইজন সাংবাদিক মাদকসেবীদের মাদক বিক্রির সময় ছবি তোলায় হামলার সূত্রপাত হয়। ঘটনা সময় মাদক ব্যবসায়ী বুলবুল ওরফে লতিফ (৩৩) সাংবাদিকদের রাস্তায় অবরোধ করিয়া দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন, সাংবাদিক শাফায়েত নুরুল। তারপর সাংবাদিক শাফায়েত নূরুল কে গুরুতর অবস্থায় নিকলী উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গত মঙ্গলবার মাদক ব্যবসায়ী বুলবুল ওরফে লতিফ কে প্রধান আসামি করে শাফায়েত নুরুল বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগটি দায়ের করার পর আসামি গ্রেফতার হচ্ছে না বলে মামলার বাদী দাবি করেন। উল্টো থানার সাব ইন্সপেক্টর রিয়াদ বাদী শাফায়েত নুরুল কে মুঠো ফোনে বলেন, আপনি কিশোরগঞ্জ কোর্টে জিয়ারো সাথে যোগাযোগ করেন।

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সুনামগঞ্জে আমিনুল ইসলাম নামে এক সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সদর উপজেলা পরিষদের মূল ফটকের পাশে এ ঘটনা ঘটে।

আহত আমিনুল ইসলাম যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ এপ্রিল যমুনা টেলিভিশনে ‘রড ছাড়াই ঘর তৈরি আশ্রয়ণ প্রকল্পে! ধরা পড়লো যমুনার ক্যামেরায়’ শিরোনামে নিউজ প্রচার হয়। সেখানে ঘর নির্মাণে অনিয়মের চিত্র তুলে ধরা হয়। এই সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির সঙ্গে লালপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণস্থলে সাক্ষ্য দিতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে উপজেলা পরিষদের সামনে এলে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে জালাল হোসেন (৩৫) নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। বুধবার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ জালাল হোসেন (৩৫) বাকশিমুল ইউনিয়নের কোঁদালিয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। গুলিটি তাকে পেছন দিক থেকে করা হলে তার কোমরের উপরিভাগে লাগে বলে জানা গেছে।

Wednesday, May 3

সুপ্রিম কোর্টে পাল্টাপাল্টি বিক্ষোভ-হট্টগোল, আইনজীবী আহত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ, ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগপন্থী আইনজীবী মো. আতাউর রহমান গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আওয়ামী লীগপন্থী আইনজীবীদের দাবি, বিএনপিপন্থী আইনজীবীদের হামলায় আইনজীবী মো. আতাউর রহমান গুরুতর আহত হয়েছেন। এ সময় আরও বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন বলে জানিয়েছেন সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল। তবে বিএনপিপন্থী আইনজীবীরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।