Friday, May 12

সীতাকুণ্ডে আদিবাসী তরুনীকে হত্যা, লাশ উদ্ধার করলো পুলিশ

সীতাকুণ্ডে আদিবাসী এক তরুনীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।আজ( ১২মে) শুক্রবার বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটে বিআইটিআইডি হাসপাতালের পেছনের একটি পরিত্যক্ত জলা জমি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
তবে তার নাম পরিচয় জানা যায়নি। এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুপুরের দিকে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের পেছনে হাসপাতালের এক মালিঘাস কাটতে যান। এসম তিনি দেখতে পান পরিত্যক্ত জলা জমির মধ্যে একটি হাত দেখা যাচ্ছে। এতে তিনি ধারণা করেন ভেতরে একটি লাশ পুঁতে রাখা হয়েছে হয়তো। বিষয়টি তিনি হাসপাতালের চিকিৎসকদের অবহিত করলে ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ, ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ ও সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছান। তারা গাউছিয়া কমিটির সহযোগিতায় ঘটনাস্থল থেকে বিকালে লাশটি উদ্ধার করেন এবং লাশটি আদিবাসী তরুনীর বলে নিশ্চিত হওয়া যায়। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ এর মধ্যে হবে। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন আদিবাসী তরুণীর লাশটি পাওয়া গেছে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের সীমানার পেছনের এক জলা জায়গাতে। কেউ এ তরুনীকে হত্যা করে জলা জায়গায় মাটির নিচে পুঁতে ফেলে রেখে ছিলো। কিন্তু তার একটি হাত বাইরে রয়ে যাওয়ায় শুক্রবার দুপুরে ঘাস কাটতে গিয়ে সে হাতটি দেখতে পায় হাসপাতালের এক মালি। এরপর বিষয়টি জানা জানি হয়। তিনি আরো বলেন, লাশটি এমন জায়গায় ছিলো যে বাইরে খুন করে এখানে প্রবেশ করানো কঠিন। তাই আমরা ধারণা করছি ভেতরেই এ ঘটনা ঘটেছে। এখানে একটি নার্সিং কলেজও আছে। তবে সেটি ঈদের আগের থেকে এখনো বন্ধ রয়েছে। তাই কিভাবে এ তরুনীকে এখানে আনা হলো তা তদন্ত করা হচ্ছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে। তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছেন। তবে মেয়েটির একটি হাত ছাড়া শরীরের অন্যান্য অংশে ব্যাপক পঁচন ধরেছে। যে হাতটি এখনো ভালো আছে সে হাত থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করা হবে। লাশটি দেখে মেয়েটিকে আনুমানিক ৫-৬ দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি। এ বিষয়ে হত্যা মামলা দায়ের হবে। পরিচয় পেলে ঘটনার রহস্য উদঘাটন করা কঠিন হবে না বলে মন্তব্য করেন তিনি।
https://dailyinqilab.com/index.php/bangladesh/news/573914

No comments:

Post a Comment