Tuesday, October 31

বুড়িরহাট সীমান্তে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংঘর্ষে গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। আহতদের একজন বিজিবি সদস্য।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।

সোমবার (৩০ অক্টোবর) মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট খানকারচর এলাকায় এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন- বুড়িরহাট বিওপির টহল দলের নায়েক মোহিবুল্লাহ (সদস্য নম্বর ৭২০৭৯) এবং গুলিবিদ্ধ হন স্থানীয় খান্ডেরছড়া এলাকার সাদেকুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (২৩)।

Monday, October 30

ফরিদপুরে আইনজীবীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ৫

ফরিদপুরে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় পাঁচ আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, অ্যাডভোকেট তারেক আইয়ুব খান, জাহিদুল ইসলাম লাবলু, খসরুল আলম ও অ্যাডভোকেট নজরুল ইসলাম।

Sunday, October 29

মাদ্রাসার প্রধান হুজুরের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

 লালমনিরহাটে হাতীবান্ধায় হাফিজিয়া মাদ্রাসায় বলাৎকারের অভিযোগ উঠেছে প্রধান হুজুরের বিরুদ্ধে।

শনিবার দুপুরে ১৮জন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রধান হুজুর আউয়ালকে আসামী থানায় লিখিত অভিযোগ করেছেন জামাল নামে এক অভিভাবক। দ্রুত আসামি গ্রেফতারের আশ্বাস থানা পুলিশর।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় সানিয়াজান বাজারের দক্ষিণে ২০২০ সালে দারুল উলুম রওজাতুস সুন্নাহ নুরানী তালীমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে হেফজখানা চালু হলে আবাসিক ব্যবস্থায় ৭০ জন শিক্ষার্থী লেখাপড়া করেন।

হাতীবান্ধায় মাদরাসার ১৮ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

লালমনিরহাটের হাতীবান্ধায় ১৮ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 

শুক্রবার (২৮ অক্টোবর) রাতে ওই শিক্ষকের শাস্তির দাবিতে মাদরাসা ঘেরাও করে বিক্ষোভ করে স্থানীয়রা। অভিযুক্ত ব্যক্তি হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের একটি মাদরাসার প্রধান শিক্ষক। তার নাম আব্দুল আউয়াল। 

বিএনপি-পুলিশ সংঘর্ষ ৫ সাংবাদিক ও ১৯ পুলিশসহ আহত ৫০

ঢাকার কাকরাইল মোড়, বিজয়নগর ও পল্টন এলাকায় বিএনপি-পুলিশ ত্রিমুখী সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনায় সাংবাদিকসহ ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন সাংবাদিক, ১৯ জন পুলিশ ও বাকিরা বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে। এখনও একে একে আহতদের হাসপাতালে আনা হচ্ছে।
শনিবার বিকেল ৪টা পর্যন্ত ঢাকা মেডিকেলে ৫০ জন আহতকে নেয়া হয়েছে। আহতদের মধ্যে পুলিশের এক সদস্যের অবস্থা গুরুতর। তার মাথা থেতলে গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি মিডিয়া ফারুক হোসেন দাবি করেছেন, বিএনপি নেতাকর্মীদের হামলা মারধরে পুলিশের অন্তত ৪১ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেলে ১৯ জনকে ভর্তি করা হয়েছে।

Saturday, October 28

৯ আইনজীবী আটক

সরকার পতনের এক দফা দাবিতে আয়োজিত বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ৯ জন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী নূরে আলম সিদ্দিকী সোহাগ, সুমন মুন্সি, চট্টগ্রাম বারের আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন, লোকমান শাহ ও দিদারুল আলম টিপুসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।

ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান।

সাংবাদিকদের মারধর ও হেনস্তা করল সূত্রাপুর থানা পুলিশ

রাজধানীর কবি নজরুল কলেজে বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আতিক হাসান শুভ ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি যায়েদ হোসেন মিশুকে মারধর ও হেনস্তার অভিযোগ পাওয়া গেছে সূত্রাপুর থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল ৩টার দিকে রাজধানীর সদরঘাটের লালকুঠি ঘাটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান থেকে আসা লঞ্চযাত্রীদের মোবাইল ফোন ও ব্যাগ চেক করছিল পুলিশ। এসময় ছবি তোলায় তাদের ফোন কেড়ে নিয়ে কোর্টে চালান করে দেওয়ার হুমকি দেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে টেনেহিঁচড়ে একটি কক্ষে নিয়ে যান তারা।

Friday, October 27

প্রলোভনে পড়ে লিঙ্গ পরিবর্তন, প্রেমের বিরোধে জড়িয়ে হত্যা!

প্রলোভনে পড়ে নিজের লিঙ্গ পরিবর্তন করে হিজড়া সেজেছিলেন তিনি। পরে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে জড়িয়ে পড়েন বিরোধে। ওই ব্যক্তিকে (প্রেমিক) হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নওশাদ ওরফে চম্পা ওরফে স্বপ্না নামের অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার সদস্যরা।

গত ১৭ অক্টোবর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলকার হিজড়া পল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।

Thursday, October 26

জামায়াত নেতা আকন্দের মুক্তির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবিতে ঢাকার নিম্ন আদালত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ঢাকা জজকোর্ট শাখার ব্যানারে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভটি শুরু হয়। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

Wednesday, October 25

নারায়নগঞ্জে চেম্বার থেকে দুই আইনজীবীকে আটকে ক্ষোভ নিন্দা

নারায়ণগঞ্জে চেম্বার থেকে দুই আইনজীবীকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় ক্ষোভের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা।বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ বার কাউন্সিল নেতৃবৃন্দ ও সিনিয়র আইনজীবী বৃন্দের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও বার কাউন্সিলের নির্বাচিত সাধারণ সদস্য জয়নুল আবেদীন। সংবাদ সম্মেলনে স্বাধীনভাবে পেশা পরিচালনার জন্য ‘আইনজীবী সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানান।

Statement: JMBF Once Again Calls for Removal of Death Penalty Provision in Ansar Battalion Act, 2023

Paris, France; October 25, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF), an independent, non-partisan, non-profit human rights organization based in France, expresses deep concern regarding the placement of the Ansar Battalion Act, 2023, with the inclusion of the death penalty provision in the National Parliament of Bangladesh on October 23, 2023. This proposed law imposes the death penalty as the maximum punishment for various offenses, including mutiny and provocation for rebellion.


JMBF is strongly aggrieved by the placement of the bill for the Ansar Battalion Act, 2023, retaining the death penalty as a maximum punishment, despite calls made by various human rights organizations, including JusticeMakers Bangladesh in France (JMBF), to replace the death penalty with a sentence of life imprisonment until the end of natural life.

https://www.shomoyeralo.com/details.php?id=241786

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টার রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে একই থানার নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এদিকে, অ্যাডভোকেট মতিউর রহমানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। আইনসম্মত কোনো কারণ ছাড়াই শুধু রাজনৈতিকভাবে হয়রানি করতে গুরুতর অসুস্থ  মতিউর গ্রেফতার করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। জামায়াতের পাশাাপশি বিএনপিপন্থি আইনজীবী নেতারাও মতিউর রহমনের দ্রুত মুক্তি দাবি করেন।

বোনকে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে

গোপনে মামলা করে একতরফা রায় নিয়ে নিজের বোনকে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে নাটোরের এক আইনজীবীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া গ্রামে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন নুর মেহের।

সংবাদ সম্মেলনে নুর মেহের অভিযোগ করেন, ওয়ারিস সূত্রে মায়ের কাছ থেকে ৮২ বর্গলিং জমি পান। ওই জমিতে তিনি বাড়িঘর করে গত ৩০ বছর ধরে বসবাস করে আসছেন। হঠাৎ করে সোমবার (২৩ অক্টোবর) সকালে তার মেজ ভাই ও নাটোর আইনজীবী সমিতির আইনজীবী সামশুল হক ভুঁইয়া আদালতের লোকজন নিয়ে তার বাড়িতে আসেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই আইনজীবীর সঙ্গে আসা লোকজন তার বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেন এবং তাকে বসতভিটা থেকে উচ্ছেদ করেন।

Tuesday, October 24

দিনের পর দিন শিশুদের বলৎকার করতেন মসজিদের ইমাম

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে মসজিদের ভিতরে দিনের পর দিন শিশু শিক্ষার্থীদের বলৎকার করতে মসজিদের ইমাম। ঘটনাটি জানাজানির পর পালিয়েছে ওই ইমাম কাম হেফজ খানার পরিচালক মাওলানা হারুন অর রশিদ শাহপুরী।

উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালী বাদামতলী বায়তুন নূর জামে মসজিদের এ ঘটনা ঘটে। মাওলানা হারুন অর রশিদ শাহপুরী ওই মসজিদের খতিব ও পেশ ইমাম এবং মসজিদ সংশ্লিষ্ট মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

Monday, October 23

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে নুরুজ্জামান (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই এলাকার পশ্চিম সোনামতী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের দক্ষিণ মেদ্যাপাড়া গ্রামের তসলিম উদ্দিন ছেলে। তিনি ৪ সন্তানের জনক ছিলেন। তার মরদেহ এখন ভারতীয় সীমান্তের মধ্যে আছে।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, আমরা জানতে পারি নুরুজ্জামান ভারত থেকে গরু চোরাকারবারীর মাধ্যেমে গরু আনতে যান। এ সময় বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হয়ে পড়ে। পরবর্তীতে জানা যায় তিনি মারা গেছেন। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হচ্ছে।

Sunday, October 22

Statement: JMBF Demands Prompt Justice for Murder of Self-Identified Transgender Drummer in Bangladesh

Paris, France; October 22, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF), a France-based human rights organization, is deeply concerned about the brutal murder of Babul Mridha (60), a drummer in a transgender Hijra group, in Naria upazila under the Shariyatpur district in Bangladesh.

JMBF demands that the perpetrators be brought to justice under the law by identifying and apprehending those responsible for this heinous act through a prompt, impartial, and transparent investigation and trial.

According to reports published in various newspapers in Bangladesh, Babul Mridha, a self-identified member of a transgender Hijra group, was brutally murdered on the night of September 4th due to her association with the transgender Hijra community.

বিএনপি নেতাদের কাপড় বিতরণ করার জেরে মন্দিরের সম্পাদককে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে একটি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদককে মারধর ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ময়মনসিংহপট্টি এলাকায় বন্দর মন্দিরের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ বিএনপি নেতাদের বস্ত্র বিতরণের সঙ্গে যুক্ত থাকায় তাঁর ওপর এই হামলা হয়েছে।

আহত শিবু চন্দ্র দাস (৫২) বন্দর র‌্যালি লেজার্স সর্বজনীন দুর্গাপূজা মন্দিরের সাধারণ সম্পাদক। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।শিবু দাস প্রথম আলোকে বলেন, ‘শনিবার বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিএনপি নেতারা বন্দর র‌্যালি লেজার্স সর্বজনীন দুর্গাপূজা মন্দিরের মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় দুস্থদের মধ্যে তাঁরা বস্ত্র বিতরণ করেন। মন্দিরে বস্ত্র বিতরণের খবর পেয়ে আগে থেকেই আওয়ামী লীগ কর্মী খান মাসুদ তাঁর লোকজন দিয়ে হুমকি দিয়ে আসছিলেন। নিরাপত্তা চেয়ে বিষয়টি পুলিশকে জানিয়েছিলাম। বস্ত্র বিতরণ শেষে খান মাসুদের লোকজন এসে আমাকে বেদম পিটিয়ে ও কুপিয়ে আহত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ধারালো অস্ত্রের আঘাতে আমার বাঁ পায়ে ও হাতের আঙুলে কোপ লেগেছে।’ হাসপাতালে চিকিৎসা শেষে রাত সোয়া ১১টার দিকে তিনি বাসায় ফেরেন।

Friday, October 20

Statement: JMBF Expresses Deep Concern over BSF's Fatal Shooting of Bangladeshi Citizen at Tetulia Border, Panchagarh

Paris, France; October 20, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF), a human rights organization based in France, expresses profound concern regarding the tragic incident of killing a Bangladeshi citizen, Mr. Akkas Ali (35), due to gunfire by the Indian Border Security Force (BSF) at the Tetulia border in the Panchagarh district.

JMBF vehemently condemns the killing of Bangladeshi citizen Akkas Ali and urgently calls upon the BSF to cease all instances of border shootings during their duty, aligning with international laws and principles.

Multiple reports from Bangladeshi newspapers indicate that Akkas Ali, the son of Abdus Samad from the Dhamnagar area of Tiranighat Union in Tetulia Upazila, Panchagarh, lost his life due to gunfire from the Indian Border Security Force. On the night of October 17, while attempting to cut the border fence to cross into India, BSF members at the Fari Gang Camp in the Thalrath area targeted them and opened fire, resulting in the tragic death of Akkas Ali. Subsequently, the BSF recovered his body and handed it over to Bangladeshi authorities on October 18, 2023.

Thursday, October 19

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক আটক

বরিশাল নগরীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে রাব্বি শিকদার (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বরিশাল নগরীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে রাব্বি শিকদার (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 
বুধবার ( ১৮ অক্টোবর) দিনগত রাত ১ টার দিকে ফকিরবাড়ি রোডের ডাক্তার তানভীরুল ইসলাম ওয়ালির বাসা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

Wednesday, October 18

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আক্কাস আলী (৩৫) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ইসলামপুর সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে লাশটি উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

এ ঘটনায় আজ সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকে করেছে বিএসএফ। ওই যুবকের মৃত্যুর বিষয়টি স্বীকার করে তারা জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে লাশ ফেরত দেওয়া হবে।

সেই অভিযুক্ত আলেফ শেখের জামিন বাতিল, তদন্ত চলছে আইনজীবীর বিরুদ্ধে

টাঙ্গাইলের গোপালপুরে শিশু ফুটবলার ধর্ষণ অপচেষ্টা মামলার সেই আসামি আলেফ শেখের জামিন বাতিল হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) টাঙ্গাইলের অতিরিক্ত চীপ জুডিশিডিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল মহসীন ভিক্টিম ও বাদীর নিরাপত্তার স্বার্থে আগের জামিন বাতিল করে আসামিকে জেলহাজতে পাঠান। বাদীপক্ষের আইনজীবী আইনজীবী এপিপি মোহাম্মদ জুয়েল মিয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উড়িয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী এবং শিশু ফুটবলার গত ২৪ জুলাই ধর্ষণ অপচেষ্টার শিকার হন। একই দিন গোপালপুর থানায় একটি ধর্ষণ অপচেষ্টা মামলা হয়। পুলিশ উড়িয়াবাড়ী গ্রামের ব্যবসায়ী আলেফ শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে তাকে জেলহাজতে পাঠানো হয়।

Tuesday, October 17

ছাত্রকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের, ধামাচাপার চেষ্টা অধ্যক্ষের

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগ উঠেছে। বলাৎকারের শিকার ওই মাদ্রাসা ছাত্রকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর ওই শিক্ষকের অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় অভিযুক্ত, মাদ্রাসার অধ্যক্ষ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে আসামি করে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন।

Monday, October 16

Statement: JMBF Gravely Concerns over BSF’s Killing of Bangladeshi Child at Moulovibazar Border

Paris, France; October 16, 2023: France-based human rights organization, JusticeMakers Bangladesh in France (JMBF), is deeply concerned about the killing of a Bangladeshi child, Ferdaus Ahmed (14), by the Indian Border Security Force (BSF) at the Lalarchak border in Kulaura Upazila of Moulovibazar district.

JMBF strongly condemns the incident of killing a child and calls for the BSF to stop all kinds of border killings while carrying out their duties in accordance with international law and principles immediately.

According to reports published in various newspapers in Bangladesh on October 1st, in the afternoon, the Indian Border Security Force (BSF) shot child Ferdaus Ahmed, a 14 years old child, while he was located between border pillar numbers 1857 and 1858 of Lalarchak Border in Kulaura Upazila under Moulovibazar district. Later, he was admitted to Sylhet Osmani Medical Hospital by his relatives after rescuing him from being laid down on the ground with a bullet in his body for treatment. Sadly, he died on October 3 at the hospital during treatment.

বলৎকারের মামলায় একজনের ৭ বছর কারাদন্ড

নয় বছরের শিশুকে বলৎকার করার মামলায় এক বলৎকারকে ৭ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ১০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদয়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকার গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ রায় ঘোষণা করেন।
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।
দন্ডিত আসামী হলো : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং নুরজালী বাপের পাড়ার জাফর আলমের পুত্র মোঃ কায়ছার প্রকাশ মধু (২২)। দন্ডিত আসামী পলাতক রয়েছে।

Sunday, October 15

বলাৎকার করে মুচলেকা দিয়ে অব্যাহতি পেলেন মাদ্রাসা শিক্ষক

ফেনীঃ জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে পিটুনী দিয়েছে স্থানীয়রা।

ওই শিক্ষককে আটকে রেখে ব্যাপক মারধর শেষে শুক্রবার ১৩ অক্টোবর একটা সাদা কাগজে লিখিত নিয়ে ভবিষ্যতে এ ধরনের আর কোন কাজ করবে না মর্মে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়, পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম এক ছাত্র (১২) কে বৃহস্পতিবার রাতে বলৎকার করেন। বলৎকারের পর কাউকে কিছু না বলতে কোরআন শপথ করানো হয়। মাদ্রাসা শিক্ষক কামরুল ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামে আবুল বাশারের ছেলে।

Wednesday, October 11

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার ১১ বছর বয়সের ছাত্রকে বলাৎকার করার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ অক্টোবর) ওই ঘটনাটি জানাজানি পর অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা ছুটি দিয়ে পালিয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় বলাৎকারের শিকার ওই ছাত্র জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Monday, October 9

স্বর্ণ নিয়ে নদীতে নিখোঁজ, ২ ঘণ্টা পর মিলল মরদেহ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ৯ কোটি ২০ লাখ টাকার স্বর্ণের বার কোমরে বেঁধে ভারতে পাচারের সময় নদীতে ডুবে মিরাজ হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মিরাজ একই গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে ভারতে স্বর্ণ চোরাচালান করে আসছিলেন মিরাজ। রোববার বিকেলে বিপুল পরিমাণ স্বর্ণের বার কোমরে বেঁধে নদীপথে বাংলাদেশ থেকে ভারতে পাচার করছিলেন তিনি। একপর্যায়ে নদীতে ডুবে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

মোংলায় বলৎকারের ঘটনায় মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার




বাগেরহাট প্রতিনিধি: এক ছাত্রকে বলৎকারের অভিযোগে বাগেরহাটের মোংলার আলহাজ কোরবান আলী আলিম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার দ্বীগরাজ এলাকা থেকে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।


তিন মাস ধরে বলৎকারের ঘটনায় ৫ অক্টোবর মোংলা থানায় মামলা করেন ওই ছাত্রের মামা। এরপর মাদ্রাসা থেকে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক মো. রাসেল।

Saturday, October 7

ফেনীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আইনজীবী গ্রেফতার

ফেনীতে মুসলিম গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পিপলু মজুমদার নামে এক হিন্দু আইনজীবীকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার (০৬ অক্টোবর) পিপলুর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন। মামলার দায়েরের পর তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পিপলু ফেনী পৌরসভার মাস্টার পাড়ার মৃত অমর বিন্দু মজুমদারের ছেলে। সে ফেনী কোর্টের একজন আইনজীবী ও স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতা।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ভুক্তভোগী নারী বিএসএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তার স্বামী ঢাকায় চাকুরি করেন।

Statement: JMBF Expresses Deep Concern and Protests against the Arrest of a Hindu Woman in Bagerhat on Allegations of Insulting the Islamic religion

Paris, France; October 7, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) expresses profound concern and strong protest regarding the arrest of a Hindu minority woman on allegations of insulting the Islamic religion in Bagerhat, Bangladesh, on September 26, 2023. The human rights organization, JusticeMakers Bangladesh in France (JMBF), also calls for the immediate release of the arrested woman and the withdrawal of the false charges filed against her.

According to reliable sources, on September 24, 2023, in the Ramphal Union of Bagerhat district, a 45-year-old Hindu minority woman named Rupali Das was involved in a verbal altercation with an Islamic woman named Momena Begum when she went to fetch water at a tube well. Momena Begum, with malicious intent, accused Rupali Das of insulting Islam by using offensive language.

The next day, on September 25, 2023, local Islamic leaders mediated and compelled Rupali Das to publicly apologize to everyone present during a reconciliation meeting. Following this, female members of the local Islamic community patronized by the Islamic extremist demonstrated outside Rupali Das's house on September 26, 2023, demanding her arrest on blasphemy charges. In response to their allegations, an Islamist named Yashin Khandakar filed a false case against Rupali Das under section 153/298/506 of the penal code at the Ramphal Police Station. Consequently, the police immediately arrested her and produced her in court. Later, the court ordered her to be sent to jail custody.

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী আহত

ফেনীর ফুলগাজীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে রাজন (১৭) নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) রাতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া সীমান্তের ২১৭৭ নম্বর সাব পিলারের কাছে এই ঘটনা ঘটে।

আহত রাজন খাজুরিয়া গ্রামের আবদুস শুক্কুরের ছেলে। সে পরশুরাম সরকারি কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে রাজন বাড়িতে যাওয়ার সময় ভারতীয় সীমান্ত এলাকা থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় কার্তুজের সেল এসে রাজনের গায়ে পড়লে সে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Friday, October 6

Statement: JMBF Calls for Justice and Accountability for the Death of Habibur Rahman due to torture in Police Custody in Bogura

Paris, France; October 06, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) expresses its deepest concern and outrage over the tragic death of Habibur Rahman Habib due to torture in police custody in Bogura, Bangladesh, on October 3, 2023.

JMBF states that Habib's death in police custody has cast a dark shadow on the state of human rights and the rule of law in the country. It calls for the formation of an inquiry committee to investigate this incident, led by a judicial magistrate, to ensure the highest levels of integrity and transparency in the proceedings.

Multiple news sources reported that Habibur Rahman Habib, a lawyer’s assistant to the Bogura Judge Court, suffered torture during his time in police custody and was taken to the hospital only after he had passed away. He was taken from the court premises in the afternoon of October 3, around 5:45 pm, without a warrant or any FIR, and subjected to alleged torture at the DB police office, ultimately leading to his untimely demise.

চাঁদপুরে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় শিক্ষক আটক

দুশিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মো: আবু সুফিয়ান (২৫) কে আটক করেছে পুলিশ। প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি হাফেজি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মো: আবু সুফিয়ান (২৫) কে আটক করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের গুয়াটোবা ছাহেরা আলী হাফেজিয়া মাদ্রাসার। এ ব্যাপারে এক শিক্ষার্থীর পিতা থানায় মামলা দায়ের করেছে।

Thursday, October 5

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহতের অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফেরদৌস (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর গত মঙ্গলবার দিবাগত রাতে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া ফেরদৌস লালারচক এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল বলে জানা গেছে।

সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালের উপপ‌রিচাল সৌ‌মিত্র চক্রবর্তী প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাতে গু‌লি‌বিদ্ধ ১৪ বছরের ওই কিশোর চি‌কিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ লাশের ময়নাতদন্ত কার্যক্রম চলছে।

চুয়াডাঙ্গায় হিজড়াদের ১ লাখ টাকা নিয়ে বিবাদের মীমাংসা করেননি চেয়ারম্যান

জনপ্রতিনিধির কাজই হচ্ছে জনগণের উপকার করা। জনগণ সামাজিকভাবে বিভিন্ন সমস্যায় পড়লে তা মীমাংসা করার দায়িত্ব—কর্তব্য সংবিধানেই রয়েছে। যা শপথ করার সময়ও স্থানীয় সরকার জেলা প্রশাসক তা পাঠ করান।


কিন্তু বর্তমানে রাজনীতি অঙ্গনে জনপ্রতিনিধিদের বদনাম ছড়িয়ে রয়েছে চুয়াডাঙ্গা জেলাজুড়েই। হোক বর্তমান, হোক সাবেক। জনপ্রতিনিধিত্বের কোনো সময় বা ক্ষমতায় থাকা লাগে না। প্রকৃত পক্ষে জনপ্রতিনিধি ছাপ কখনও মোছা যায় না। সেআলোকে রাজনীতির সুনাম ক্ষুণ্ণ করার অধিকারও কারো নেই।


কিন্তু স্থানীয় তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের সাথে বহিরাগত তৃতীয় লিঙ্গদের (হিজড়া) সাথে বিবাদমান সৃষ্টি হয়েছে। এ বিষয়টি নিরসনে চুয়াডাঙ্গার জীবননগর আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তার ১ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তবুও মীমাংসা করাতে পারেনি তিনি।


এতে করে জেলাজুড়েই আলোচনার ঝড় বইছে। একদিকে যেমন মহত রাজনীতির সুনাম ক্ষুণ্ণ করেছেন তেমনী অভিযোগকারীরাও রয়েছে দুঃশ্চিন্তায়।

Wednesday, October 4

চট্টগ্রামে পুলিশি হেফাজতে দুদকের অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামে পুলিশি হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত উপপরিচালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগরের চানগাঁও থানায় এ ঘটনা ঘটে। তবে পরিবারের অভিযোগ, এটা হত্যাকাণ্ড।


নিহত দুদকের সাবেক ওই উপপরিচালকের নাম এস এম শহীদুল্লাহ (৬৭)।

এস এম শহীদুল্লাহর ছেলে নাফিজ শহীদ আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে সাদাপোশাকে চানগাঁও থানার দুই এএসআই (সহকারী উপপরিদর্শক) তাঁর বাবাকে বাসা থেকে থানায় নিয়ে যান। পরে তাঁরা জানতে পারেন, মারামারির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

Joint Statement: Call for the release of two human rights defenders unjustly detained in Bangladesh

JusticeMakers Bangladesh in France (JMBF) along with 72 human rights organisations stand in solidarity with Adilur Rahman Khan and ASM Nasiruddin Elan, two prominent Bangladeshi human rights activists from the Odhikar group, after they were sentenced to two years’ imprisonment as retaliation for their human rights work.

On 14 September 2023, Adilur Rahman Khan, Secretary of Odhikar, as well as a member of the OMCT General Assembly and FIDH Secretary General, and ASM Nasiruddin Elan, Director of Odhikar, were sentenced to two years in prison and a fine, following ten years of relentless judicial harassment. The two men were remanded at Dhaka Central Jail. Khan and Elan’s lawyers plan to appeal the decision once the court has issued its written judgment, which could take months.

The case was launched after Odhikar, a member of the OMCT SOS-Torture Network and of the FIDH, published an investigative report documenting extrajudicial killings by the State in response to a protest in May 2013. In 2013, Adilur Rahman Khan and ASM Nasiruddin Elan were arbitrarily detained for 62 and 25 days respectively before being released on bail. Since then, they have been subjected to continuous judicial harassment, with Bangladeshi courts repeatedly dismissing their requests without serious legal grounds, prosecuting witnesses without the consent of the defendants’ lawyer or allowing them enough time to prepare for cross-examination, in clear violation of the internationally recognised right to a fair trial.

ঝিনাইদহে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। মন্দিরে দুর্গা প্রতিমা ছাড়াও কার্তিক, গণেশ, সরস্বতী ও লক্ষ্মীসহ অন্যান্য প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রতিমাদের মাথার অংশসহ বিভিন্ন স্থান ভাঙচুর করে দুর্বৃত্তরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, সনাতন সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের কালীতলা সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমার প্রাথমিকভাবে মাটির কাজ করে রেখে যায় কারিগররা। এই অবস্থায় সোমবার রাতে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

কালীতলা সার্বজনীন দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুমার বিশ্বাস জানান, প্রতিমা তৈরির এ অবস্থায় স্থানীয় গ্রামবাসীর পক্ষে কিছু স্বেচ্ছাসেবক মধ্যরাত পর্যন্ত প্রতিমার পাহারা দিয়ে রাখত। সোমবার রাত সাড়ে ১১টার পরে তারা রাতের খাবার খেতে বাড়ি যায়। পরবর্তী রাত ১২টার পরে স্থানীয়রা দুর্গাপূজার মন্দিরে গেলে সেখানে বিভিন্ন প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পায়।

Tuesday, October 3

Statement:JMBF Strongly Condemns and Protests the Brutal Attack on Poet Radhapad Ray in Kurigram, Bangladesh

Paris, France: October 03, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) strongly condemns and protests the barbaric attack on renowned poet Radhapad Ray in Nagishwari Upazila of Kurigram on September 30, 2023.

JMBF has also called for the immediate arrest of the accused in the said attack and ensuring the provision of exemplary punishment to the culprits after a fair and impartial investigation, in line with human rights principles

According to a report published in the online edition of the Daily Kalbela on October 2, the attack took place on the poet in his village in the Betharband Union of Nageshwari Upazila in Kurigram district on Saturday, September 30. A young man named Rafiqul Islam (38), a neighbor, suddenly attacked him. As a result of the attack, poet Radhapad Roy was seriously injured and is currently undergoing treatment at Nageshwari Health Complex.

বোয়ালখালীতে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে অসীম ঘোষ (৩৯) নামের এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। অসীম উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ ঘোষের ছেলে। শনিবার রাত ১১ টার দিকে নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পঙ্কজ চন্দ জানান, শনিবার রাতে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা এ ঘটনা জানতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘর থেকে অসীমের লাশ উদ্ধার করে। তিনি বলেন, অসীম ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরবর্তীতে তা ছেড়ে দিয়ে আইন পেশায় যুক্ত হন। তারা দুই ভাই ও এক বোন। অসীমের বাবা-মা বেঁচে নেই। সম্প্রতি তার বিয়ে কথাবার্তা চলছিল। বাড়িতে অসীম একাই থাকেন। বোনের বিয়ে হয়ে গেছে। তার বড় ভাইয়ের মানসিক সমস্যা থাকায় এদিকে ওদিক ঘুরে বেড়ায়।

Sunday, October 1

সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

সংবাদ প্রকাশের জের ধরে অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের ঢাকা কলেজ প্রতিনিধি ওবাইদুর সাঈদকে জেরা ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ঢাকা কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে কলেজের শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসে এ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের ছয় কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী রাউফুর রহমান সোহেল, এ বি এম আলামিন, সজিব আহসান, আবরার হোসাইন সাগর, সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। রাউফুর রহমান পদপ্রত্যাশী নেতা ছিলেন।