Sunday, December 31

JusticeMakers Bangladesh France (JMBF) Quarterly eNewsletter (Oct-Dec 2023)

We are thrilled to present the latest issue of our quarterly enewsletter, covering October to December 2023. At JusticeMakers Bangladesh France (JMBF), we remain steadfast in our commitment to promoting equitable justice and driving positive change within our communities.

In this edition, we delve into insightful articles and impactful initiatives that highlight the progress we've made in advancing our mission. We invite you to explore these stories that showcase our dedication to creating a more just and equitable world. 

Statement: JMBF's Deep Concern and Protest Regarding the Incident of 6 Bangladeshis Killed, 4 Injured, and 7 Arbitrarily Arrested by BSF in December!

Paris, France; December 31, 2023: France-based human rights organization, JusticeMakers Bangladesh in France (JMBF), expresses grave concern and protests over the incident involving the killing of 6 Bangladeshi citizens through shooting, injuring 4 individuals by firing, and the arbitrary detention of 7 people by the Indian Border Guard Force (BSF) at the Bangladesh-India border in the last month (December).

Moreover, as the killing of unarmed Bangladeshi citizens by the BSF on the border constitutes a gross violation of international human rights law, the French-based human rights organization calls upon BSF members to exercise the utmost care in fulfilling their duties in accordance with international law.

হিজড়া হিসেবেই এবার ভোট দেবেন তারা

আগের নির্বাচনগুলোতেও তারা ভোট দিয়েছেন। দেশের কোনো কোনো এলাকায় তারা প্রার্থী হয়েছেন। কেউ কেউ জনপ্রতিনিধিও হয়েছেন। তবে আগের নির্বাচনগুলোতে তাদের ভোট দিতে হয়ে ‘পুরুষ’ ভোটার হিসেবে। কিন্তু এবারই প্রথম তারা নিজেদের পরিচয়ে ভোট দিতে পারবেন। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ময়মনসিংহ জেলার ৩৫ জন হিজড়া। সেতু বন্ধন হিজড়া কল্যাণ সংঘের সূত্রে জানা যায়, ময়মনসিংহের তিন শতাধিক হিজড়া তাদের পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তনের আবেদন করেছিলেন। ৩৫ জন তাদের জাতীয় পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তন করতে পেরেছেন। যারা এবারের সংসদ নির্বাচনে হিজড়া পরিচয়ে ভোট দেবেন। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪৪ লাখ ৪৩ হাজার ৯১। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২২ লাখ ৪০ হাজার ৫৮৬, নারী ভোটার ২২ লাখ ২ হাজার ৪৭০, হিজড়া ৩৫ জন। বাংলাদেশে তৃতীয় লিঙ্গ বা ‘হিজড়া’ হিসেবে পরিচিত মানুষদের লিঙ্গ পরিচয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পরও এত দিন নারী বা পুরুষ পরিচয় বহন করেই নথি ভুক্ত হতে হয়েছে তাদের। ২০১৩ সালে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় সরকার। ভোটার তালিকায় নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ হিসেবে আরেকটি পরিচয় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেতু বন্ধন হিজড়া কল্যাণ সংঘের সভাপতি জয়িতা তনু হিজড়া বলেন, ইতিপূর্বে অনেক নির্বাচনে হিজড়ারা পুরুষ ও নারী পরিচয়ে তাদের ভোট দিয়েছেন, কিন্তু এবারই প্রথম হিজড়া পরিচয়ে ভোট দেবেন তারা। বিষয়টি তাদের জন্য অনেক আনন্দের। তিনি বলেন, ‘আমরা পোশাক পরি নারীদের, কিন্তু ভোট দিতাম পুরুষের নামে। এতে আমরা মন থেকে আনন্দ পেতাম না। এবারই প্রথম আমাদের নিজস্ব পরিচয়ে ভোট দেব।

বিছনাকান্দিতে ভারতীয় খাসিয়ার হাতে প্রা ণ গে ল বাংলাদেশী যুবকের











ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী এক যুবক খুন হয়েছেন। নিহত যুবক সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বাগাইয়া দক্ষিণ পাড়া গ্রামের রুসন আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী জানান শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত-রাত ৯ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া দক্ষিণ পাড়ার রুসন আলীর ছেলে কাওছার আহমদ চোরাই পথে ভারতীয় চিনি পাচারের জন্য বিছনাকান্দি সীমিত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের একটি বাগানের পাহারাদার কাওছাকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করলে ঘটনাস্থলেই গুলির আঘাতে কাওছারের মৃত্যু হয়। এসময় কাওছারের সাথে থাকা অপর যুবক মোটরসাইকেল যোগে কাওছারের মৃতদের বাড়িতে নিয়ে আসেন।


এ ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানার এসআই এনামুলকে কাওছারের বাড়িতে প্রেরন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন বিছনাকান্দি সীমান্তে কাওছার নামের এক যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পেয়েছি।

ঢাবির ভর্তি বিজ্ঞপ্তি থেকে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ অপসারণের দাবি

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীরা এসব কথা বলেন৷ 

এসময় শিক্ষার্থীরা ১ জানুয়ারির মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি থেকে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি প্রত্যাহার করে সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর অনুরোধ জানান।

Saturday, December 30

হিজড়া হিসেবেই এবার ভোট দেবেন তারা

আগের নির্বাচনগুলোতেও তারা ভোট দিয়েছেন। দেশের কোনো কোনো এলাকায় তারা প্রার্থী হয়েছেন। কেউ কেউ জনপ্রতিনিধিও হয়েছেন। তবে আগের নির্বাচনগুলোতে তাদের ভোট দিতে হয়ে ‘পুরুষ’ ভোটার হিসেবে। কিন্তু এবারই প্রথম তারা নিজেদের পরিচয়ে ভোট দিতে পারবেন। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ময়মনসিংহ জেলার ৩৫ জন হিজড়া। সেতু বন্ধন হিজড়া কল্যাণ সংঘের সূত্রে জানা যায়, ময়মনসিংহের তিন শতাধিক হিজড়া তাদের পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তনের আবেদন করেছিলেন। ৩৫ জন তাদের জাতীয় পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তন করতে পেরেছেন। যারা এবারের সংসদ নির্বাচনে হিজড়া পরিচয়ে ভোট দেবেন। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪৪ লাখ ৪৩ হাজার ৯১। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২২ লাখ ৪০ হাজার ৫৮৬, নারী ভোটার ২২ লাখ ২ হাজার ৪৭০, হিজড়া ৩৫ জন।

Friday, December 29

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট: জেলার গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে কাওছার আহমদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিছানাকান্দি সীমান্তে ১২৬৩ মেইন পিলারের ৪০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে।


নিহত কাওছার আহমদ উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দক্ষিণ বগাইয়া গ্রামের রুসন মিয়ার ছেলে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।

Thursday, December 28

STATEMENT: JMBF Calls for Justice and Accountability for the Alleged Two Deaths Due to Torture under Police Custody in Jamalpur & Habiganj

Paris, France; December 28, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) is gravely concerned and outraged over the alleged death of Anwar Hossain and Golam Rabbani due to torture in police custody at Sarishabari Police Station under Jamalpur district and Baniachang Police Station under Habiganj district in Bangladesh, on December 26, 2023.

JMBF demands exemplary punishment for the culprits involved in the alleged gross human rights violation, investigating by forming an inquiry committee led by a judicial magistrate to ensure the highest levels of integrity and transparency in the proceedings.

Multiple news sources reported that Anwar Hossain (45) of village Chaparkona under Sarishabari police station in Jamalpur district was arrested on December 26 in the afternoon in connection with a case filed on December 25 for locking into an altercation with one Firoz Mia in Chaparkona market on December 10. Mushfiqur Rahman, officer-in-charge of Sarishabari police station, said Anwar fell ill after being brought to the police station on Tuesday evening. He died while being taken to Sarishabari Upazila Health Complex around 1 am. Mehedi Hasan, the duty doctor of Sarishabari Upazila Health Complex, said Anwar was brought dead to the hospital. An ECG was also performed to confirm his death. Police later handed over his dead body to his family after the completion of the autopsy by Jamalpur General Hospital. However, the deceased’s family claimed that Anwar died due to torture in custody. Anwar's wife, Alpana Begum, said that her husband was completely sound when he was picked up by the police, and her husband was killed due to torture by police in Sarishabari police station. His sister, Nurjahan Begum, demanded justice for the killing of her brother. Meanwhile, Sub-Inspector Sohel Rana, the investigating officer of the case, denied the family’s torture and murder allegations.

প্রেস বিবৃতি: জামালপুর ও হবিগঞ্জে পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনে দুই আসামী নিহতের অভিযোগের ঘটনায় জেএমবিএফ বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছে।

প্যারিস, ফ্রান্স; ২৮ ডিসেম্বর ২০২৩: গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত সরিষাবাড়ী থানায় এবং হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচং থানায় পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে আনোয়ার হোসেন ও গোলাম রব্বানী নামক দুইজন গ্রেফতারকৃত আসামীর কথিত মৃত্যুর অভিযোগের ঘটনায় ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।



জেএমবিএফ বিচারিক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে নিরপক্ষে তদন্তের মাধ্যমে উল্লেখিত মানবাধিকারের চরম লঙ্ঘনজনিত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুজে বের করে দ্রুত স্বচ্ছ বিচারের মাধ্যমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবি করেছে।


বাংলাদেশে প্রকাশিত একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন চাপরকোনা গ্রামের আনোয়ার হোসেনকে (৪৫)গত ২৬ ডিসেম্বর বিকেলে চাঁপারকোনা বাজার থেকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় আনোয়ারকে থানায় আনার পর অসুস্থ হয়ে পড়ে। মধ্যরাত ১টার দিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়’

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই তাদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসতে সরকারি-বেসরকারি পর্যায়ে সবাইকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয়ে বুধবার (২৭ ডিসেম্বর) ‘ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি, রিপ্রেজেন্টেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়

ঈমান ও সমাজ বিধ্বংসী ট্রান্সজেন্ডার এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না : ইসলামী ছাত্র আন্দোলন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেছেন, ট্রান্সজেন্ডার এক ধরনের মানসিক বিকৃতি। বাংলাদেশের হাজার বছরের চর্চিত ইসলাম বিধৌত বাঙালি বোধ-বিশ্বাস ও সংস্কৃতি এবং প্রকৃতি বিরোধী একটি এজেন্ডা। ট্রান্সজেন্ডার ঈমান ও সমাজ বিধ্বংসী একটি অপচেষ্টা। ট্রান্সজেন্ডারকারীদের হিজড়া সম্প্রদায় অবহিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জ্ঞানগত আগ্রাসনের আশ্রয় নিয়েছেন। যা হিজড়া সম্প্রদায়ের পরিচয় ও অধিকারের প্রশ্নে ধোঁয়াশা সৃষ্টি করবে, বিশেষত নারী শিক্ষার্থীদের জন্য এটি বিব্রতকর পরিস্থিতি ও সামাজিক অনিরাপত্তার কারণ হয়ে দাঁড়াবে। তাই অনতিবিলম্বে এই বিতর্কিত কোটা ও প্রস্তুতকৃত খসড়া আইন বাতিল করতে হবে।

Wednesday, December 27

থানায় ‘নির্যাতনে’ যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

হবিগঞ্জের বানিয়াচং থানায় পুলিশি হেফাজতে আসামি মৃত্যুর ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ ওই যুবককে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, সে থানার একটি রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

হবিগঞ্জের বানিয়াচং থানায় পুলিশি হেফাজতে আসামি মৃত্যুর ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ছবি সংগৃহীত

পুলিশের হেফাজতে মৃত্যু: পরিবারের দাবি হত্যা, পুলিশ বলছে স্ট্রোক

জামালপুরের সরিষাবাড়ী থানা হাজতে আসামির মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলা হলেও পুলিশ বলছে, স্ট্রোক করে তিনি মারা গেছেন।

মারা যাওয়া আনোয়ার সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের আব্দুস সামাদ দুলুর ছেলে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।

আসামিকে মারধর, ৩ এসআইসহ ৭ পুলিশের নামে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে আটকের পর আবদুর রহিম রনি নামে এক আসামিকে পুলিশ হেফাজতে মারধরের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। 

আসামিকে মারধর, ৩ এসআইসহ ৭ পুলিশের নামে মামলাবুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল রায়পুর আদালতে রনির স্ত্রী রিনা আক্তার ৫ কর্মকর্তাসহ ৭ পুলিশ সদস্যের নামে এ মামলা করেন। সন্ধ্যায় আদালতের পেশকার নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলা নথিভুক্ত হলেও কোনো আদেশ দেননি বিচারক।

জামালপুরে পুলিশি হেফাজতে আসামির মৃত্যু, পরিবারের দাবি ‘নির্যাতনে হত্যা’

জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, “স্ট্রোক” করে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, পুলিশ হেফাজতে নির্যাতনে হত্যা করা হয়েছে তাকে। এ ঘটনার বিচার দাবি করেছে তারা।

মারামারির অভিযোগে হওয়া মামলায় সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের চাপারকোনার বাসিন্দা আনোয়ার হেসেনকে (৪৫) মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন রাতেই “স্ট্রোক” করলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

বঙ্গোপসাগর থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাগেরহাট: সুন্দরবনের শুঁটকিপল্লী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের মান্দারবাড়িয়া সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন জেলেরা।

বিএসএফের হাতে আটক ছয় জেলেরা হলেন - ট্রলার মাঝি ইলিয়াস হোসেন, জেলে মো. ইছা, আবুল হোসেন, মানিক মিয়া, রাসেল মিয়া ও রাজু মিয়া।

হিজড়ার সঙ্গে নির্বাচন, রাঙ্গার মন্তব্যে রংপুরে তোলপাড়

রংপুর-৩ সদর আসনের তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীর সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার আপত্তিকর মন্তব্য নিয়ে রংপুরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। যা তিনি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। মুহূর্তের মধ্যে রাঙ্গার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিক্ষুব্ধ হয়ে উঠে জাতীয় পার্টির নেতাকর্মীরা। মসিউর রহমান রাঙ্গা রংপুর প্রেস ক্লাব চত্বরে এলে তার এ মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে সাংবাদিকদের বলেন, সব মানুষই আল্লাহর সৃষ্টি। সুতরাং কে কি নিয়ে জন্মগ্রহণ করলো এটা কোনো বিষয় না। একটা মানুষের কর্মে মানুষকে এগিয়ে নিয়ে যায়। এ সময় তিনি বলেন আমাকে মাফ করেন। এর কিছুক্ষণ পরেই তিনি ফেসবুকের সেই স্ট্যাটাসটি মুছে ফেলেন।

প্রেস বিবৃতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শিক্ষাক্রমে ট্রান্সজেণ্ডার কোটা বাতিল এবং রংপুরে জাতীয় সংসদ সদস্য পদপার্থী ট্রান্সজেণ্ডার নারীর উপর হামলার ঘটনায় জেএমবিএফ গভীরভাবে উদ্বিগ্ন!

প্যারিস,ফ্রান্স;২৬ ডিসেম্বর ২০২৩: প্রতিক্রিয়াশীল মুসলিম ছাত্র ছাত্রীদের আন্দোলনের মূখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক স্নাতক পর্যায়ের শিক্ষাক্রমে নির্ধারিত ট্রান্সজেন্ডার কোটা বাতিলের ঘোষণা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে ট্রান্সজেন্ডার নারী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীর উপর আক্রমণের ঘটনায় ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।

সমাজের পশ্চাদপদ অবহেলিত জনগোষ্ঠির অংশ হওয়া স্বত্তেও শুধুমাত্র যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হওয়ায় প্রতিক্রিয়াশীল মুসলিম ছাত্র ছাত্রীদের আন্দোলনের মূখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক স্নাতক পর্যায়ের শিক্ষাক্রমে নির্ধারিত ট্রান্সজেন্ডার কোটা বাতিলের ঘোষণা এবং বর্তমান সরকারের সহযোগী ও জাতীয় সংসদের তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টির নেতা কর্মীদের দ্বারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রান্সজেন্ডার নারী আনোয়ারা ইসলাম রানীর উপর আক্রমণের ঘটনা বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান ও জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকারের সুস্পষ্ট লংঘন বলে জেএমবিএফ মনে করে।

Tuesday, December 26

STATEMENT: JMBF Condemns Cancellation of Transgender Quota at Dhaka University and Attacks on Transgender Candidates in Rangpur

Paris, France; December 26, 2023: France-based human rights organization JusticeMakers Bangladesh in France (JMBF) expresses grave concern and protests over the announcement of the cancellation of the transgender quota set by Dhaka University authorities in undergraduate education, in response to the movement by reactionary Muslim students. JMBF also condemns the attack on Anwara Islam Rani, a transgender independent candidate in the Rangpur-3 constituency during the 12th national election.


JMBF believes that despite being part of the backward and neglected groups in society, the cancellation of the transgender quota by Dhaka University authorities, influenced by the reactionary Muslim students' movement, and the incident of the attack on Anwara Islam Rani, an independent candidate in Rangpur-3 constituency during the 12th National Assembly elections by the leaders and activists of the Jatiya Party, a self-proclaimed opposition party in the Jatiya Sangsad, is a clear violation of Bangladesh's supreme law, the Constitution, and the universal human rights declared by the United Nations.

প্রেস বিবৃতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শিক্ষাক্রমে ট্রান্সজেণ্ডার কোটা বাতিল এবং রংপুরে জাতীয় সংসদ সদস্য পদপার্থী ট্রান্সজেণ্ডার নারীর উপর হামলার ঘটনায় জেএমবিএফ গভীরভাবে উদ্বিগ্ন!

প্যারিস,ফ্রান্স;২৬ ডিসেম্বর ২০২৩: প্রতিক্রিয়াশীল মুসলিম ছাত্র ছাত্রীদের আন্দোলনের মূখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক স্নাতক পর্যায়ের শিক্ষাক্রমে নির্ধারিত ট্রান্সজেন্ডার কোটা বাতিলের ঘোষণা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে ট্রান্সজেন্ডার নারী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীর উপর আক্রমণের ঘটনায় ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।


সমাজের পশ্চাদপদ অবহেলিত জনগোষ্ঠির অংশ হওয়া স্বত্তেও শুধুমাত্র যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হওয়ায় প্রতিক্রিয়াশীল মুসলিম ছাত্র ছাত্রীদের আন্দোলনের মূখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক স্নাতক পর্যায়ের শিক্ষাক্রমে নির্ধারিত ট্রান্সজেন্ডার কোটা বাতিলের ঘোষণা এবং বর্তমান সরকারের সহযোগী ও জাতীয় সংসদের তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টির নেতা কর্মীদের দ্বারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রান্সজেন্ডার নারী আনোয়ারা ইসলাম রানীর উপর আক্রমণের ঘটনা বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান ও জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকারের সুস্পষ্ট লংঘন বলে জেএমবিএফ মনে করে।

থানা হেফাজতে আসামির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

বিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের হেফাজতে গোলাম রাব্বানী (২৫) নামে এক আসামির মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, সে আত্মহত্যা করেছে। আর রাব্বানীর পরিবারের দাবি পুলিশি নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। মৃত রাব্বানী বানিয়াচং উপজেলার নন্দিপাড়া মহল্লার নাগেরখানা এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার পুত্র। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অসুস্থ অবস্থায় বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিজড়ারা কি আসলেই ট্রান্সজেন্ডার?

 এসব বিষয়ে আলোচনা করার আগে দরকার টার্মিনোলজি সমন্ধে পরিষ্কার ধারণা। হিজড়া আর ট্রান্সজেন্ডার কোনোভাবেই এক নয়। এই দুই শ্রেণির মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। মেডিকেলের পরিভাষায় হিজড়াদের লিঙ্গকে বলে ইন্টারসেক্স। এই লিঙ্গের মানুষেরা হারমাফ্রোডাইট নামেও পরিচিত। এদের শরীরে গঠনগতভাবে পুরুষ এবং মহিলা জননাঙ্গ এবং হরমোনের মিশেল থাকে, তাই এককভাবে তাদের পুরুষ বা মহিলা লিঙ্গে বিভক্ত করা যায় না। অন্যদিকে, ট্রান্সজেন্ডাররা হলো সিসজেন্ডারের বিপরীত। সিসজেন্ডার টার্মটা ব্যবহার করা হয় তখন যখন একজন পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে পরবর্তিতে নিজেকে পুরুষ হিসেবে ভাবে বা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। একই টার্মটি সিসজেন্ডার নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণই উল্টো। একজন মানুষ যখন পুরুষ জননাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে পরবর্তিতে নিজেকে নারী হিসেবে পরিচয় দিতে এবং ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করে তখন তাদের আমরা ট্রান্সজেন্ডার নারী বলি। একইভাবে একজন নারী জননাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে পরবর্তিতে নিজেকে পুরুষ হিসেবে দাবি করলে তাকে ট্রান্সজেন্ডার পুরুষ বলা হয়।

বাংলাদেশে সমকামী অধিকার প্রতিবেদন ২০২২ প্রকাশ

 ২০২২ সালে সারা বাংলাদেশে ৫১ টি ঘটনায় ২০৪ জন সমকামী ব্যক্তি হত্যা, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন,আত্বহত্যা, আত্ম ...https://www.samoyiki.com/2023/12/25/90878/

Sunday, December 24

বলাৎকার করার পর টাওয়াল দিয়ে শ্বাসরোধ করে হত্যা

বিশ্বনাথে নিহত কিশোর সিয়াম হত্যার দ্রুত সময়ে রহস্য উদঘাটন করেছে বিশ্বনাথ থানা পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) বিশ্বনাথ থানার রামপাশা ইউনিয়নের এফসি ব্রিকস হতে পূর্বদিকে হয়দরপুর হাওরের মাঝখানে পাঁচলার খাল এর পূর্ব পাড়ে ঝোপের মধ্যে পাওয়া কিশোর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল হত্যাকারীকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। 

রবিবার দুপুরে বিশ্বনাথ থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর সার্কেল এডিশনাল এসপি আশরাফুজ্জান। 

রংপুরে তৃতীয় লিঙ্গের প্রার্থীর ওপর জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের হামলা

নিজস্ব প্রতিবেদক: রংপুর-৩ আসনে গণসংযোগকালে লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীর উপর হামলা করেছে জাতীয় পার্টির (জাপা) কর্মী-সমর্থকরা। এমন অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় রংপুর মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের দেওডোবা বড়বাড়ি মরিচটারি এলাকায় এ ঘটনা ঘটে।

আনোয়ারা ইসলাম রানী বলেন, ‘প্রতীক বরাদ্দের পর থেকে আমি নিয়ম মেনে প্রচার-প্রচারণা করছি। শুক্রবার বিকেল থেকে ১৪ ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করে সন্ধ্যায় মরিচটারি মোড়ে এলে দুই থেকে আড়াইশ মানুষ আমাকে দেখতে ঘিরে ধরে। তাদের সঙ্গে কথা বলার সময় জাতীয় পার্টির কয়েকজন কর্মী-সমর্থক আমার হাতে থাকা হ্যান্ড মাইক কেড়ে নিয়ে আমাকে ধাক্কা দেওয়া শুরু করে। এরপর তারা প্রচণ্ড গালিগালাজ করে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়।’

মেহেরপুরে নারীতে রূপান্তরিত হচ্ছে হিজড়ারা

দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর লিঙ্গ হিসেবে হিজড়া সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। কিন্তু ভোটার তালিকা হালনাগাদের পর মেহেরপুরের হিজড়া ভোটারদের নারীতে রূপান্তরিত করেছে জেলা নির্বাচন অফিস।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুরে দুইটি আসনে প্রকাশিত চুড়ান্ত ভোটার তালিকায় দেখা যায় সমগ্র জেলায় হিজড়া ভোটার মাত্র ২ জন। সংখ্যাটি নিয়ে বিভিন্ন মহালে শুরু চলছে মিশ্র প্রতিক্রিয়া। জেলাতে হিজড়ার সংখ্যা নিয়েও বিভিন্ন সরকারি দপ্তর ভেদে রয়েছে অস্পষ্টতা। ভোটার তালিকায় হিজরা সংখ্যা মাত্র ২ জন দেখালেও জেলা পরিসংখ্যান অফিস বলছে হিজড়া সংখ্যা ২৬, হিজড়াদের প্রতিনিধি বলছে মেহেরপুরে তাদের সংখ্যা ২৯ জন, জেলা সমাজসেবা অধিদপ্তরে বলছে হিজরা সংখ্যা ২৫ আবার তাদের উপকার ভোগীর তালিকায় সংখ্যাটা ৩০ জনের।

ঢাবিতে কোটায় ভর্তির সুযোগ পাবেন না স্বেচ্ছায় লিঙ্গ পরিবর্তনকারীরা

স্বেচ্ছায় লিঙ্গ পরিবর্তনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে ‘ট্রান্সজেন্ডার/হিজড়া’ কোটায় ভর্তির সুযোগ পাবেন না। নারী ও পুরুষ ছাড়া যাঁরা জন্মগত ও প্রকৃতিগতভাবে অন্য লিঙ্গের, তাঁরাই এই কোটায় ভর্তির সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৪৬তম বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে সরকারের কাছে হিজড়াদের উচ্চশিক্ষায় বিশেষ ব্যবস্থার সুপারিশ করে। ঢাবি গত শিক্ষাবর্ষের (২০২২-২৩) আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে ভর্তিতে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হিজড়াদের জন্য ‘ট্রান্সজেন্ডার/হিজড়া’ নামে একটি কোটা চালু করে।

Saturday, December 23

রাজশাহীর ভারতীয় সীমান্তে মিলল দুই যুবকের মরদেহ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে থাকা ভারতীয় সীমান্তের কাছ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর হনুমন্তনগর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া এলাকার শুকুদ্দীর ছেলে কাওসার আলী (১৮) ও আতিকুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন (১৯)।

কৈশোরে ঘরবন্দী মশিউর এখন সারাবন নামে পড়ছেন বিশ্ববিদ্যালয়ে

সারাবন তহুরা পড়াশোনা করছেন রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে। তবে তাঁর গল্পটা আর দশজনের মতো নয়। তিনি একজন ট্রান্সজেন্ডার (রূপান্তরিত নারী)। তাই পরিবার ছেড়ে ঢাকায় থিতু হতে হয়েছে তাঁকে। টিকে থাকতে, জীবন চালাতে প্রতিনিয়ত লড়তে হচ্ছে। শত কষ্টের মধ্যেও স্বপ্নপূরণে পিছপা হননি সারাবন। এ জন্য পড়ালেখা চালিয়ে যেতে চান তিনি। ভর্তিও হয়েছেন বিশ্ববিদ্যালয়ে, তা–ও নিজের ট্রান্সজেন্ডার পরিচয়ে।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি হিজড়া সম্প্রদায়ের পরিচিত একজন সারাবনকে দেখিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়টি হিজড়া ও ট্রান্সজেন্ডারদের নিজের পরিচয়ে ভর্তির সুযোগ দিয়েছিল। এ সুযোগ লুফে নেন সারাবন। চলতি বছর স্নাতক প্রথম বর্ষে ভর্তি হন তিনি।

Friday, December 22

মাদারীপুরে পুলিশের বিরুদ্ধে মামলার বিবাদীকে মারধরের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে নোটিস দিতে গিয়ে মামলার বিবাদীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ সসদ্যের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালকিনি উপজেলার ফাসিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হেমায়েত মোল্লা কালকিনি থানার সহকারী উপ–পরিদর্শক (এএসআই)। আহত রাসেল সরদার ফাসিয়াতলা এলাকার সিরাজ সরদারের ছেলে। আজ শুক্রবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের ক্ষতিগ্রস্ত পরিবার নিশ্চিত করেছে।

শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে

মানিকগঞ্জে শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে জাহাঙ্গীর আলম (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই মাদ্রাসা শিক্ষার্থী মানিকগঞ্জ পৌর এলাকার আল হেরা ইন্টারন্যাশনাল মাদরাসায় আবাসিকে থেকে হেফজ বিভাগে লেখাপড়া করে। ওই শিক্ষার্থীকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রুমের বাইরে ডেকে নেয় অভিযুক্ত শিক্ষক। পরে কার্টুন দেখানো অবস্থায় মাদরাসার চতুর্থ তলায় নিয়ে ওই শিশুকে জাহাঙ্গীর আলম জোরপূর্বক বলৎকার করে। শিশু কান্নাকাটি করলে জাহাঙ্গীর ঘটনার বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখায়। আজ সকালে ওই শিশুটি বাড়িতে গিয়ে ব্যথায় কান্না করতে থাকে। পরে শিশুর মা জিজ্ঞেস করলে ঘটনা বিস্তারিত বলে দেন।

ট্রান্সজেন্ডার কোটা বাতিল করতে মানববন্ধন ঢাবি শিক্ষার্থীদের, কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এসময় ট্রান্সজেন্ডার পরিচয়ধারীদের কোটা ব্যবস্থায় আনার মাধ্যমে ট্রান্সজেন্ডার মতবাদ ও এলজিবিটি (LGBT) আন্দোলনকে প্রমোট করে আইন এবং সংবিধান বিরোধী কাজ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

থানায় নিয়ে ‘মানসিক নির্যাতন’, ঘরে ফিরে তরুণের আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় ডেকে নিয়ে ‘মানসিক নির্যাতনের’ পর এক তরুণ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর লালখানবাজার টাংকির পাহাড় এলাকায় নিজ বাসা থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় ডেকে নিয়ে ‘মানসিক নির্যাতনের’ পর এক তরুণ আত্মহত্যা করেছেন। 
মৃত মিনহাজুল ইসলাম রাফি (২০) টাংকির পাহাড় এলাকার মো. মামুনের ছেলে। তার বাবা সিএনজিচালিত অটোরিকশা চালক। এ বিষয়ে খুলশী থানার উপ-পরিদর্শক জামাল উদ্দিন বলেন, বাসার ছাদের সিলিংয়ের সঙ্গে গলায় মাফলার পেঁচানো ঝোলানো অবস্থায় ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
https://www.somoynews.tv/news/2023-12-21/K58PAHN5?fbclid=IwAR00YbFt5n5Jz8bKNoOtw5RbaonBJbfsfl9cgd8brQb_Vr6Atpqgm1rrH-M

ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবি নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

স্নাতক শ্রেণিতে ভর্তিতে ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন। প্রবা ফটো


ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তিতে ট্রান্সজেন্ডার কোটা বাতিল করে সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাংশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, লিঙ্গ বৈচিত্র্যের বিষয়ে পরিষ্কার ধারণা না থাকার জন্যই এমন দাবি জানানো হয়েছে।

‘ট্রান্সজেন্ডার কোটা’ বাতিলের দাবিতে ঢাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের দাবি, ট্রান্সজেন্ডার কোটা দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এলজিবিটিকিউ আন্দোলনকে সমর্থন দিচ্ছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন করেন তারা।

এসময় আন্দোলকারী শিক্ষার্থীরা ট্রান্সজেন্ডারবিরোধী লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ট্রান্সজেন্ডার কোটা বিলুপ্তির জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি দেন।

Wednesday, December 20

কুলাউড়া সীমান্তে বাংলাদেশি যুবককে মারধর করে নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে মারধর করে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম লায়েক মিয়া (২৫)। তিনি শিকড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

পিরোজপুরে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ

পিরোজপুরে এক মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসার সুপার শিক্ষক মো: ফয়সাল আহম্মেদ পলাতক রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায় পিরোজপুর পৌরসভাধীন ভাইজোরা বড়পোল এলাকার পিরোজপুর ক্যাডেট মাদ্রাসারসুপার বড় হুজুর মো: ফয়সাল আহম্মেদ দীর্ঘদিন ধরে ওই ছাত্রকে বলাৎকার করে আসছিল। এমন অভিষোগ রয়েছে গত১২ ডিসেম্বর রাতে বড় হুজুর মো: ফয়সাল আহম্মেদ ওই ছাত্রের সাথে অসদাচারন ও খারাপ কাজ করতে গেলে ওই ছাত্র বাধা দেয় এ সময় বড় হুজুর মো: ফয়সাল আহম্মেদ ওই ছাত্রকে কাউকে কিছু বললে হত্যার হুমকি দেয়। এরপর ওই ছাত্র বাবা মায়ের কাছে বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে স্থানীয় প্রতিবেশিদের সহায়তায় ছাত্রের বাবা বাদী হয়ে একটি অভিযোগ পত্র দায়ের করেন।

Tuesday, December 19

দেশের নাগরিক হয়েও নেই তাদের এনআইডি, হতে পারেননি ভোটার |

দেশের নাগরিক হওয়া সত্ত্বেও নেই জাতীয় পরিচয় পত্র। ভোটাধিকার থাকার পরও ভোটার হতে পারেননি কুড়িগ্রামের তৃতীয় লিঙ্গের বাসিন্দারা। তথ্য সংগ্রহের সময় করা হয়নি তাদের খোঁজ, নির্বাচন অফিসেও মিলেছে হয়রানি। নীতিমালায় অনুমোদন থাকলেও কেনো নাগরিক সুবিধাটুকু পাচ্ছেন না-- এই প্রশ্ন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির।
https://www.youtube.com/watch?v=MOZj4GToD0E

বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রান্সজেন্ডার জটিলতা ও শব্দের ধাঁধা

হালের সামসময়িক এক বিষয় হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু। শিক্ষিত-বুদ্ধিজীবী মহলে বেশ জোরে-শোরে শোনা যাচ্ছে এই টার্মটি। সাধারণ মানুষ যতটুকু কনসেপ্টচুয়াল মিনিং বুঝতে সক্ষম হচ্ছে, তার থেকে ঢের ম্যানিপুলেটেড অর্থ ধারণ করছে। এর পেছনে অবশ্য হালের মিডিয়াগুলোর দিকে আঙুল তুললেও ভুল হবে না। কেননা ট্রান্সজেন্ডার টার্মটি গণমাধ্যমে এমনভাবে প্রচারিত হয়েছে যা অধিকাংশ মানুষের জন্য শব্দটির প্রকৃত অর্থ বুঝতে পারা দুরূহ করে তুলেছে। ফলস্বরূপ দেশের অধিকাংশ মানুষ এমনকি শিক্ষিত শ্রেণির মাঝে রয়ে গেছে ধোঁয়াশা ও ভুল ধারণা।

Monday, December 18

Press Release: JMBF Publishes State of LGBTQI+ Rights in Bangladesh 2022: Reveals Alarming Levels of Violence

Paris, France; December 18, 2023: In a groundbreaking initiative, JusticeMakers Bangladesh in France (JMBF) has published the first-ever comprehensive State of LGBTQI+ Rights in Bangladesh for the year 2022, focusing on violence against LGBTQI+ people. The report, meticulously compiled by JusticeMakers Bangladesh (JMBD) and published by JusticeMakers Bangladesh in France (JMBF), sheds light on the harrowing struggles faced by the LGBTQI+ community in Bangladesh, offering a stark portrayal of pervasive discrimination and violence against sexual minority groups.

Advocate Shahanur Islam, Founder Secretary General of JMBD and Founder President of JMBF, expressed a profound mixture of concern and determination in the foreword, emphasizing the organization's solemn obligation to confront and rectify the injustices that plague the LGBTQI+ community in Bangladesh.

The report, emanating and published from Paris, France on December 18, 2023, through a press release underscores the gravity of the situation, being the first of its kind to meticulously document violations against the LGBTQI+ community in Bangladesh. Prior to this undertaking, no organization, whether within Bangladesh or on the global stage, has dared to provide such a comprehensive perspective on the struggles faced by the LGBTQI+ community in Bangladesh.

Advocate Shahanur Islam expresses a solemn commitment to addressing the injustices and emphasizes the collective responsibility of policymakers, legislators, civil society entities, and community leaders in effecting positive change.

প্রেস বিজ্ঞপ্তিঃ জেএমবিএফ এর বাংলাদেশে সমকামী ব্যক্তির অধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদন ২০২২ প্রকাশ!

প্যারিস, ফ্রান্স; ১৮ ডিসেম্বর, ২০২৩: ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) প্রথমবারের মতো বাংলাদেশে সমকামী ব্যক্তির প্রতি সহিংসতা, বৈষম্য ও অধিকার বিষয়ক বিস্তারিত প্রদিবেদন “বাংলাদেশে সমকামী অধিকার ২০২২” প্রকাশ করেছে।

বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সমকামী ব্যক্তির প্রতি সহিংসতা, বৈষম্য ও অধিকার সংক্রান্ত খবর জাস্টিসমেকার্স বাংলাদেশ (জেএমবিডি)কর্তৃক নিয়মিত সংকলন ও যাচায়পূর্বক প্রাপ্ত তথ্য জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)১৮ ডিসেম্বর ২০২৩ এ প্রতিবেদন আকারে প্রকাশ করেছে।

বাংলাদেশে যৌন সংখ্যালঘু সমকামী গোষ্ঠীর বিরুদ্ধে চলমান ব্যাপক বৈষম্য ও সহিংসতার একটি স্পষ্ট চিত্র তুলে ধরাসহ প্রতিবেদনটিতে বাংলাদেশে সমকামী সম্প্রদায় প্রতিনিয়ত যে সকল কঠিন সংগ্রামের মাধ্যমে বেঁচে রয়েছে তাঁর উপর বিস্তারিত আলোকপাত করা করেছে।

জাস্টিসমেকার্স বাংলাদেশ (জেএমবিডি)এর প্রতিষ্ঠাতা মহাসচিব এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম প্রতিবেদনটি সম্পাদনা করেছেন। তিনি প্রতিবেদনের মুখবন্ধে বাংলাদেশে যৌন সংখ্যালঘু সমকামী সম্প্রদায় যেসব সহিংসতা, অবিচার, বৈষম্য, নির্যাতনের শিকার হয় তা নিরসনে তাঁর প্রতিষ্ঠিত মানবাধিকার সংগঠন জেএমবিডি এবং জেএমবিএফ আন্তরিকভাবে কাজ করবে বলে সংকল্প ব্যক্ত করেছেন।

রংপুরে তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থীর শোডাউন

সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ পেয়ে বিশাল শোডাউন করেছেন তৃতীয় লিঙ্গের এ প্রার্থী। ঘোষণা দিয়েছেন ওই আসনে নিজেকে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদেরের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে।

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোবাশ্বের হাসানের কার্যালয়ে বিপুল সংখ্যক সমর্থক নিয়ে উপস্থিত হন আনোয়ারা ইসলাম রানী। নিজের পছন্দের প্রতীক ঈগল বরাদ্দ চান।

ঈগল প্রতীক বরাদ্দ পেয়ে তিনি সাংবাদিকদের বলেন, রংপুর-৩ আসন একসময় জাতীয় পার্টির দুর্গ ছিল। বিগত দিনে এই আসনের তেমন কোনও উন্নয়ন তারা করতে পারেননি। মানুষ তাদের কাছ থেকে প্রত্যাশিত কিছুই পায়নি। বরং বিগত দিনে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হয়ে তারা যে ওয়াদা করেছিলেন, তার কিছুই বাস্তবায়ন করতে পারেননি।

দুই বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।বারাদি সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত। ফাইল ছবি

শনিবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। রোববার (১৭ ডিসেম্বর) পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাংলাদেশিরা হলেন, মো. হায়দার আলীর ছেলে মো. সাজেদুর রহমান (২৭) ও মো. শরীয়তউল্লাহর ছেলে মো. খাজা মইনুদ্দীন (৩০)। নিহতদের বাড়ি দর্শনা থানার ছয়ঘড়িয়া বেকা রাস্তাপাড়া এলাকার বাসিন্দা।

বলাৎকারের প্রতিবাদ করায় ভাতিজাকে হত্যা

গাইবান্ধা: বলাৎকারের প্রতিবাদ করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদরাসাছাত্র সাব্বিরকে (১১) হত্যা করে মরদেহ নদীর পাড়ে ঝোপে ফেলে রাখেন চাচা ইমরান মিয়া (২৮)।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান এ তথ্য জানান।

অভিযুক্ত ইমরান সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আলেক আকন্দ গটুর ছেলে।

এক রাতে তিন মন্দিরের প্রতিমা ভাঙচুর

উপজেলা পূজা উদ্‌যাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক রাতে তিন মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ সনাতনী বিভিন্ন সংগঠন। রোববার (১৭ ডিসেম্বর) আলফাডাঙ্গা চৌরাস্তা এলাকায় এই মানববন্ধন হয়।

জানা গেছে, শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে আলফাডাঙ্গা পৌর সদরে একই রাতে ৩টি মন্দিরের অন্তত ১০টি প্রতিমা ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার আলফাডাঙ্গা চৌরাস্তা এলাকায় মানববন্ধন পালিত জয়। এ ছাড়া গতকাল শনিবার রাতে উপজেলা পূজা উদ্‌যাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করা হয়। এই বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের নৌকা মনোনীত প্রার্থী আব্দুর রহমান।

লক্ষ্মীপুরের রায়পুরে আসামিকে মারধরের ঘটনায় সাত পুলিশের বিরুদ্ধে মামলা



লক্ষ্মীপুরের রায়পুরে আবদুর রহিম রনি (৪০) নামে এক আসামিকে আটকের পর মারধরের অভিযোগে সাত পুলিশের নামে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ সুপারকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আদেশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে পুলিশ সুপারকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. বেলায়েত হোসেন এ আদেশ দেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে আদালতের পেশকার নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদি রিনা আক্তার তাঁর স্বামীকে মারধরের ঘটনায় সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে বুধবার বিকেলে মামলা দায়ের করেন। সন্ধ্যায় মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন বিচারক।

Sunday, December 17

ট্রান্সজেন্ডার ও সমাজের দৃষ্টিভঙ্গি

নভেম্বর ২৪, ২০২৩ তারিখে নর্থ-সাউথ ইউনিভার্সিটির ‘উইমেন্স কেরিয়ার কার্নিভাল’-এ একদিনের সেশন স্পিকার হিসেবে থাকার কথা ছিল হোচিমিন ইসলামের। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ভেতর ও বাইরের সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল। কিন্তু নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের আন্দোলনের মুখে সেই সেশন বাতিল করা হয়। নর্থ-সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি অংশ হোচিমিনের বিপক্ষে শুধু ব্যানার-ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়নি, তারা একই সঙ্গে অনলাইনে এবং অফলাইনেও প্রতিবাদ জানাতে থাকে।

ইসলামিক প্র?্যাকটিশনার ফর এনএসইউ নামের একটা ফেসবুক পেজে ভিসিকে পাঠানো ই-মেইলে হোচিমিনের সেশন স্পিকার হিসেবে আমন্ত্রণ জানানোকে ক্রিমিনাল একটিভিটি বলে অভিহিত করে সমকামীতাকে উৎসাহ দেয়ার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযুক্ত করেছে। হোচিমিন বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় এলে পরিস্থিতি খারাপ করা ছাড়াও রায়ট বাঁধিয়ে দেয়ার হুমকি দেয়। ইভেন্ট আয়োজকরা হোচিমিনকে গেস্ট স্পিকার করে আনার ব্যাপারে দৃঢ় মনোভাব পোষণ করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঝামেলা এড়াতে হোচিমিনের অংশগ্রহণ রহিত করে দেয়। আয়োজকরাও হোচিমিনের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন; কিন্তু হোচিমিন সৃষ্ট ভয়-ভীতি ও হুঙ্কারের মধ্যেও কার্নিভালে অংশগ্রহণে সম্মত ছিলেন।

Saturday, December 16

সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপারের সময় তাদের লক্ষ্য করে গুলি করে বিএসএফ। 

আহতরা হলেন- হাতিবান্ধা উপজেলার দৈখাওয়ার আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দিকুরি এলাকার বাসিন্দা শ্রী সুজন (২১) এবং গেন্দুকুরি বিলুপ্ত সিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)। 

আইনজীবী বাবা-ছেলের প্রতারণার শিকার আল-মুসলিম গ্রুপ!

রাজধানীর ওয়ারীতে অ্যাডভোকেট সৈয়দ আজহারুল কবীর ও তার ছেলে ব্যারিস্টার ইজাজ কবীরের প্রতারণার শিকার আল-মুসলিম নামে একটি ব্যবসায়িক গ্রুপ। ইতোমধ্যে প্রতারণা ও নাশকতার মামলায় এই দুজনসহ ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাবা-ছেলেকে ৭ ডিসেম্বর গ্রেফতারের পর ৮ ডিসেম্বর আদালতে হাজির করা হয়। 

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সুজন নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা এ তথ্য নিশ্চিত করেন।


এর আগে একই দিন ভোরে উপজেলার গোতামারী সীমান্তে ৯০১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত সুজন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকার বাসিন্দা।

Friday, December 15

গজারিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর বাবার অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, তার ১১ বছর বয়সী ঐ ছেলে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও সাকিনস্থ নূরানী ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় পড়াশোনা করে। গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে মাদ্রাসার শিক্ষক অভিযুক্ত আব্দুল্লাহ (২৮), পিতা- মাওলানা আলমগীর হোসেন, গ্রাম: রায়পুর, উপজেলা- কাঠালিয়া, জেলা- ঝালকাঠি, মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, আমার ছেলে (১১) মাদরাসায় নাই। উক্ত সংবাদ পেয়ে আমি আমার ছেলেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করতে থাকি। এরই কিছুক্ষণ পর আমার ছেলে বাড়িতে এসে জানায় যে, ঐ শিক্ষক আব্দুল্লাহ গত সোমবার ভোররাত আনুমানিক ৩টার সময় ছাত্রদের শয়নকক্ষে আমার ছেলের পরিহিত লুঙ্গি খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলৎকার করে।