Monday, January 30

হিউম্যান রাইটস কমপ্লেইন্টঃ পুলিশের গুলিতে ৪ জন নিহত হওয়ার ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হক।

মহোদয়,
মানবাধিকার প্রতিষ্ঠান জাষ্টিসমেকার্স বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন
 
জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস্)-এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাষ্টিসমেকার্স বাংলাদেশ -এর প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সদা নিয়োজিত 

আজ ৩০ জানুয়ারী ২০১২ ইং তারিখে  দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত পুলিশের গুলিতে নিহত ৪ শীর্ষক সংবাদ থেকে জানা জায় যে, চাঁদপুর ও লক্ষ্মীপুরে গতকাল ২৯ জানুয়ারী ২০১২ ইং তারিখ, রোববার পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে চার দলের ঘোষিত গণমিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধেএতে এই দুই জেলা সদরে পুলিশ, সাংবাদিকসহ দুই শতাধিক লোক আহত হয়েছেনতাঁদের মধ্যে ১৬ জন গুলিবিদ্ধ হন। 
চাঁদপুরে নিহত দুজন হলেন, সদর উপজেলার বাবুরহাটের বাসিন্দা আবুল হোসেন মৃধা (৫০) ও গুয়াখোলার লিমন ছৈয়াল (২৫) এবং লক্ষ্মীপুরে নিহত দুজন হলেন, সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. রুবেল (২৫) এবং চরমনসা গ্রামের মো. আবুল কাসেম (৫৫) ঘটনাটি মানবাধিকারের চরম লংঘন ও যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে


এমতাবস্থায়, জাষ্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নকল্পে সংশ্লিষ্ট বিষয়টির উপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছে কেননা, প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্ব

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, মানবাধিকার প্রতিষ্ঠান হিসেবে জাষ্টিসমেকার্স বাংলাদেশ যৌথভাবে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে সংশ্লিষ্ট বিষয়টির যথাযথ ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনা করতে বিশেষ আগ্রহী।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সিদ্ধান্তের একটি অনুলিপি জাষ্টিসমেকার্স বাংলাদেশ বরাবর প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি

জাষ্টিসমেকার্স বাংলাদেশ আপনার সার্বিক সাফল্য কামনা করছে


গভীর আন্তরিকতার সাথে-


এডভোকেট শাহানূর ইসলাম সৈকত
এলএল-বি (সম্মান); এলএল-এম (আইন ও বিচার)
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক, জাষ্টিসমেকার্স বাংলাদেশ
মোবাবাইলঃ +৮৮ ০১৭ ২০৩০৮০৮০, +৮৮ ০১৫ ৫৪৬০৪১৬০
ইমেইলঃ saikotbihr@gmail.com, shahanur@justicemakersbd.org, info@ justicemakersbd.org
www.shahanur.blogspot.com, www. justicemakersbd.blogsot.com, www.justicemakersbd.org 

সংযুক্তিঃ  ৩০ জানুয়ারী ২০১২ তারিখে প্রথম আলো পত্রিকার প্রকাশিত সংবাদের কপি

বরাবর,
চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
গুলফেঁশা প্লাজা, ৮,শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক
মগবাজার, ঢাকা-১২১৭

Thursday, January 26

হিউম্যান রাইটস কমপ্লেইন্টঃ বন্দু্কযুদ্ধের নামে পুলিশের গুলিতে দুইজন যুবক আহত হইওয়া ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হক

বরাবর,
চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
গুলফেঁশা প্লাজা, ৮,শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক
মগবাজার, ঢাকা-১২১৭

মহোদয়,
মানবাধিকার প্রতিষ্ঠান জাষ্টিসমেকার্স বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন


জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস্)-এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাষ্টিসমেকার্স বাংলাদেশ -এর প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সদা নিয়োজিত

গত ১৪ জানুয়ারী ২০১২ ইং তারিখে  দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত রাজধানীতে পৃথক ঘটনাঃ RAB ও পুলিশের সাথে বন্দুক যুদ্ধে যুবক নিহত,আহত দুই শীর্ষক সংবাদ থেকে জানা জায় যে, গত ১২ জানুয়ারী ২০১২ ইং তারিখ আনুমানিক রাত ১২তা ৩০ মিনিটের সময় বনানীর ৭ নং সড়কে ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকারে গুলশান থানা পুলিশ গুলি করলে, গাড়ীটির চাকা ফেঁটে গিয়ে থেমে যায়। এসময় ছিনতাইকারীরা গাড়ী থেকে নেমে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালালে সাজ্জাজুর রহমান ডান পায়ের হাঁটু ও ইলিয়াস ইসলাম বাম পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়। তবে আহত সাজ্জাজুর রহমান প্রথম আলোর কাছে ছিনতাইয়ের কথা স্বীকার করলেও বন্ধুক-যুদ্ধের কথা অস্বীকার করেন। বরং পুলিশ তার চোখ বেঁধে এবং হাতে হ্যান্ডকাফ পরিয়ে  অস্ত্র ঠেকিয়ে তার পায়ে গুলি করেছেন বলে অভিযোগ করেছেন। ঘটনাটি মানবাধিকারের লংঘন ও যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে

এমতাবস্থায়, জাষ্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নকল্পে সংশ্লিষ্ট বিষয়টির উপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছে কেননা, প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্ব

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, মানবাধিকার প্রতিষ্ঠান হিসেবে জাষ্টিসমেকার্স বাংলাদেশ যৌথভাবে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে সংশ্লিষ্ট বিষয়টির যথাযথ ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনা করতে বিশেষ আগ্রহী।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সিদ্ধান্তের একটি অনুলিপি জাষ্টিসমেকার্স বাংলাদেশ বরাবর প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি

জাষ্টিসমেকার্স বাংলাদেশ আপনার সার্বিক সাফল্য কামনা করছে

গভীর আন্তরিকতার সাথে-



এডভোকেট শাহানূর ইসলাম সৈকত
এলএল-বি (সম্মান); এলএল-এম (আইন ও বিচার)
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক, জাষ্টিসমেকার্স বাংলাদেশ
মোবাবাইলঃ +৮৮ ০১৭ ২০৩০৮০৮০, +৮ ০১৫ ৫৪৬০৪১৬০
ইমেইলঃ saikotbihr@gmail.com, shahanur@justicemakersbd.org, info@ justicemakersbd.org
www.shahanur.blogspot.com, www. justicemakersbd.blogsot.com, www.justicemakersbd.org 

সংযুক্তিঃ  ১৪ জানুয়ারী ২০১২ তারিখে প্রথম আলো পত্রিকার প্রকাশিত সংবাদের কপি

Thursday, January 19

Speech of Mr. Shahanur Islam, delivered at EU conference on protecting minority rights

LGBT people in Bangladesh face violence in the “private” sphere—by members of immediate and extended family, community and religious groups. Homosexuality is often looked upon as a sin in Bangladesh. Gay men who inform their families about their sexual orientation are forced into a heterosexual marriage and still Parents consider homosexuality as a mental illness.


Good morning to all of you.

I would like to take the privilege to express my sincere thanks to all of you for the opportunity to present in this conference. 

It is my honour to be here with all of you, who have been working for human dignity, where all citizens of the world including ethnic and sexual minority community will enjoy justice and fundamental rights.

Ladies and gentleman

I would like to focus my speech today on ethnic and sexual minorities on Bnagladesh who are most disadvantaged, vulnerable and deprived groups in many aspects of economic, social, cultural and political rights due to their status of ethnic and sexual minority. They are the main victims of violation of human rights facing to widespread violence and discrimination, including forced eviction, land grabbing, killings, rape, physical and sexual assaults and the perpetrators of the violence benefit from complete.

Ladies and gentlemen

There are minimum 3 million indigenous people belonging 45 communities living in around 54 distinct in Bangladesh and also approximately 3 million LGBT community people living all over the country. Unfortunately the Constitution of Bangladesh does not recognize the identity and rights of the ethnic and sexual minority people properly. Denial of fundamental rights and identity of indigenous and LGBT peoples in the newly 15th amended of Constitution has disappointed peoples of Bangladesh.  Because we thought that as a human being the present more liberal Bangladesh Awami League led grant alliance government will recognize them properly.

Now I would like to specifically tell something about indigenous people in Bangladesh. The indigenous peoples living in Chittagong Hill Tracts Area and also the plain land area in rest of the country have been facing problems with their land and economy for centuries. Most of the indigenous peoples are living on their traditional ancestral land. But It is regretful that the government claims that those are governments land and the traditional land rights of indigenous peoples are being ignored in Bangladesh. They have continuously been targeted to aggression, attack and eviction from their ancestral land. These resulted their marginalization and elimination.

Ladies and gentlemen

In this year I have been investigated the brutal incident of communal arson attacked on the Jumma people in Chittagong Hill tracts area in the month of February and also in the month of April. During the investigation I have seen how the indigenous peoples were victimized by the Bengali settler in presence of law enforcing agencies including army and Border Guard of Bangladesh. We saw that the Bengali settler people set fire on the house of Indigenous people in Rangamati district and also the Khagrachhari district in Chittagong Halftracks reason spreading the communal tension resulted more than hundred and twenty houses were burn to ashes.  They Bengali people were also looted the valuable movable properties of them. Both of the time of attacked the Army men and Boarder Guard of Bangladesh were present. But they were nothing do to prevent those atrocities; rather the Bengali people were done their destruction more intensively in presence of law enforcing agencies. Yet the Indigenous victims were not get the justice connecting both of those incident. Rather one victim was facing continuously threats of death to withdraw the allegation, who were filed an case connecting those incident. 

I am the first people as well as the organization who conduct the fact was finding investigation visiting the spot. During the time of my investigation, the border guard of Bangladesh (BGB) and also the District Special Branch of Police expressed strong suspicion towards any international involvement in connecting those incidents of communal attract. I was also approached and questioned on multiple occasions by members of the Border Guards of Bangladesh and by the district special branch of police. The policemen took me and my investigation team to one corner of the field in front of the police station. Sitting on the ground, he asked similar questions repeatedly for 3 hours creating a scaring atmosphere.

Ladies and gentlemen

I was also investigated the incident of brutal torture on jumma student during peaceful demonstration demanding constitutional reorganization in the moth of August of this year at Khagrachhari district of Chittagong Halftracks. I saw that the policemen were attacked on the peaceful student demonstration with direct command of additional superintend of police resulting 22 student were injured including five girls student. The indigenous jumma student were not only victim of torture, but also threaded to spoil their future carrier by the additional deputy commissioner if they further try to participate any demonstration in near future. They also denied getting treatment from the hospital as the army men were patrolling in front of hospital. During my investigation I was continuously followed by the civil dressed member of law enforcing agencies. These types of violation against ethnic minority people are common and widespread in Bangladesh.

Ladies and gentlemen

Bangladesh government has ratified the ILO Convention No. 107 on indigenous and tribal populations where ensure the traditional land rights of indigenous people. But they are not willing to implementation this Convention.

Since 14 years passed of signing of Chittagong Hill Tract peace accord, but it is so painful to say that most of the main issues of the Accord have not been implemented by the government. Even yet the government has not declared a time-framed ‘Road Map’ directing to implementation of the CHT Accord, 1997.

Ladies and gentlemen

Now I would like to speak a little bit about present situation of the sexual minority community people in Bangladesh. There are approximately 3 million lesbian, Gay, Bisexual and Transgender community people living all over the country.  But they are facing a lot of cultural, social, religious, and legal impediment.

They are livings in society hiding their identity. If discovered their sexual orientation, they often pay a high social price including expelled from educational institution, their jobs and also from the inheritance from their family.

I began my activities to establish the rights of the LGBT community people to discussing and sharing about their existing social, economical, institutional as well as legal problems. I also began to aware them about their rights as a human being and also motivating them to stand under one umbrella, so that they can rise their voice strongly. I saw how they are discriminating in the family, social, educational institution and workplace because of their gender and sexual orientation.

Especially, Transgender/gender people are marginalized in their jobs, and are targeted for blackmail, harassment, and sexual violence from the community or people in positions of authority like the police. They also tortured and sexual harassed by Law enforcing agencies.

Frequently, LGBT people in Bangladesh face violence in the “private” sphere—by members of immediate and extended family, community and religious groups. Homosexuality is often looked upon as a sin in Bangladesh. Gay men who inform their families about their sexual orientation are forced into a heterosexual marriage and still Parents consider homosexuality as a mental illness.

The status of homosexuality as a social and religious taboo is also reflected in the Bangladeshi Criminal Code. Its Section 377, a legacy of British rule, refers to consensual oral and anal sex as “carnal intercourse against the order of nature” and subjects it to punishment up to imprisonment for life. Effectively, this section makes homosexual intercourse illegal in Bangladesh. Crucially, Bangladesh was one of the opposing countries to the recent 2010 UN Declaration proclaiming the rights of LGBT communities.

Human rights activist who defend rights of the ethnic, religious and sexual minority people are subjected to threats to their safety, including death threats, physical attacks, assault and harassment, arbitrary arrest even torture and abuse with police participating in or doing nothing to stop these violations as a result of their work. They also face problem of non cooperation from the sate to provide enough information and inherited freedom of activities

There is a NHRC commission Bangladesh which has been established in 2007. But the commission is like a toothless tiger due to control over by the government.

Ladies and gentlemen

The ethnic and sexual minority Peoples of Bangladesh at present are face to face with the following challenges, such as–
·        Absence of democratic and secular rules in the country;
·        There is no adequate policy to protect the land of indigenous peoples.
·        The International Laws, such as, ILO Convention No. 107 and 169 are ignored;
·        The traditional land rights of the indigenous peoples are denied;
·        Lacking of acceptance of LGBT community people in their family, society and state;
·        Socially stigmatization and Lack of acceptance of 2010 UN Declaration proclaiming the rights of LGBT communities by the state.

·        Lack of expression of the individual desire, compulsory marriage, and lack of visibility of sexual minority issues.

Under the existing circumstances of the country, I would like to appeal to the international community, particularly European Union democratic for this kind consideration on the following recommendations-

Engage in dialogue with GoB to
·        Expedite the full, speedy and effective implementation process of CHT Accord, 1997;

·        Enhancement of national and international efforts directing to protect and preserve the entity and rights of the ethnic and sexual minority peoples trough supporting the NGO’ and Civil Societies organizations;

·        Special drive for the restoration of the traditional land and establish rights to land of the indigenous peoples;

·        Decriminalize the Section 377 Penal Code on the decriminalization of homosexual acts

·        Implementation of the UN declaration of the rights to indigenous people and UN Declaration proclaiming the rights of LGBT communities as well as ratifying the ILO Convention No. 169, 107 ;

·        To take initiative to establish effective NHRC free from the control of government.

We also urge the EU to take initiative to ensure the protection and freedom of activities of human rights defender who are directly and indirectly involve with upholding the rights of ethnic and sexual minority people of Bangladesh through intergovernmental dialogue and also ensuring financial, psychological and physical integrity of persecuted human rights defender through direct support.

Before concluding, I would like to express my thanks and gratitude to the Global Human Rights Defence giving me opportunity to rise up the voice of ethnic and sexual minority community in Bangladesh and also to the Swedish MEP Cecilia Wikström, (Folkpartiet – Swedish liberal party) for hosting this important conference on protecting minority rights in South Asia.

Thanking you all.

Sunday, January 15

জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক সংসদ সদস্য দ্বারা নারী সাংবাদিককে শারীরিক নির্যাতনের বিষয়টি তদন্তের আদেশ!!!!

গত ৩ জানুয়ারী ২০১২ ইং তারিখে মাননীয় সংসদ সদস্য ও মনিপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব কামাল আহমেদ মজুমদার কর্তৃক পেশাগত দ্বায়িত্ব পালনকালে বেসরকারী টেলিভিশন চ্যানেল আর টিভি'র সাংবাদিক অপর্না সিংহকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনাটি যথাযথভাবে তদন্ত করে আগামী ৩০ জানুয়ারী ২০১২ ইং তারিখের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য জাতীয় মানবাধিকার কমিশন শিক্ষা সচিব বরাবর আদেশ প্রদান করেছেন। 


গতকাল ০২ জানুয়ারী ২০১২ ইং তারিখ সকালে ছাত্র ভর্তির নামে অতিরিক্ত ফি আদায়ের খবর পেয়ে বেসরকারী টিভি চ্যানেল আরটিভির সাংবাদিক অপর্না সিংহ  রাজধানীর মিরপুরে অবস্থিত মনিপুর স্কুলে যান এবং অতিরিক্ত ফি আদায়ের আদায়ের বিষয়ে উক্ত স্কুলের ম্যানেজিং বডির চেয়ারম্যান ও সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের দৃস্টি আকর্ষন করলে তিনি সাংবাদিক অপর্না সিংহকে ধাক্কা দেন। এসময় তিনি উক্ত সাংবাদিককে অকথ্য ভাষায় গালি গালাজ করেন ও শারীরিকভাবে নির্যাতন করে বলে জানা যায়। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে গত ৪ জানুয়ারী, ২০১২ ইং তারিখে জাস্টিসমেকার্স  বাংলাদেশ যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড মিজানুর রহমান  বরাবর আবেদন করলে তিনি এই আদেশ প্রদান করেন। 

জাস্টিসমেকার্স  বাংলাদেশ এ বিষয়ে ইতোমধ্যে সরেজমিনে তথ্যানুসন্ধান পরিচালনা করেছে এবং ঘটনার সত্যতা খুজে পেয়েছে। তথ্যানুসন্ধান প্রতিবেদনটি অচিরেই  সামাজিক জোগাজোগ মাধ্যম , ইলেক্ট্রনিক অ প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করা হবে।
 

Saturday, January 14

আর্জেন্ট আপীলঃ ঘুষের দাবীতে থানা হেফাজতে নির্যাতিত এক হাজতীর চিকিৎসা অবহেলায় মৃত্যুর বিষয়টি যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক।

মহোদয়,

মানবাধিকার প্রতিষ্ঠান জাষ্টিসমেকার্স বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন

জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস্)-এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাষ্টিসমেকার্স বাংলাদেশ -এর প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সদা নিয়োজিত। 
নওগাঁয় হাজতীর মৃত্যু শীর্ষক খবর গত ২৮ ডিসেম্বর ২০১১ ইং তারিখে দৈনিক করতোয় পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টির গুরুত্ত্ব অনুধাবন করে মানবাধিকার প্রতিষ্টান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্টাতা মহাসচিব, গ্লোবাল হিঊম্যান রাইটস ডিফেন্স, নেদারল্যান্ডস এর কান্ট্রি অবজারভার ও মাসিক দোয়েল এর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট শাহানুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি তথ্যানুসন্ধান দল গত ২৫ থেকে ২৯ শে ডিসেম্বর ২০১১ ইং তারিখ পর্যন্ত ঘট্নাটি সরেজমিন তথ্যানুসন্ধান করেন। এসময় তথ্যানুসন্ধানদল ঘটনাস্থল পরিদর্শন, ঘটনার প্রত্যক্ষদর্শী, ভিক্টিমের স্ত্রী, স্থানীয় জনতা, চিকিৎসক, স্থানীয় প্রশাসন, অভিযুক্ত ব্যাক্তিসহ ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ এবং ঘট্না সংক্রান্ত যাবতীয় কাগজপত্র, পত্রিকায় প্রকাশিত খবর ও বিশেষজ্ঞ মতামত সংগ্রহপূর্বক বিশ্লেষন করেন।

জাস্টিসমেকার্স বাংলাদেশ প্রথম মানবাধিকার সংগঠন যারা ঘটনাটি সরেজমিনে তথ্যানুসন্ধান করে সুপারিশসহ প্রতিবেদন প্রকাশ করেন তথ্যানুসন্ধান কালে সাদা পোশাকের লোক সর্বদা তথ্যানুসন্ধান দলকে অনুসরন করতে থাকে তথ্যানুসন্ধানকালে ঘুষ গ্রহনে অভিযুক্ত নওগাঁ জেলাধীন বদলগাছি থানা পুলিশের উপসহকারী পরিদর্শক রবিউল ইলামের সহযোগী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম মটর সাইকেলের তেল, চা ও সিগারেট কেনার জন্য আসামীর কাছ থেকে পুলিশ অফিসারের টাকা নেওয়ার অধিকার আছে ও দোষের কিছু নেই বলে তথ্যানুসন্ধান দলকে উদ্ধতভাবে জানান। এসময় তিনি তথ্যানুসন্ধান দলের প্রধান এডভোকেট শাহানুর ইসলামকে এই ঘটনা নিয়ে বাড়া-বাড়ি না করার জন্য হুশিয়ারী প্রদান করেন এবং বাড়া-বাড়ি করলে ভবিষ্যতে বহুবিধ সমস্যার সম্মুখীন হতে হবে বলে তাঁকে হুমকি প্রদান করেন।তথ্যানুসন্ধান প্রতিবেদন (বাংলা); Fact Finding Report English

বিষয়টি মানবাধিকারের চরম লংঘন বিধায় এবং যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে

এমতাবস্থায়, জাষ্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নকল্পে সংশ্লিষ্ট বিষয়টির উপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছেকেননা, প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্বপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সিদ্ধান্তের একটি অনুলিপি জাষ্টিসমেকার্স বাংলাদেশ বরাবর প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি

জাষ্টিসমেকার্স বাংলাদেশ আপনার সার্বিক সাফল্য কামনা করছে

গভীর আন্তরিকতার সাথে-




এড. শাহানূর ইসলাম সৈকত
এলএল-বি (সম্মান); এলএল-এম (আইন ও বিচার)
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক
জাষ্টিসমেকার্স বাংলাদেশ
মোবাঃ ০১৭২০৩০৮০৮০, ০১৫৫৪৬০৪১৬০

সংযুক্তিঃ তথ্যানুসন্ধান  প্রতিবেদন

সদয় অবগতির জন্য প্রেরিত হলোঃ
 ১। মহামান্য রাষ্ট্রপতি গণ প্রজাতন্ত্রী বাংলাদশে সরকার , বঙ্গভবন, মতঝিলি, ঢাকা।

২। মাননীয় প্রধানমন্ত্রী, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।

৩। প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম র্কোট, সুপ্রীম র্কোট ভবন, রমনা, ঢাকা ।

৪। চয়োরম্যান, জাতীয় মানবাধকিার কমশিন, গুলফশো প্লাজা, মগবাজার, ঢাকা।

৫। মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।

৬। মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।

৭। মাননীয় প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।
৮। চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন, সেগুন বাগিচা, ঢাকা।

৯। মহা পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেড কোয়ার্টার, ফুলবাড়িয়া, ঢাকা।

১০। ডিআইজি(রাজশাহী রঞ্জে), ডিআইজি পুলিশের কার্যালয়, রাজশাহী।

১১। জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজের কার্যালয,
নওগাঁ জেলা, নওগাঁ
 
১২। জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়,
নওগাঁ জেলা, নওগাঁ

১৩। পুলিশ সুপার, পুলিশ সুপারের কার্যালয়,
নওগাঁ জেলা, নওগাঁ

১৪। ভারপ্রাপ্ত কর্মকর্তা, বদলগাছি থানা,
নওগাঁ

১৫। সভাপতি/সাধারন সম্পাদক, প্রেস ক্লাব, নওগাঁ

১৬। ভিক্টিমের পরিবার।

Friday, January 13

তথ্যানুসন্ধান প্রতিবেদন:ঘুষের দাবীতে থানা হেফাজতে নির্যাতিত এক হাজতীর চিকিৎসা অবহেলায় মৃত্যু

নওগাঁয় হাজতীর মৃত্যু শীর্ষক খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টির গুরুত্ত্ব অনুধাবন করে মানবাধিকার প্রতিষ্টান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্টাতা মহাসচিব, গ্লোবাল হিঊম্যান রাইটস ডিফেন্স, নেদারল্যান্ডস এর কান্ট্রি অবজারভার ও মাসিক দোয়েল এর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট শাহানুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি তথ্যানুসন্ধান দল গত ২৫ থেকে ২৯ শে ডিসেম্বর ২০১১ ইং তারিখ পর্যন্ত ঘট্নাটি সরেজমিন তথ্যানুসন্ধান করেন। এসময় তথ্যানুসন্ধানদল ঘটনাস্থল পরিদর্শন, ঘটনার প্রত্যক্ষদর্শী, ভিক্টিমের স্ত্রী, স্থানীয় জনতা, চিকিৎসক, স্থানীয় প্রশাসন, অভিযুক্ত ব্যাক্তিসহ ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ এবং ঘট্নাসংক্রান্ত যাবতীয় কাগজপত্র, পত্রিকায় প্রকাশিত খবর ও বিশেষজ্ঞ মতামত সংগ্রহপূর্বক বিশ্লেষন করেন।

জাস্টিসমেকার্স বাংলাদেশ প্রথম মানবাধিকার সংগঠন যারা ঘটনাটি সরেজমিনে তথ্যানুসন্ধান করে সুপারিশসহ প্রতিবেদন প্রকাশ করেন । তথ্যানুসন্ধান কালে সাদা পোশাকের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বদা তথ্যানুসন্ধান দলকে অনুসরন করতে থাকে এবং  তথ্যানুসন্ধান দলের প্রধান এডভোকেট শাহানুর ইসলাম (সৈকত) কে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন  প্রশ্ন করে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। তথ্যানুসন্ধানকালে ঘুষ গ্রহনে অভিযুক্ত নওগাঁ জেলাধীন বদলগাছি থানা পুলিশের উপসহকারী পরিদর্শক রবিউল ইলামের সহযোগী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম মটর সাইকেলের তেল, চা ও সিগারেট কেনার জন্য আসামীর কাছ থেকে পুলিশ অফিসারের টাকা নেওয়ার অধিকার আছে ও দোষের কিছু নেই বলে তথ্যানুসন্ধান দলকে উদ্ধতভাবে জানান। এসময় তিনি তথ্যানুসন্ধান দলের প্রধান এডভোকেট শাহানুর ইসলামকে এই ঘটনা নিয়ে বাড়া-বাড়ি না করার জন্য হুশিয়ারী প্রদান করেন এবং বাড়া-বাড়ি করলে ভবিষ্যতে বহুবিধ সমস্যার সম্মুখীন হতে হবে বলে তাঁকে হুমকি প্রদান করেন।

ভিক্টিমের পরিচয়ঃ

ভিক্টিমের নামঃ                   মোঃ আব্দুল বারিক দুলু (৪৫)
ভিক্টিমের পিতার নামঃ          মৃত লাহর উদ্দিন
ভিক্টিমের ঠিকানাঃ               গ্রামঃ দক্ষিন কান্দা (মিস্ত্রী পাড়া), ডাকঃ মিঠাপুর, থানাঃ বদলগাছি,
জেলাঃ নওগাঁ।
ভিক্টিমের ধর্মঃ                    ইসলাম (সুন্নী)
ভিক্টিমের শিক্ষাগত যোগ্যতাঃ এইচ এস সি
ভিক্টিমের পেশাঃ                 ব্যবসায়
ভিক্টিমের বৈবাহিক অবস্থাঃ     বিবাহিত, দুই শিশু কন্যার জনক

ঘটনার তারিখ ও স্থানঃ

গ্রেফতারের তারিখঃ             ২০ ডিসেম্বর ২০১১, আনুমানিক বেলা ১১ টা;
গ্রেফতারের স্থানঃ                খাদাইল বাজার, বদলগাছি, নওগাঁ;
হাসপাতালে ভর্তির তারিখঃ    ২২ শে ডিসেম্বর, ২০১১, আনুমানিক সকাল ৮টা;
মৃত্যুর তারিখঃ                               ২২ শে ডিসেম্বর, ২০১১, আনুমানিক সন্ধ্যা ৭টা ১৫ মিনিট;
অভিযুক্তদের পরিচয়ঃ
১। মিঃ রবিউল ইসলাম, উপ-সহকারী পরিদর্শক (এএসআই), বদলগাছি থানা পুলিশ, নওগাঁ।
২। মিঃ তৌহিদুল আলম, উপ-পরিদর্শক(এসআই), বদলগাছি থানা পুলিশ, নওগাঁ।
৩। মিঃ কারিবুল হাসান, উপ-পরিদর্শক(এসআই), বদলগাছি থানা পুলিশ, নওগাঁ।
৪। মিঃ রফিকুল ইসলাম, উপ-পরিদর্শক(এসআই), বদলগাছি থানা পুলিশ, নওগাঁ।
৫। মিঃ আব্দুল রাজ্জাক, সিপাহী, বদলগাছি থানা পুলিশ, নওগাঁ।
৬। মিঃ মাহফুজুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বদলগাছি থানা পুলিশ, নওগাঁ।
৭। মিঃ আনোয়ারুজ্জামান, জেল সুপারিন্টেন্ড, নওগাঁ কারাগার, নওগাঁ।


ঘটনার বিবরনঃ

তথ্যানুসন্ধান দলের প্রাপ্ত তথ্যে জানা যায় যে, ২০১১ সালের প্রথম দিকে ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানায় দায়েরকৃত প্রতারনা মামলায় বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম ঢাকা নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মিঠাপুর ইউনিয়নের দক্ষিন কান্দা (মিস্ত্রি পাড়া) গ্রামের মৃত লাহর উদ্দীনের ছেলে আব্দুল বারিক দুলুর বিরুদ্ধে গ্রেফতারী ও মালামাল ক্রোক পরোয়ানা আদেশ জারী করে । স্থানীয় থানা হিসেবে নওগাঁ জেলার বদলগাছী থানা পুলিশ এই আদেশ পালন করার দায়িত্ব পান । কিন্তু থানা পুলিশ তাঁকে গ্রেফতার ও তাঁর বাড়ীর মালামাল ক্রোকের পরিবর্তে ভিক্টিম দুলুকে অবৈধ সুবিধা প্রদানের উদ্দেশ্যে ঘুষ দাবী করেন।

ভিক্টিম আব্দুল বারিক দুলু অনোন্যপায় হয়ে বদলগাছী থানা পুলিশকে ঘুষ প্রদান করে সে যাত্রা গ্রেফতার ও তাঁর বাড়ীর মালামাল ক্রোকের হাত থেকে রেহায় পান। এভাবে প্রায় একবছর ধরে তাঁর কাছ থেকে নিয়মি্ত প্রচুর পরিমানে ঘুষ গ্রহনের মাধ্যমে থানা পুলিশ তাদের উপর ন্যাস্ত পবিত্র দ্বায়িত্ব পালন থেকে বিরত থাকে। থানা পুলিশকে ঘুষ প্রদান করতে করতে ভিক্টিম পু্নরায় ঘুষ প্রদানে অনিহা প্রদর্শন করলে অবশেষে গত ১৬ ডিসেম্বর ২০১১ ইং তারিখে  বদলগাছি থানা পুলিশের উপসহকারী পরিদর্শক রবিউল ইলাম ও সিপাহী আব্দুর রাজ্জাক ভিক্টিমের বাড়ী্তে যান এবং সেদিন ভিক্টিমকে না গ্রেফতার করা ও বাড়ীর মালামাল ক্রোক না করার শর্তে ভিক্টিমের স্ত্রী মোছাঃ আফরোজা বেগমের নিকট থেকে ২০,০০০/= (কুড়ি হাজার) টাকা ঘুষ দাবী করেন। কিন্তু ভিক্টিমের স্ত্রীর নিকট সে মুহুর্তে টাকা না থাকায় তা দিতে অপারগ হলে পুলিশদ্বয় স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের উপস্থিতিতে তাঁর বাড়ীর যাবতীয় মালামালের তালিকা তৈরি করেন।

এসময় অনোন্যপায় হয়ে গ্রেফতার এড়াতে ও বাড়ীর মালামাল ক্রোকের হাত থেকে রেহায় পেতে ভিক্টিম দুলু ব্যাক্তিগতভাবে মোবাইল ফোনের মাধ্যমে এএসআই রবিউল ইসলাম ও স্থানীয় মেম্বার মোঃ আব্দুল জলিলের সাথে কথা বলে ১৮ ডিসেম্বর ২০১১ ইং তারিখে ১০,০০০/= (দশ হাজার) টাকা ঘুষ দেবার অঙ্গীকার করেন। তাছাড়া একইসময় এএসআই রবিউল ইসলাম আগামী দুই মাসের মধ্যে তাঁকে গ্রেফতার ও মালামাল ক্রোক না করার  শর্তে  আরও ৫০০০০/= (পঞ্চাশ হাজার) টাকা ঘুষ দাবী করেন এবং ২৮ শে ডিসেম্বর ২০১১ ইং তারিখের মধ্যে ভিক্টিম ২০,০০০/= (কুড়ি) হাজার টাকা ঘুষ হিসেবে প্রদান করবেন বলে মৌখিক সিদ্ধান্ত হলে পুলিশদ্বয় তাকে গ্রেফ্তার বা তাঁর বাড়ীর মালামাল না ক্রোক করে ফিরে যান। পরবর্তীতে ১৮ ডিসেম্বর ২০১১ ইং তারিখে স্থানীয় মেম্বার মোঃ আব্দুল জলিল থানা চত্তরে উপস্থিত হয়ে এএসআই রবিউল ইসলামকে ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা ঘুষ প্রদান করেন।

ইতোমধ্যে এস আই তৌহিদুল আলমের নেতৃত্বে বদলগাছি থানা পুলিশের একটি দল গত ২০ ডিসেম্বর ২০১১ ইং তারিখ আনুমানিক বেলা ১১ ঘটিকার সময় উক্ত থানাধীন খাদাইল বাজার থেকে ভিক্টিমকে গ্রেফতার করেন। ভিক্টিমের স্ত্রী মোছাঃ আফরোজা বেগম তাঁর গ্রেফতারের খবর পেয়ে বদলগছী থানায় গিয়ে তাঁকে সুস্থ আবস্থায় রেখে আসেন।

পরদিন ২১ ডিসেম্বর ২০১১ ইং তারিখ সকালে ভিক্টিম গুরুত্বর অসুস্থ বলে থানা পুলিশ মোবাইল ফোনে তাঁর স্ত্রীকে জানালে তিনি তাঁর ছোট বোন ইয়াসমিন আখতার বুলবুলিকে সাথে নিয়ে বদলগাছি থানায় যান। সেকখানে তিনি তাঁর স্বামীকে গুরুত্বর অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় থানা হাজতের মেঝেতে শায়িত অবস্থায় দেখতে পান। এসময় তিনি এক পুলিশ সদস্যকে তাঁর স্বামীর জরুরী চিকিৎসা করার অনুরোধ করলে কারিবু্ল হাসান নামক পুলিশের এক সাব ইন্সপেক্টর তাকে থানা চত্ত্বরের এক পাশে ডেকে চিকৎসা করার জন্য ঘুষ দাবী করেন। সে সময় ভিক্টিমের স্ত্রীর নিকট যতেষ্ট টাকা না থাকায় উক্ত পুলিশ অফিসারকে পরবরর্তীতে ঘুষ দিবেন বলে অঙ্গীকার করেন। ইতোমধ্যে, ভিক্টিমের শালী ইয়াসমিন আখতার বুলবুলি তাঁর দুলাভাইকে নির্যাতন করা হয়েছে কিনা সে সম্পর্কে উপস্থিত পুলিশের এক সদস্যের কাছে জানতে চাইলে তাঁর দুলাভাইকে নির্যাতন করা হয় নি, তবে ভিক্টিম অসু্স্থ হয়ে না পড়লে তাঁকে গাছে টাঙ্গিয়ে পেটানো হত বলে তিনি মুচকি হেসে জবাব দেন।

অতঃপর বেলা আনুমানিক ১১ টার সময় বদগাছি থানা পুলিশের সিপাহী ইয়াসিন আলী ও তৌহিদুল ইসলাম ভিক্টিমকে নিয়ে বদলগাছি থানা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখানে বহিঃ বিভাবে দায়সারা চিকিৎসা করে নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের উদ্দেশ্যে রওনা দেয়।

অতঃপর, ভিক্টিমের স্ত্রীও শালী নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পৌছলে সেখানে তারা ভিক্টিমকে আদালত হেফাজতের একটি ব্রেঞ্চ এর উপর শায়িত  অবস্থায় দেখেন। সে সময় ভিক্টিম তাদেরকে দেখে উঠার চেষ্টা করলেও ব্যর্থ হন। এসময় ভিক্টিমের স্ত্রীও শালী তাঁর সাথে দেখা করে কথা বলার অনুমতি দেওয়ার  জন্য আদালত পুলিশকে অনুরোধ করলে প্রথমে তারা অস্বীকার করলেও পরবর্তীতে অনুমতি দেওয়ার বিনিময়ে ঘুষ দাবী করেন। ভিক্টিমের স্ত্রীও শালী তাদেরকে ঘুষ প্রদান করে  ভিক্টিমের সাথে দেখা করেন। এসময় তারা তাঁকে নির্যাতন করা হয়ছে কিনা জিজ্ঞেস করলে ভিক্টিম কাদতে কাদতে এ প্রশ্ন আর জিজ্ঞেসা করতে বারন করেন। অতঃপর্, ভিক্টিমের স্ত্রীও শালী তাঁকে সহযোগীতা করে ব্রেঞ্চ এর উপর বসানোর চেষ্টা করে এবং তখন তারা ভিক্টিমের  মাজায় কোন শক্তি নেই এবং মাজার দুই পাশে ইলেক্ট্রিক শক দেওয়ার মত চিহ্ন দেখতে পান।
ভিক্টিমের স্ত্রী
অতঃপর, ভিক্টিমকে পুলিশের সহযোগীতায় বিজ্ঞ আদালতের সামনে হাজির করা হলে, আদালত তাঁকে উপযূক্ত চিকৎসা প্রদানের নির্দেশসহ জেল হাজতে প্রেরন করেন। নওগাঁ জেল কর্তৃপক্ষ তাঁ শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে তাঁকে সেদিন কারা হাসপাতালে ভর্তি করেন।  ২১ শে ডিসেম্বর দিবাগত রাতে ভিক্টিমের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে কারা ফার্মাসিষ্ট তাঁকে উন্নত চিকৎসার জন্য কারা-হাসপাতালের বাহিরে রেফার্ড করেন। কিন্তু কারা কর্তৃপক্ষ তাঁকে তাৎক্ষনিকভাবে নওগাঁ সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা না করে পরদিন ২২ শে ডিসম্বর ২০১১ ইং তারিখ সকালে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় ইউ পি চেয়ারম্যান
এদিন দুপুরে ভিক্টিমের স্ত্রী তাঁর স্বামীর শারীরিক অবস্থা জানার জন্য নওগাঁ জেলা কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করলে প্রথমে তারা তা জানাতে তালবাহনা করলেও পরবর্তীতে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান। তখন তিনি হাসপাতালে গিয়ে দেখেন যে ভিক্টিমের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটা রশি দিয়ে হাসপাতাল বেডের সাথে বেধে রাখা আছে। এছাড়া তিনি আরো দেখেন যে অসুস্থ ভিক্টিমের দু পায়ে ডান্ডা বেরী পরিয়ে মাজার সাথে আটকানো আছে। আর ভিক্টিম কষ্টে ছট-ফট ও তা খুলে দেওয়ার জন্য অনুনয় বিনয় করছে। ভিক্টিমের এহেন অবস্থা দেখে তাঁর স্ত্রী তাঁর কাছে যাওয়ার চেষ্টা করলে দায়িত্ত্বরত কারা পুলিশ তাকে যেতে বাধা দেয়। অনেক অনুনয় বিনয় করার পর দায়িত্ত্বরত কারা পুলিশ তাকে ভিক্টমের কাছে খুব অল্প সময়ের জন্য যাওয়ার অনুমতি দেন।
তথ্যানুসন্ধান দলকে হুমকি প্রদানকারী পুলিশ এস আই রফিকুল ইসলাম
 এসময় ভিক্টিমের স্ত্রী দেখেন যে তাঁর স্বামী কষ্টে পরনের কাপরে প্রসাব-পায়খানা করে মাখা মাখি করে ফেলেছে এবং ডান্ডা বেরী খু্লে দেওয়ার জন্য অনুনয় করছে। ভিক্টিমের পরনের কাপর পরিবর্তন করে ভিক্টিমের স্ত্রী দায়িত্ত্বরত কারা পুলিশদের ডান্ডা বেরী খু্লে দেওয়ার জন্য অনুনয় করলে তারা পারবে না বলে সাফ জানিয়ে দেয় এবং জেল গেট থেকে ডান্ডা বেরী খুলে দেওয়ার অনুমতি আনার পরামর্শ দেয়। এসময় ভিক্টিমের স্ত্রী আবারও তাঁকে নির্যাতন করা হয়েছে কিনা তা জিজ্ঞেস করলে তিনি তাঁর স্ত্রীকে তখন সেসব নিয়ে না ভেবে তাঁর  ভালো চিকৎসা করানোর পরামর্শ দেন এবং বলেন যে, সেসব নিয়ে পড়ে কথা বলা যাবে। ইতোমধ্যে ভিক্টিমের শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাঁর স্ত্রী কান্না কাটি শুরু করে এবং তখন একদল চিকিত্সক এসে ভিক্টিমকে সালাইন দেওয়ার চেষ্টা করতে  থাকে। কিন্তু স্যালাইন দেওয়ার আগেই সন্ধ্যা আনুমানি্ক ৭ টা ১৫ মিনিটের সময় ডান্ডা বেরী পরা অবস্থায় ভিক্টিম মৃত্যু বরন করন।
ভিক্টিমের দুই শিশু কন্যা
 অতঃপর, মৃত্যুর আনমানিক আধাঘন্টা পরে ভিক্টিমের হ্যান্ড কাফ ও ডান্ডা বেরী খুলে  দেওয়া হয়। পরবর্তীতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ  ভিক্টিমের  মৃত দেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ময়না তদন্ত শেষে ভিক্টিমের মৃতদেহ তাঁর আত্বীয় স্বজনের হাতে  হস্তান্তর করেন। 

তথ্যানুসন্ধান দলের পর্যবেক্ষনসূমহ:        

তথ্যানুসন্ধানদল ঘটনার প্রত্যক্ষদর্শী, ভিক্টিমের স্ত্রী, আত্বীয়, স্থানীয় জনতা, চিকিৎসক, স্থানীয় প্রশাসন ও পুলিশসহ ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ করেন এবং মামলা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র, পত্রিকায় প্রকাশিত ঘটনা সম্পর্কিত বিভিন্ন খবর ও বিশেষজ্ঞ মতামত বিশ্লেষন করে পর্যবেক্ষনমূলক সিদ্ধান্তে উপনিত হন যে-

*      বাংলাদেশ জাতীয় সংসদে তথ্য অধিকার আইন গৃহীত হলেও ঘটনার সাথে সংশ্লিষ্ট সিভি্ল ও পুলিশ প্রশাসন বিনা কারনে খোড়া অজুহাতে তথ্যানুসন্ধানদলকে ঘটনা সংশ্লিষ্ট তথ্য প্রদান করতে অনীহা প্রকাশ, বিলম্ব ও হয়রানী করে।

*      গুরুত্বর অসুস্থ অবস্থায়  থানা ও জেল কর্তৃপক্ষ যথাসময়ে ভিক্টিমকে উন্নত চিকিৎসা প্রদান না করে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যার্থ হয়েছে।

*      ভিক্টিমের বিরুদ্ধে একাধিক মামালায় গ্রেফতারী পরোয়ানাসহ তাঁর বাড়ীর মালামাল ক্রোকের আদেশ থাকলেও থানা পুলিশ প্রচুর পরিমানে ঘুষ গ্রহনের মাধ্যমে ভিক্টিমকে অবৈধ সুবিধা প্রদান করে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যার্থ হয়েছে।

*      গুরত্ত্বর অসুস্থ রোগীকে হাসপাতাল বেডে হ্যান্ড কাফ পরিয়ে মোটা রশি দিয়ে বেঁধে রাখা ও অমানবিকভাবে ডান্ডা বেরী পরিয়ে রেখে কারা কর্তৃপক্ষ চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

*      আরো বিপদের আশংকায় ভিক্টিম পুলিশের উপস্থি্তিতে তাঁর উপর নির্যাতনের বিষয়ে তাঁর পরিবারের নিকট সরাসরি কিছু বলতে চায় নি। বরং আগে চিকিৎসা করার পরে সেসব নিয়ে ভাবা যাবে বলে ভিক্টিম মৃত্যুর কিছু আগে তাঁর স্ত্রীর নিকট উল্লেখ করেছেন।

*      একজন পুলিশ অফিসারের মাধ্যমে ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর স্বাক্ষরে প্রস্তুতকৃত মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে নির্যাতন ও চিকিৎসা অবহেলার বিষয়টি সুকৌশলে এড়িয়ে গেছে। এ ক্ষেত্রে পুলিশ ও সিভিল  প্রশাসন  বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু বলে প্রচার করে ঘটনাটিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে।

*      ঘ্টনা পরবর্তী্তে অভিযুক্ত এএসআই রবিউল ইসলাম মেম্বার আব্দুল জলিলের মাধ্যমে গৃহী্ত ঘুষের টাকা ২৫ ডিসেম্বর ২০১১ ইং তারিখে ভিক্টিমের পরিবারকে ফেরত প্রদানের অঙ্গীকার করেন। কিন্তু ২৫ ডিসেম্বর ২০১১ ইং তারিখ বিকেলেও তিনি টাকা ফেরত প্রদান না করলে তথ্যানুসদ্ধান দলের উপস্থিতিতে মেম্বার তাঁকে ফোন করেন এবং এএসআই রবিউল ইসলাম ঘুষের টাকাটি মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে ফেরত দিয়েছেন বলে জানান। কিন্তু উক্ত চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যপারে কিছুই জানেন না বলে তথ্যানুসন্ধান দলকে জানান।

*      ঘুষ গ্রহনের অভিযোগের বিষয়টি এবং তথ্যানুসন্ধান দলের সাথে এস আই রফিকুল ইসলামের দাম্ভিক, উদ্ধতপুর্ন আচরন এবং হুশিয়ারী ও হুমকি প্রদানের বিষয়টি তাত্ক্ষনিকভাবে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নওগাঁ জেলার পুলিশ সুপারকে মৌখিকভাবে অবগত করা হলে ত্বরিত ব্যাবস্থা নেওয়া হবে বলে উভয়ে  তথ্যানুসন্ধান দলকে আস্বস্ত করলেও এই রিপোর্ট প্রস্তুত করা পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করা হয় নি।

*      নওগাঁ জেলা কারাগারে কয়েদী ও হাজতীর সংখ্যা অনুযায়ী থাকার জায়গা, খাদ্য, বিনোদন ও চিকিৎসার অভাব প্রকটভাবে বিদ্যান। কয়েদী ও হাজতীদের চিকিৎসার জন্য এখানে কোন পুর্নাঙ্গ কারা হাসপাতাল নেই। এমন কি এ কারাগারে কয়েদী ও হাজতীদের চিকিৎসার জন্য সার্বক্ষিক কোন ডাক্তার নেই। একজন ফার্মাসিস্ট দিয়ে এ কারাগারের কয়েদী ও হাজতীদের জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয়।   

*      সর্বোপরি, ভিক্টিম আব্দুল বারী দুলু থানা হেফাজতে ঘুষের দাবীতে নির্যাতনপূর্বক চিকৎসা অবহেলা এবং নওগাঁ জেলা কারা কর্তৃপক্ষ কর্তৃক পূনঃচিকৎসা অবহেলায় মৃত্যুবরন করেন।
     
জাস্টিসমেকার্স বাংলাদেশ এর সুপারিশসুমূহ:

ঘটনাটি মানবাধিকারের লঙ্ঘন এবং এই লজ্জাকর মানবাধিকার লঙ্ঘন বিনা প্রতিকারে মেনে নেওয়া যায় না। বেঁচে থাকার অধিকার একটি অনস্বীকার্য মৌলিক মানবাধিকা। তাছাড়া, সকল মানুষের সঠিক চিকিৎসা পাওয়া ও নির্যাতনের হাত থেকে রেহায় পাওয়া অধিকার রয়েছে। পুলিশ কর্তৃক ঘুষের দাবীতে উল্লেখিত নির্যাতন ও  সঠিক চিকিৎসায় অবহেলা করা বাংলাদেশ সংবিধান ও বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিসমূহের সুস্পষ্ট লঙ্ঘন। কারন, বাংলাদেশ সংবিধানের ৩২ নং অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে। তাছাড়া, সর্বজনীন মানবাধিকার ঘোষনা পত্রের ০৩ নং ধারা এবং সামাজিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির ০৫ নং ধারায় প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকার স্বীকার করা হয়েছে।

এমনিভাবে, বাংলাদেশ সংবিধানের ৩৫ (৫) নং অনুচ্ছেদে নির্যাতনকে সম্পূর্নভাবে নিশিদ্ধ করা হয়েছে। তাছাড়া সর্বজনীন মানবাধিকার ঘোষনা পত্রের ০৫ নং ধারা এবং সামাজিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির ০৬ নং ধারা সকল প্রকার নির্যতনকে নিষিদ্ধ ঘোষনা করেছে। এছাড়া নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি-১৯৮৪ তে নির্যাতনকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে।

আবার বাংলাদেশ সংবিধানের ১ (৫) নং অনুচ্ছেদে অন্ন, বস্ত্র, শিক্ষা, আশ্রয় ও চিকিৎসাসহ জীবন ধারনের মৌলিক উপকরনের ব্যাবস্থা’র আধিকার নিশ্চিত করা হয়েছে। তাছাড়া, সর্বজনীন মানবাধিকার ঘোষনা পত্রের ২৫ নং ধারা ও সামাজিক,অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির ১২ নং ধারা প্রত্যেক নাগরিকের সঠিক চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে এবং উল্লেখিত চুক্তিগুলোর সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ চুক্তিগুলো মানতে বাধ্য অর্থাৎ প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যাক্তি স্বাধীনতা প্রদান, সঠিক চিকিৎসা প্রদানের ব্যাবস্থা করা ও নির্যাতন প্রতিরোদধে  কার্যকর ব্যবস্থা গ্রহন করতে বাধ্য

জাস্টিসমেকার্স বাংলাদেশ উপরোল্লিখিত মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার দ্রুত সম্পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যাক্তিদের বিরদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ভিক্টিমের পরিবারকে উপযুক্ত শারীরিক ও মানষিক চিকিৎসা সেবা প্রদান ও উপর্যুক্ত ক্ষতিপুরনসহ তাদের পুনর্বাসনের জোর দাবীসহ নিম্বলিখিত সুনির্দিষ্ট দাবী জানাচ্ছেঃ

*      হাইকোটের বিচারক সমন্বয়ে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনপূর্বক ঘুষের দাবীতে থানা হেফাজতে নির্যাতিত ব্যবসায়ী মোঃ আব্দুল বারিক দুলুর চিকিৎসা অবহেলায় মৃত্যুর ঘটনাটি দ্রুত সম্পূর্ণ তদন্ত করে তাঁর মৃত্যুর সঠিক কারন উদ্ঘাটনপূর্বক তদন্ত রিপোর্ট জনসম্মূখে প্রকাশ করা হক;

*      ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রকৃত দায়ী ব্যাক্তিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি প্রদান করা হক;

*      ভিক্টিমের পরিবারকে উপযুক্ত শারীরিক ও মানষিক চিকিৎসা সেবা প্রদান করা হোক;

*      ভিক্টিমের পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হক;

*      ভিক্টিমের পরিবারকে উপর্যূক্ত ক্ষতিপূরন প্রদানসহ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।

*      সর্বোপরি তথ্যানুসন্ধানদলের সাথে উদ্ধত আচরনকারী, হুশিয়ার উচ্চারনকারী ও হুমকিদাতা পুলিশ অফিসারের বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করা হোক;

*      আইন প্রয়োগকারী সংস্থার সকল সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরো সচেতন করার পদক্ষেপ গ্রহণ করা হোক;

*      ভবিষ্যতে এ ধরনের মানবাধিকার লংঘনজনিত কাজ থেকে বিরত রাখার লক্ষ্যে আইন প্রয়োগকারী সংস্থার সকল সদস্যদের সংবিধানের মৌলিক অধিকার ও মানবাধিকার সম্পর্কে উপযুক্ত প্রশিক্ষন দেওয়া হোক;

*      নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের ১৪ নং ধারা থেকে রিজার্ভেশন প্রত্যাহার করা হোক;

*      নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের ঐচ্ছিক প্রটোকল অনুস্বাক্ষর করা হোক।






এডভোকেট শাহানূর ইসলাম সৈকত
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক, জাষ্টিসমেকার্স বাংলাদেশ, ঢাকা
কান্ট্রি অবজারভার-বাংলাদেশ, গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স, নেদারল্যান্ডস    
মোবাইল ফোনঃ ০১৭২০৩০৮০৮০, ০১৫৫৪৬০৪১৬০