গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক দক্ষিণপাড়া আইস মার্কেট এলাকায় একই রশিতে রিয়াদ হোসেন এবং মনি হোসেন ওরফে জমিস নামের দুই বন্ধু আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার সকালে মৌচাক ফাঁড়ি পুলিশ দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
নিহত দুই বন্ধু হলেন, জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (২০) এবং একই থানার খইয়ারদিচর এলাকার হেলাল শেখেরে ছেলে মনি হোসেন ওরফে জসিম (২০)। দুই জনই কালিয়াকৈর উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় মহির উদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় সিলভিয়া এ্যাপারেলস লিমিটেড নামে জুতা তৈরি কারখানায় চাকরি করতেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, গত সোমবার কারখানা ছুটি শেষে বিকেল ৫ টার দিকে তারা বাসায় ফিরে। পরে পরিবারের কাছে ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়ে আসে তারা। তারপর তারা আর বাসায় ফিরেনি।
আজ সকালে স্থানীয়রা একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ আইস মার্কেট দক্ষিণ পাড়া এলাকার নির্জন স্থানের কড়ইগাছের ডালে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুই জনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ওই কারখানার রহমান নামের এক শ্রমিক বলেন, তারা কারখানায় সবসময় একসাথেই থাকতো। একে অপরকে পুস্পা বলে ডাকতো। একজন ব্যাথা পেলে অন্যজনের নাকি অনুভব হত। তাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল। তবে কেন তারা আত্মহত্যা করল সেটা বলতে পারছি না।
কারখানার প্রোডাকশন ম্যানেজার মিজানুর রহমান বলেন, দুই জনই আমাদের কারখানার শ্রমিক। তবে তাদের দুজনের মধ্যে মিল ছিল বলে আমরা জানতে পেরেছি।
https://www.amarbarta.com/country/7044RdaGF2xB4Y
============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.
No comments:
Post a Comment