![](https://media.assettype.com/bdnews24%2F2023-05%2Ffe7c559f-bffb-40a3-baf6-6820e45b92d4%2Fkustia_child_rape_teacher_140523.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=1280)
কুষ্টিয়ার দৌলতপুরে মাদ্রাসা শিক্ষার্থী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ ফজলুল হক উলুম বহুমুখী মাদ্রাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান।
গ্রেপ্তার সিরাজুল হক (২৫) ওই মাদ্রাসার শিক্ষক ও নাটোর জেলার বড়বাড়িয়া গ্রামের আইনাল হকের ছেলে।
এর আগে শনিবার দুপুরে নির্যাতিত শিশুটির বাবা যৌন নিপীড়নের অভিযোগে সিরাজুলকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন।
মামলার এজাহারের সূত্রে ওসি জানান, মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে শুক্রবার রাত ১২টার দিকে নিজ কক্ষে ডেকে নেন সিরাজুল হক। এ সময় তিনি শিশুটিকে যৌন নিপীড়ন করেন এবং ঘটনাটি কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দেয়। পরে শিশুটি শনিবার সকালে ঘটনা তার বাবাকে জানায়।
এ বিষয়ে হোসেনাবাদ ফজলুল হক উলুম বহুমুখী মাদ্রাসার সুপার শামসুজ্জোহা বলেন, “এ ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক সিরাজুল হককে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।”
ওসি মজিবুর রহমান বলেন, ঘটনার প্রাথমিক তদন্তে মাদ্রাসা শিক্ষক সিরাজুলকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার দায় স্বীকার করেন।
রোববার ওই শিক্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
https://bangla.bdnews24.com/samagrabangladesh/5zxyjsj02x
No comments:
Post a Comment