Thursday, August 31

Bangladesh: lawyer assaulted in Dhaka

Islamists best up a Hindu lawyer in Dhaka. The lawyer is now home after treatment at Dhaka National Medical College and Hospital. Advocate Madhusudan Deb is a well-known lawyer and lives with his family in Dhaka Matijhil Colony. Yesterday, on the 30th of August, Islamists attacked him, his son and his wife. Islamists beat all of them mercilessly.

মেয়ে সেজে চুরি, হিজড়া সেজে চাঁদাবাজি

সাধারণত শুক্র ও শনিবার ছুটির দিন হলেও রফিক ও মনিরের কাছে এ দুই দিনই কর্মদিবস। কারণ, এ দুই দিন তাঁরা বন্ধ অফিসগুলোয় নিজেদের ‘কাজ’টি সারেন। তাঁরা যে অফিসেই যান, সেখানে ঢুকতেই মাথায় ঘোমটা দেন। ভেতর গিয়ে মাথায় ছাতাও ধরেন। কারণ, এসব জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকে। সেই ক্যামেরায় মুখ না দেখানোর জন্যই ঘোমটা ও ছাতার ব্যবহার! এরপর তাঁরা নিজেদের ‘কাজ’ শেষ হওয়ার পর সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়ে আসেন।



রফিক ও মনির রাজধানীতে অভিনব এ কায়দায় দীর্ঘদিন ধরে চুরি করে আসছেন। মেয়ে সেজে চুরি করলেও রাস্তায় আবার তাঁরা সাজেন হিজড়া। হিজড়া সেজে তাঁরা বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেন।

Wednesday, August 30

বিএনপিপন্থী ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি ১৯ অক্টোবর

 


ঢাকা, ৩০ আগস্ট ২০২৩ (বাসস): জাতীয়াতাবাদী আইনজীবী ফোরামের সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন বিষয়ে আগামী ১৯ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আজ এ আদেশ দেন।
‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে দেয়া বক্তব্যকে ইস্যু করে আপিল বিভাগের দুই বিচারকের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ কর্মসূচি পালন করছিলো বিএনপি সমর্থিত আইনজীবী সংগঠন।
এসব কর্মসূচি আদালত অবমাননার সামিল উল্লেখ করে বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি গতকাল দাখিল করা হয়। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট নাহিদ সুলতানা যুথি। এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

Tuesday, August 29

নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

নীলফামারীর সৈয়দপুরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক মো. জাকির হোসেনের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে ও শ্বাসরোধে সাংবাদিক জাকিরকে হ ত্যা চেষ্টা করে হামলাকারীরা।

হামলায় হাত কেটে যাওয়াসহ গলায় এবং উপর্যুপরি কিলঘুষি মারায় বুকে ও মাথায় গুরুত্বর আঘাত পেয়েছেন ওই সাংবাদিক। এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলায় জাকিরের সহযোগী দৈনিক আনন্দ বাজার পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি শাহজাহান আলী মননও আহত হয়েছেন।

মেট্রোরেলে টয়লেট ব্যবহারে টাকা: সংবাদ সংগ্রহে গিয়ে আনসারের হাতে ২ সাংবাদিক ‘লাঞ্ছিত’

মেট্রোরেলের স্টেশনে দায়িত্বরত এক আনসার সদস্য দুই সাংবাদিককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের আগারগাঁও রুটে যাওয়ার দিকে প্লাটফর্মে এই ঘটনা ঘটে। ঘটনার শিকার সাংবাদিকরা হলেন, সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ ও আমাদের সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার আক্তারুজ্জামান।


জানা যায়, মেট্রোরেলের সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আনসার সদস্য তাদের প্রশ্ন শুনেই তেড়ে আসেন। বুম কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে দুই সাংবাদিকককে লিফটের ভেতরে ঢুকিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার রুমে যেতে হবে বলে জানান।

বাউফলে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক র‌্যাবের হাতে গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফল উপজেলায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক হাফেজ সেলিম গাজীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাতে পিরোজপুরের কাউখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার রাত সাড়ে ১০টায় রাফির বাবা রেজাউল আকন বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হাফেজ সেলিম গাজী উপজেলার বড় ডালিমা মদিনাতুল উলুম কওমিয়া হাফেজিয়া ও নুরানী কিন্ডার গার্টেন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক কাম শিক্ষক। নিহত শিশু আল রাফি উপজেলার নাজিরপুরের বড় ডালিমা গ্রামের খলিফা বাড়ির রেজাউল আকনের ছেলে। জানা গেছে, ওই মাদ্রাসার ছাত্র আল রাফিকে মাদ্রাসার পরিচালক কাম শিক্ষক হাফেজ সেলিম গাজী বিভিন্ন কৌশলে দীর্ঘ মাস ধরে বলাৎকার করে আসছিল। গত তিন সপ্তাহ আগে শিশুটি পেটের ব্যথাসহ নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। ক্যান্সারে আক্রান্ত রাফি সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মারা যায়।

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৩ বছর বয়সী এক ছাত্রকে জোরপূর্বক বলাৎকারের (ধর্ষণের) অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত শিক্ষক রজব আলী নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষণপুর চরল পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

Monday, August 28

ছাত্র বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদরাসা ছাত্রকে (১৩) বলাৎকারের অভিযোগে বেলায়েত হোসেন নামে এক শিক্ষককে আটক করেছে লৌহজং থানা পুলিশ।

রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর তাকে আটক করা হয়। পরে রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের মামলা নেওয়া হয়েছে।

ভুক্তভোগী ছাত্র জানায়, উপজেলার কনকসার ইউনিয়নের দারুল উলুম সিংহের হাটি কওমি মাদরাসার শিক্ষক বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে তাকে বলাৎকার করে আসছিল। গত রমজানে ভর্তি হওয়ার পর হতে ওই শিক্ষক তার পাশেই রাতে ঘুমাত। এই সুযোগে শিক্ষক প্রায় রাতেই তাকে বলাৎকার করত। গত ১৩ আগস্ট ওই শিক্ষক তাকে আবারো বলাৎকার করার চেষ্টা করে। এসময় সে বাঁধা দিলে শিক্ষক বটি দিয়ে গলা কাটার ভয় দেখিয়ে তাকে বলাৎকার করে। পরের দিন সে বাড়ি চলে আসলে ওই শিক্ষক তাকে বাড়ি থেকে আবারো মাদরাসায় নিয়ে যায় এবং ঘটনা কাউকে বলেছে কী না জানতে চায়। অন্যান্য ছাত্রদের সামনে বাজে মন্তব্য করে। এ ঘটনায় অন্যান্য ছাত্ররাও তাকে খারাপ মন্তব্য করত। এতে সে বিব্রত ও লজ্জা বোধ করে। এরপর পরীক্ষা শেষে মাদরাসা বন্ধের কারণে গত বৃহস্পতিবার সে বাড়ি চলে আসে।

তিতাসে প্রবাসী জামাই শশুরের সমকামিতায় তালাক হলেন মা-মেয়ে

কুমিল্লা তিতাস উপজেলায় জামাই-শশুরের সমকামিতা সম্পর্কের কারনে সংসার ভাঙ্গলো মা-মেয়ের।এমন এক ঘটনার অভিযোগ উঠেছে কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাহরাইন প্রবাসী জামাই-শশুরের বিরুদ্ধে।অভিযুক্তরা হলেন দড়িকান্দি গ্রামের মৃত আলী আহম্মদ ভূইয়ার ছেলে শশুর নুরুজ্জামান ও একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে জামাই রুবেল।এমন অভিযোগ করেন বাহরাইন প্রবাসী নুরুজ্জামানের স্ত্রী পুষ্প (ছদ্মনাম)। 

Sunday, August 27

যশোরে বিটিভি ও ৭১ টিভির সাংবাদিকের ওপর হামলা

যশোর জেনারেল হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিটিভি ও ৭১ টিভির সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এসময় সাংবাদিকদের ধরে পুলিশের হাতে তুলে দেবারও চেষ্টা করা হয়।

সাংবাদিকের ওপর হামলা চালান যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ।

রোববার (২৭ আগস্ট) দুপুরে ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করতে গেলে হাসপাতালের তত্ত্বাবধায়ক কয়েকজন চিকিৎসক ও কর্মচারীকে ডেকে নিয়ে এ হামলা চালান।

মাদ্রাসা শিক্ষকের বলৎকারের শিকার হয়ে শিশুর মৃত্যু

পটুয়াখালীতে এক মাদ্রাসা শিক্ষকের লালসার শিকার হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্র শিশু আল রাফি (১২) কে বিভিন্ন কৌশলে প্রায়ই বলৎকার করতো মাদ্রাসা পরিচালক কাম শিক্ষক হাফেজ সেলিম গাজী (৪০)। গতকাল শুক্রবার রাতে ওই শিশু মারা যায়। শিশুটি ওই মাদ্রাসায় থেকেই পড়াশুনা করত।

গত দুই সপ্তাহ আগে শিশুটি পেটের ব্যথাসহ নানা ব্যাধিতে অসুস্থ্য হয়ে পরে। এরপর তাকে স্থানীয় ভাবে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখান থেকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনষ্টিটিউটে ভর্তি করা হয়। রাফি শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Saturday, August 26

শিক্ষার্থীকে র‍্যাগিং, তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র‌্যাগিংয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় কলেজ অধ্যক্ষের বিচার চাইলেও বিচার পাননি ভুক্তভোগী শিক্ষার্থী। বরং ভুক্তভোগী শিক্ষার্থীর বক্তব্য নেয়ায় সাংবাদিকদের পিটিয়েছেন কলেজের শিক্ষকরা।

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) ওই ছাত্রী র‌্যাগিংয়ের শিকার হন। এ ঘটনায় সংবাদ সংগ্রহের জন্য শনিবার (২৬ আগস্ট) সাংবাদিকরা কলেজে গেলে হামলার শিকার হন।

উৎকোচ না পেয়ে ছাত্রলীগ নেতাকে পুলিশি নির্যাতনের অভিযোগ

বন্দরে সোনাকান্দা ইউনিয়নের ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাবুর কাছ থেকে উৎকোচ না পেয়ে পুলিশি নির্যাতন করার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে মদনগঞ্জ ফাঁড়ি এএসআই লাবু বিরুদ্ধে। পুলিশি নির্যাতনের শিকার ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাবু অবস্থা আশংকা জনক বলে তার পরিবার সূত্রে জানাগেছে।


বর্তমানে সে সিদ্ধিরগঞ্জ থানার সাইর্বোডস্থ প্রো অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ঝছাত্রলীগ নেতা আশরাফুল ইমলাম বাবু বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকিস্থ মৃধাবাড়ি এলাকার আবু হোসাইন মিয়ার ছেলে। এর আগে গত বুধবার (১৬ আগস্ট) রাত ২টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় ওই পুলিশি নির্যাতনের ঘটনাটি ঘটে।

Friday, August 25

Statement on harassment against Bangladesh lawyer Shahanur Islam

Lawyers for Lawyers is concerned about the continued harassment of Bangladeshi lawyer Shahanur Islam. Lawyers for Lawyers has strong reasons to believe Mr Islam is being targeted for his work to defend the rights of ethnic, religious and sexual minorities in his capacity as a lawyer and human rights defender.

Thursday, August 24

বরগুনায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২ সাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

সংবাদ প্রকাশের জেরে বরগুনায় ২ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন স্থানীয় এক যুবলীগ নেতা।
বামনা উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সারোয়ার গতকাল বুধবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন।

অভিযুক্ত সাংবাদিকরা হলেন-বামনা উপজেলা থেকে প্রকাশিত দৈনিক সাগরকূলের প্রকাশক ও সম্পাদক নেছার উদ্দিন ও একই পত্রিকার সাংবাদিক মাহমুদুল হাসান আশিক।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বামনা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আইনজীবীর উপর হামলা


আজ ২৩ শে আগষ্ট, বুধবার দুপুর ২ টায় জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার আয়োজনে ও গতকাল আদালত প্রাঙ্গণে অ্যাড. আব্দুল্লাহিল মারুফ উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নতুন বার ভবনের সামনে প্রায় দুই শতাধিক আইনজীবীর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে সারা বাংলাদের আইনজীবীদের অধিকার এবং সুরক্ষা নিচে সোচ্চার প্রতিবাদী কণ্ঠ আইনজীবী সুরক্ষা আন্দোলন, কেন্দ্রীয় কমিটি এবং কুষ্টিয়া জেলা বার ইউনিট কমিটির নেতৃবৃন্দ।

মুঠোফোনে কথা বলতে ডেকে নিয়ে বলৎকার শিক্ষক গ্রেফতার

 নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোনে কথা বলতে ডেকে নিয়ে ছাত্রকে (৯) বলৎকারের অভিযোগে এক মাদরাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) সকালের দিকে গ্রেফতার আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড থেকে তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। .

Wednesday, August 23

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশির মৃত্যু, লাশ নিয়ে গেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের উনিশবিঘি এলাকার বিপরীতে কাঁটাতারের বেড়ার কাছে বাবলু হক (৪০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হতে পারেন বলে স্থানীয় লোকজন ধারণা করছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।


আজ বুধবার দুপুরের দিকে বিএসএফ ওই যুবকের লাশ নিয়ে যায়। নিহত বাবলু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে।

ছাত্রদল নেতাকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, অ্যামনেস্টির উদ্বেগ



ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।



সোমবার (২১ আগস্ট) রাতে সংস্থাটির দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ফেসবুক পেজ থেকে দেওয়া এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।



অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, বিরোধী দলের নেতা মমিনুল ইসলাম জিসানকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অ্যামনেস্টি গভীরভাবে উদ্বিগ্ন।



আরও বলা হয়, বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে জিসানকে শনিবার গ্রেপ্তার দেখায় পুলিশ। অথচ ছয় ছাত্রদল নেতা নিখোঁজের পর তাদের অবস্থান প্রকাশ করতে অনুরোধ করেছিল অ্যামনেস্টি।



বিবৃতিতে আরও বলা হয়, জিসানের পরিবারের সদস্যদের ও আইনজীবীর সঙ্গে কথা বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলেছেন, নির্যাতনের কারণে জিসান অভিযোগের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে থাকতে পারে। জিসানকে আরও নির্যাতন করা হতে পারেও আশঙ্কা করেছেন পরিবারের সদস্যরা।

বর্তমানে ছাত্রদল নেতা জিসান দুই দিনের রিমান্ডে রয়েছেন। রোববার আদালতে তোলার সময়কার সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।



বিবৃতিতে জিসানসহ বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগ তদন্তে বাংলাদেশ সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এ জন্য জাতিসংঘের বন্দি নির্যাতনবিরোধী কনভেনশন যেন বাংলাদেশ লঙ্ঘন না করে, এ ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করা হয়।

এর আগে শনিবার রাতে জিসানসহ ছাত্রদলের নিখোঁজ ৬ নেতা নিখোঁজ হয়। সে সময় সাদা পোশাকে পুলিশ তাদের তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে বিএনপি। 





দলটি এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকাল ১১টায় রাজধানীর আজিমপুরের বাসা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ জিসানের বাসার সামনে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তাদের তুলে নিয়ে যায়।

Tuesday, August 22

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলা, আটক ১

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সময়ের কাগজ পত্রিকার সহ-সম্পাদক খন্দকার সোহেল টানুর উপর হামলা চালিয়ে বেধরক মারপিটের ঘটনা ঘটেছে। সোমবার (২১ আগষ্ট) রাত আনুমানিক ১১টার সময় শহরের বটতৈল বাইপাস সংলগ্ন আলামিন হোটেলের ভিতরে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৬ জন আসামির নাম উল্লেখ করে এবং ৪/৫ জনকে অজ্ঞাত দেখিয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। নাম উল্লেখিত আসামীরা হলেন- ১। বারেক আলী'র ছেলে মোঃ রবিন (৩০) ২। মনোয়ার ইসলাম বাবু'র ছেলে মোঃ নাকিব (২৫), ৩। জহুরুল ইসলামের ছেলে আব্দুর রহিম (২৪), ৪। মোঃ তাজু'র ছেলে মোঃ সায়েম (২৬), -সর্বসাং-চৌড়হাস (উপজেলা রোড), ৫। মোঃ পলাশ (ড্রাইভার) (২৪), পিতা- অজ্ঞাত, সাং- দহকুলা, ৬। মোঃ মুক্তার হোসেন (৪০), পিতা-অজ্ঞাত, সাং-বটতেল, সর্ব থানা ও জেলা-কুষ্টিয়া।

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা

সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীতে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ও দৈনিক আজকের দর্পণ এর জেলা প্রতিনিধি মোঃ নয়ন মৃধা ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছেন।

২১ আগষ্ট সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতেই পটুয়াখালী সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নয়ন মৃধা। ডায়েরী নং ১২৭৬।

যৌন নির্যাতনের প্রতিশোধ নিতেই কক্সবাজারে আওয়ামী লীগ নেতাকে হত্যা

 যৌন নির্যাতনের প্রতিশোধ নিতেই কক্সবাজারে আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় মাদ্রাসাছাত্র আশরাফুল ইসলামকে গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তির বরাত দিয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এমন দাবি করেন।


এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে আশরাফুল ইসলামকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি কক্সবাজার শহরের পাহাড়তলীর ইসলামপুর এলাকায়। এ নিয়ে আজ মঙ্গলবার বেলা আড়াইটায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

ভুল চিকিৎসার অভিযোগ, সংবাদ ছাপানোয় ১২৫ কোটি টাকার মানহানি মামলা


ঢাকা: ভুল চিকিৎসার অভিযোগে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসিতে) অভিযোগ করেন একজন ভুক্তভোগী। অভিযোগকারীর বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করায় ১২৫ কোটি টাকার মানহানির মামলা করেছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

মামলায় প্রধান বিবাদী করা হয়েছে বিএমডিসিতে অভিযোগ জমা দিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়া কাঞ্চন কুমার দেকে। এ ছাড়া ওই অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করা দৈনিক ইত্তেফাক, দৈনিক ভোরের কাগজ, নাগরিক টেলিভিশন, একুশে টেলিভিশন ও সারাবাংলা ডটনেটের বিরুদ্ধেও মানহানির অভিযোগ আনা হয়েছে মামলায়।

জাবিতে সাংবাদিককে বেধড়ক পেটাল ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত এক সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। গত রোববার রাত ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঠে এ হামলা হয়। হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক আসিফ আল মামুন। তিনি সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ও বার্তা সংস্থা ইউএনবির জাবি প্রতিনিধি হিসেবে কর্মরত।অভিযুক্তদের সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী হিসেবে পরিচিত এবং ওই হলের শিক্ষার্থী।

Monday, August 21

Statement: JMBF Strongly Condemns Brutal Murder of Gay Teacher Golam Kibria in Savar, Dhaka

Paris, France: August 20, 2023 – JusticeMakers Bangladesh in France (JMBF) unequivocally condemns the tragic and heinous murder of Golam Kibria, a gay school teacher and member of the sexual minority community, in Savar, Dhaka, allegedly by the individuals associated with extremist Islamic ideologies.

The organization expresses profound concern over this act of violence and demands an immediate and thorough investigation into the matter. JMBF insists on an impartial and expeditious inquiry, followed by a transparent trial, to ensure that the perpetrators responsible for this grave crime are brought to justice.

Sunday, August 20

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে আদিবাসীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে স্টিফান তির্কী (৫৫) নামে এক আদিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

পুলিশ সুপার জানান, গত শুক্রবার (১৮ আগস্ট) রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্টিফান তির্কী আহত হলে জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এরপর ওই রাতেই পুলিশের চারটি বিশেষ টিমের তৎপরতা সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদে থানায় নিয়ে আসে।

Friday, August 18

পুলিশের মামলায় চার সাংবাদিকও আসামি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দুটি মামলায় চার সাংবাদিককেও আসামি করা হয়েছে। একটি মামলা বিশেষ ক্ষমতা আইনে এবং অপরটি পুলিশের ওপর হামলার অভিযোগে করা হয়েছে।

গতকাল বুধবার চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল ফোরকান ৭৪ জনের নাম উল্লেখ এবং দুই হাজার থেকে দুই হাজার ২০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দুটি করেন। কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহ্‌ফুজুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, মামলার আসামিরা সবাই বিএনপি–জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির ওপর হামলা

আবু হাসাদ, পুঠিয়া (রাজশাহী): পুঠিয়ায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কালের কন্ঠের প্রতিবেদক রফিকুল ইসলামের ওপর যুবলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ সময় তিনি আহত হন।শুক্রবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার বিকেলে পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের শোক দিবসের আলোচনায় অংশ নিতে বেলপুকুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা যাচ্ছিল। পথে এক দল নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। এ সময় তার ব্যক্তিগত প্রাইভেট কার ভাংচুর করা হয়।

https://www.narayanganjtimes.com/city-news/news/20229?fbclid=IwAR1j9wbv9wttwkSjZJFwRNBsG6TLN80mxFQ7Jx0K7wykHpIS4ZJ9rIbSp-c

 https://www.narayanganjtimes.com/city-news/news/20229?fbclid=IwAR1j9wbv9wttwkSjZJFwRNBsG6TLN80mxFQ7Jx0K7wykHpIS4ZJ9rIbSp-c

পুলিশের বিরুদ্ধে রোহিঙ্গা শরণার্থীদের নির্যাতনের অভিযোগ

পুলিশের বিরুদ্ধে রোহিঙ্গা শরণার্থীদের নির্যাতনের অভিযোগ এনেছে মানবাধিকার সংস্থা ফোর্টফাই রাইটস। তারা বলছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন কক্সবাজারের বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি 

বাংলাদেশের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) রোহিঙ্গা শরণার্থীদের নির্বিচারে আটক, চাঁদাবাজি এবং তাদের হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা ফোর্টফাই রাইটস।

Thursday, August 17

সাংবাদিক শফিক রেহমান-মাহমুদুর রহমানের ৭ বছর জেল

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ রায় দেন।

জামালপুর রেল স্টেশনে হামলার শিকার সাংবাদিক

জামালপুর রেলওয়ে স্টেশনে হামলার শিকার হয়েছেন সাংবাদিক খলিলুর রহমান। টিকিট কাউন্টারের খাইরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন যুবক তার ওপর হামলা করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় জিআরপি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।


জিডি সূত্রে জানা যায়, ঢাকা মেইল অনলাইনের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান বুধবার (১৬ আগস্ট) ভোরে ব্যক্তিগত কাজে ঢাকা হতে জামালপুরে আসেন। কাজ শেষে বুধবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকায় ফেরার জন্য জামালপুর রেলওয়ে স্টেশনে টিকিট সংগ্রহের জন্য যান। ঢাকার টিকিট চাইলে কমিউটার ট্রেন কাউন্টারের দায়িত্বরত টিকিটদাতা একটির জন্য তিনটি টিকিট নিতে বলেন। এ সময় নিরুপায় হয়ে তিনি তিনটি টিকিট নেন। তবে এর কারণ জানতে চাইলে কাউন্টারে থাকা কয়েকজন যুবক সাংবাদিক খলিলকে গালিগালাজ ও হুমকি ধমকি দেন। পরে এসব অনিয়ম মোবাইলে ধারণ করতে থাকলে কাউন্টার হতে খাইরুল ইসলাম নামের একব্যক্তি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ও খলিলুর রহমানের ওপর হামলা করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে জিআরপি থানায় একটি জিডি দায়ের করেন।

Tuesday, August 15

২২ ঘণ্টার ব্যবধানে দুই বন্ধুর আত্মহত্যা!

বাগেরহাটের শরণখোলায় ২২ ঘণ্টার ব্যবধানে দুই সহপাঠী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। দুজনেই উপজেলার কদমতলার মরহুম মোহসিনিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার একই শ্রেণির ছাত্র এবং বন্ধু।তারা হচ্ছে- উপজেলার উত্তর কদমতলা গ্রামের শফিকুল গাজীর ছেলে ইয়াসিন (১২) ও পার্শ্ববর্তী রাজেস্বর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে ইসা হাওলাদার (১৩)। অল্প সময়ের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য শরিফ খায়রুল ইসলাম জানান, ইয়াসিন ও ইসা সহপাঠী ও বন্ধু। সোমবার দুপুর ২টার দিকে ইসা হাওলাদার পিতার সঙ্গে অভিমান করে ছাগলের ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে ইয়াসিন চরমভাবে মূষড়ে পড়ে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইয়াসিনও ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ ইয়াসিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে।

লাইভ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগে প্রকাশ করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) সভাপতি শেখ মাহাবুব আলম ও সাধারণ সম্পাদক শহিদুল হক জীবন।

সোমবার রাতে বিএসএমএমইউতে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর লাইভ চরাকালে সাংবাদিকদের ওপর সাঈদীর সমর্থকরা হামলা চালায়। ছবি: ভিডিও থেকে নেয়া

STATEMENT: JMBF Condemns Harassment and Violence against Chapainawabganj Hijra Community

[Paris, France: August 15, 2023] - JusticeMakers Bangladesh in France (JMBF), a human rights organization based in France, expresses deep anguish and concern over the lack of criminal action against the accused individuals responsible for the harassment, demands for housing allowance, and attacks faced by the Hijra community in Chapainawabganj. Despite enduring these issues for two months, no substantial action has been taken against the perpetrators.

দৈনিক গণজাগরণের ভারপ্রাপ্ত সম্পাদকের উপর হামলা

 https://www.71sangbad.com/details.php?id=131298

Monday, August 14

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের সীমান্তে বিএসএফের গুলিতে আশিক হোসেন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) সকালে ওই উপজেলার লেবুতলা সীমান্তের বর্ডার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আশিক হোসেন লেবুতরা গ্রামের রওশন হোসেনের ছেলে।

সিগারেটের প্যাকেট বদলে না দেওয়ায় পুলিশি নির্যাতন

সিগারেটের প্যাকেট বদলে না দেওয়ায় নির্যাতনের ঘটনায় ফরিদপুরের চরভদ্রাসন থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ!

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিনকে পুলিশ হেফাজতে ঝুলিয়ে পিটিয়ে দুই দফায় নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সরকারি কাজে বাঁধা দানের অভিযোগ এনে পুলিশ মামলা দিয়ে। ভাঙ্গা পায়ের চিকিৎসা না দিয়ে পরের দিন আহত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে বিচারক মো: মনিরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রুহুল আমিনের বাবা ফল ব্যবসায়ী আবদুল খালেক হাওলাদার এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি ছেলের সুচিকৎসা ও মুক্তি এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। 

Sunday, August 13

ঝালকাঠিতে পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমিনকে পুলিশ হেফাজতে দুই দফায় নির্যাতনের অভিযোগ করেছে তার পরিবার। তুচ্ছ ঘটনায় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ এনে পুলিশ মামলা দিয়ে গ্রেফতার করে আহত ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রুহুল আমিনের বাবা আব্দুল খালেক হাওলাদার বক্তব্য দিচ্ছেন

রোববার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রুহুল আমিনের বাবা ফল ব্যবসায়ী আব্দুল খালেক হাওলাদার এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি ছেলের সুচিকিৎসা ও মুক্তি দাবি করেছেন।

হাবিগঞ্জে ট্রেনে সাংবাদিককে মারধর

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে আন্তনগর কালনী ট্রেনের পাওয়ার কারে অবৈধ যাত্রী উঠানোর ছবি তোলায় মানবজমিনের সাংবাদিককে মারধরের ঘটনার মূল অভিযুক্ত মোক্তার আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) রেলওয়ের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী ফারহানা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে অভিযুক্ত মোক্তারকে বরখাস্তের আদেশ দেন।

STATEMENT: JMBF Demands Prompt Justice for Transgender Woman's Murder in Brahmanbaria

[Paris, France: August 13, 2023] JusticeMakers Bangladesh in France (JMBF), a France base non-profit organization dedicated to defending human rights and advocating for justice, expresses profound concern and sorrow over the tragic killing of Sohel Rana, a transgender woman known as Dustu, in Brahmanbaria, Bangladesh. This distressing incident underscores the pressing need for immediate action to combat discrimination and violence against the LGBTQ+ community, particularly transgender individuals, within the nation.

Saturday, August 12

স্ত্রী আছে, সন্তান আছে, তবু তাঁরা ‘হিজড়া’

রাজধানীতে হিজড়া সেজে চাঁদাবাজি করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্র বলেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিয়ে হয়েছে এবং তাঁদের স্ত্রী ও সন্তান রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), নয়ন ওরফে নিশি হিজড়া (২০), বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) ও মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)।

প্রথম আলোসহ চারটি পত্রিকাকে এস আলমের আইনি নোটিশ

প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে সরকারের দুই সচিব, প্রথম আলোসহ চার পত্রিকার সম্পাদক ও সাতজন সাংবাদিক বরাবর আইনি নোটিশ দিয়েছেন এস আলম গ্রুপ ও এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। নোটিশে আগামীকাল রোববার সকাল ১০টার আগে এস আলম গ্রুপ ও এর সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিয়ে প্রকাশিত প্রতিবেদন পাবলিক ডোমেইন থেকে সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রসচিব এবং তথ্য ও সম্প্রচারসচিবকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এ জাতীয় সংবাদ প্রকাশ না করার দাবি জানানো হয়েছে।

মোহাম্মদ সাইফুল আলমের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কেসি গত বৃহস্পতিবার ওই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, ১৩ আগস্ট সকাল ১০টা বা এর আগে প্রতিবেদনগুলো সরানো না হলে সাইফুল আলম এবং এস আলম গ্রুপের মৌলিক অধিকার সুরক্ষার জন্য যথাযথ প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

জামালপুরে পেয়ারা দেয়ার কথা বলে শিশু বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার

জামালপুরে পেয়ারা দেয়ার কথা বলে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আব্দুর রশিদ। ছবি: সময় সংবাদ


শনিবার (১২ আগস্ট) সকাল ৯টায় পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার আব্দুর রশিদ পৌর শহরের চালাপাড়া এলাকার মৃত আব্দুল মোমেন বেপারির ছেলে।

Friday, August 11

পেশাগত অসদাচরণের অভিযোগে নারী আইনজীবীকে শোকজ

পেশাগত অসদাচরণের অভিযোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক নারী অ্যাডভোকেটের সদস্য পদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সমিতি থেকে স্থায়ী কেন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এস এম বজলুর রশীদ গত ৬ আগস্ট এই শোকজ করেন। কারণ দর্শানোর নোটিশে এই বিষয়ে ৭ দিনের জবাব দিতে বলা হয়েছে।

সিলেটে আইনজীবীর উপর হামলার অভিযোগ, গুলি ও হাতবোমা বিস্ফোরণ

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের কমিটি ও ‘চিনি চোরাকারবারি’দের নিয়ে সমালোচনার জেরে সিলেটে এক আইনজীবীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় হাতবোমার আঘাতে আহত হয়েছেন আইনজীবী।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় নিজের বাসার সামনে এ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজন।

Thursday, August 10

ছেলেসন্তান হওয়ার খবরে চাঁদা না পেয়ে হামলা, ১০ হিজড়া গ্রেপ্তার

ছেলেসন্তান হওয়ার খবরে ওই পরিবারের কাছে চাঁদা না পেয়ে হিজড়ারা ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানার মোহাম্মদিয়া হোমস লিমিটেডের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ১০ হিজড়াকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া হিজড়ারা হলেন জুলি (৩০), তাহমিনা (২৫), রিয়া (৩৫), মনি (১৯), নয়ন (৩৬), বাবু (২০), পাহাড়ী (৫৪), জ্যোতি (২৫), সুমি (৩৫) ও সাগরিকা (৩৫)।

আজ বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আজ সকালে ভুক্তভোগী মাসুদুরু রহমান হিজড়াদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চাঁদাবাজি ও ভাঙচুরের মামলা করেন। সেই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় জড়িত অন্য হিজড়াদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেএমবিএফ’’র বাংলাদেশে আইনজীবীদের বিরুদ্ধে সহিংসতার বার্ষিক প্রতিবেদন প্রকাশ!

প্যারিস, ফ্রান্স-আগস্ট ১০,২০২৩: জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)সম্প্রতি ২০২২ সালে বাংলাদেশে আইনজীবীদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার বেদনাদায়ক প্রবণতা সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 উক্ত প্রতিবেদনে  ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে আইনঅজীবীরা পেশাগত দায়িত্ব পালনে যে সকল সহিংসতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তাঁর একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছে এবং উক্ত উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানিয়েছে।

JMBF Publishes Comprehensive Annual Report on Violence Against Lawyers in Bangladesh for 2022

Paris, France, August 10, 2023:  A shocking and distressing trend of violence against lawyers in Bangladesh has been unveiled by the recently published comprehensive annual report by JusticeMakers Bangladesh in France (JMBF). The report, covering the period from January to December 2022, paints a grim picture of the challenges faced by legal professionals in the country and calls for urgent action to address the alarming situation.

The report, published in Paris, France on August 10, 2023, is a groundbreaking endeavor that sheds light on the disconcerting incidents of violence targeting lawyers in Bangladesh. It is a meticulous documentation of incidents that includes physical attacks, assault, beatings, murder, rape, kidnappings, fabrication of cases, arrests, threats, intimidation, attempted murder, and judicial harassment.

ঞ্চগড়ে ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকার এক মাদরাসা ছাত্রকে (১৪) বলৎকারের অভিযোগে আল আমিন (২৯) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ

৭ আগস্ট সোমবার রাতে পৌরসভার সাতখামার এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিকে মঙ্গলবার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই মাদরাসা শিক্ষককে আসামী করে আটোয়ারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

আটক হওয়া ওই মাদরাসা শিক্ষকের বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নে। তিনি বোদা পৌরসভার সাতখামার এলাকায় একটি হাফেজিয়া মাদরাসায় মুহতামিম হিসেবে চাকরি করছিলেন।

Wednesday, August 9

নেত্রকোনা সীমান্তে লাশ উদ্ধার

পর্যটক হিসেবে মোটরসাইকেল ভাড়া নিয়ে দুর্গাপুরের সীমান্ত পাহাড়ি এলাকায় হত্যা করা হয় চালক হাকিম মিয়াকে (২২)। পরে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্র। বৃধবার সকালে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুর্বধলা ও দুর্গাপুর থানার পুলিশ। এঘটনায় হত্যাকারীদের একজনকে আটকও করা হয়েছে।

জানা গেছে, গত ১ আগস্ট নিখোঁজ হন পূর্বধলা উপজেলার নাটেরকোনা গ্রামের আলাল মিয়ার ছেলে ভাড়ায় মোটরসাইকেল চালক হাকিম মিয়া। প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর আর ফিরেনি। এ ঘটনায় হাকিমের পরিবার থেকে পুর্বধলা থানায় একটি নিখোঁজের জিডি করে। পুলিশ এই জিডি মূলে খোঁজ করে দুর্গাপুরের পুলিশের সহায়তায় বুধবার সকালে দুর্গাপুরের সীমান্ত এলাকা ডাহাপাড়া পাহাড়ের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুর্বধলা থানার পুলিশ।পুর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতিদিন জারিয়া এলাকা থেকে বিভিন্ন স্থানে ভাড়ায় মোটরসাইকেল চালাত হাকিম। সেখান থেকে টাকা এবং মোটরসাইকেলের জন্য দু'জন ভাড়ায় হাকিমের মোটরসাইকেল নিয়ে ডাহাপাড়া যায়। সেখানে আরও একজন আগে থেকেই থাকে। পরে তারা তিনজন এই হত্যাকাণ্ড চালিয়েছে। সেখানে তারা ওইদিনই মদ খেয়ে হত্যা করে লাশ ফেলে রাখে।

তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান ও সিজিএসের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রা'র উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ। বুধবার (৯ আগস্ট) এই হিসাব তলব করা হয় বলে জানা গেছে।
বিএফআইইউয়ের একটি সূত্র জানিয়েছে, এক সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এই ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একই সঙ্গে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।‘তৃতীয় মাত্রা’র পরিচালক ও উপস্থাপনাক জিল্লুর রহমান সিজিএসের নির্বাহী পরিচালক।

সাভারে দুই মাদ্রাসায় ৫শিশু শিক্ষার্থীকে বলাৎকার, দুই শিক্ষক গ্রেপ্তার

ঢাকার সাভারে বিভিন্ন সময় দুটি মাদ্রাসায় ৫জন শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে উঠেছে। এঘটনায় পুলিশ দুই শিক্ষকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী শিশুদের পরিবার দায়ী শিক্ষদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।


সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাকসাত্রা উত্তরপাড়া এলাকার ‘আজিজুল উলুম কাউন্দিয়া মডেল মাদরাসা’য় ৫জন শিশু শিক্ষার্থী ও সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার ‘আত-তাহফিজ ইন্টারন্যাসনাল মাদ্রাসা’য় এক জন শিশু শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়।

Monday, August 7

ঢাবি ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির (শয়ন) এবং সাধারণ সম্পাদক তানভীর হাসানের (সৈকত) বিরুদ্ধে ক্যাম্পাসের টিএসসি এলাকার ডাস ক্যাফেটেরিয়া থেকে চাঁদা দাবির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট গণমাধ্যমের কর্তৃপক্ষ ও প্রতিবেদককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম নোমান হোসেন তালুকদারের মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছেন ছাত্রলীগ নেতা মাজহারুল ও তানভীর।

গতকাল রোববার ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভারে ‘মালিক ছাত্রলীগের চাহিদা পূরণ করতে না পারায় ঢাবিতে স্ন্যাকসের দোকান বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসের টিএসসির ডাস ক্যাফেটেরিয়া থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। এর জন্য তাঁরা ডাস ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপকদের বিরুদ্ধে পচা ও নিম্ন মানের খাবার পরিবেশনের অভিযোগ তোলেন।

Sunday, August 6

লাকসামে একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা সভাপতি কারাগারে

লাকসাম-নাঙ্গলকোট রোডে মদিনাতুল উলূম জামিয়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি একাধিক ছাত্রের সঙ্গে বলাৎকারের ঘটনায় মাওলানা শরীফুর রহমান খন্দকার এখন জেলহাজতে। গতকাল এলাকাবাসী মাদ্রাসার সামনে ও বাজারে শরীফ হুজুরের দৃষ্টান্তমূলক শাস্তি ও মাদ্রাসা বন্ধ করার জন্য বিক্ষোভ করে।

Friday, August 4

তালাক দেয়া স্ত্রীকে ধর্ষণ মামলায় আইনজীবী কারাগারে

তালাক দেয়া স্ত্রীকে ধর্ষণ মামলায় উচ্চ আদালত থেকে অগ্রিম জামিন নিয়ে আসেন লালন। পরে বুধবার মাদারীপুর আদালতে তিনি হাজিরা দিতে গেলে উচ্চ আদালতের নির্দেশে বিচারক জাকির হোসেন তার জামিনের আবেদন গ্রহণ না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মাদারীপুরে তালাক দেয়া স্ত্রীকে ধর্ষণ মামলায় লালন ফকির নামে ৩৫ বছর বয়সী এক আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ জাকির হোসেন।

শুক্রবার সকালে মামলার বাদী সঠিক বিচার চেয়ে গণমাধ্যমকে ঘটনাটি জানালে বিষয়টি নজরে আসে।