Tuesday, December 19

দেশের নাগরিক হয়েও নেই তাদের এনআইডি, হতে পারেননি ভোটার |

দেশের নাগরিক হওয়া সত্ত্বেও নেই জাতীয় পরিচয় পত্র। ভোটাধিকার থাকার পরও ভোটার হতে পারেননি কুড়িগ্রামের তৃতীয় লিঙ্গের বাসিন্দারা। তথ্য সংগ্রহের সময় করা হয়নি তাদের খোঁজ, নির্বাচন অফিসেও মিলেছে হয়রানি। নীতিমালায় অনুমোদন থাকলেও কেনো নাগরিক সুবিধাটুকু পাচ্ছেন না-- এই প্রশ্ন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির।
https://www.youtube.com/watch?v=MOZj4GToD0E

No comments:

Post a Comment