Sunday, December 31

হিজড়া হিসেবেই এবার ভোট দেবেন তারা

আগের নির্বাচনগুলোতেও তারা ভোট দিয়েছেন। দেশের কোনো কোনো এলাকায় তারা প্রার্থী হয়েছেন। কেউ কেউ জনপ্রতিনিধিও হয়েছেন। তবে আগের নির্বাচনগুলোতে তাদের ভোট দিতে হয়ে ‘পুরুষ’ ভোটার হিসেবে। কিন্তু এবারই প্রথম তারা নিজেদের পরিচয়ে ভোট দিতে পারবেন। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ময়মনসিংহ জেলার ৩৫ জন হিজড়া। সেতু বন্ধন হিজড়া কল্যাণ সংঘের সূত্রে জানা যায়, ময়মনসিংহের তিন শতাধিক হিজড়া তাদের পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তনের আবেদন করেছিলেন। ৩৫ জন তাদের জাতীয় পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তন করতে পেরেছেন। যারা এবারের সংসদ নির্বাচনে হিজড়া পরিচয়ে ভোট দেবেন। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪৪ লাখ ৪৩ হাজার ৯১। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২২ লাখ ৪০ হাজার ৫৮৬, নারী ভোটার ২২ লাখ ২ হাজার ৪৭০, হিজড়া ৩৫ জন। বাংলাদেশে তৃতীয় লিঙ্গ বা ‘হিজড়া’ হিসেবে পরিচিত মানুষদের লিঙ্গ পরিচয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পরও এত দিন নারী বা পুরুষ পরিচয় বহন করেই নথি ভুক্ত হতে হয়েছে তাদের। ২০১৩ সালে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় সরকার। ভোটার তালিকায় নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ হিসেবে আরেকটি পরিচয় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেতু বন্ধন হিজড়া কল্যাণ সংঘের সভাপতি জয়িতা তনু হিজড়া বলেন, ইতিপূর্বে অনেক নির্বাচনে হিজড়ারা পুরুষ ও নারী পরিচয়ে তাদের ভোট দিয়েছেন, কিন্তু এবারই প্রথম হিজড়া পরিচয়ে ভোট দেবেন তারা। বিষয়টি তাদের জন্য অনেক আনন্দের। তিনি বলেন, ‘আমরা পোশাক পরি নারীদের, কিন্তু ভোট দিতাম পুরুষের নামে। এতে আমরা মন থেকে আনন্দ পেতাম না। এবারই প্রথম আমাদের নিজস্ব পরিচয়ে ভোট দেব।
https://www.deshrupantor.com/478178/%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87%E0%A6%87-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE?fbclid=IwAR1Bt-O6JCMp2zuCXcQhQtzgZDo4ZSi_BafcD5wcT8NnB08Et4oJiTW45rI

No comments:

Post a Comment