Monday, May 15

যশোরে সেই নারী আইনজীবীর পদ ৭ দিনের জন্য স্থগিত করল জেলা আইনজীবী সমিতি

রিকশাচালককে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সম্প্রতি যশোর আদালতের সামনেছবি: সংগৃহীত


যশোরে এক রিকশাচালককে প্রকাশ্যে মারধর করার ঘটনায় আইনজীবী আরতি রানী ঘোষের সদস্যপদ সাত দিনের জন্য স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি।

আরতি রানী ঘোষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় আজ রোববার দুপুরে সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সাত দিন তিনি আদালতে কোনো মামলার হয়ে লড়তে পারবেন না।

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা প্রথম আলোকে বলেন, ‘আরতি রানীর শোকজের জবাব সন্তোষজনক হয়নি। এতে তিনি বলেছেন, ওই রিকশাচালক প্রথমে তাঁকে আঘাত করেন। এতে তিনি মারাত্মক আহত হন। পরে রাগান্বিত হয়ে তিনি রিকশাচালককে মারধর করেন। এর সঙ্গে তাঁর চিকিৎসার কাগজপত্র, ক্ষতচিহ্নের ছবি ও হাসপাতালে ভর্তি থাকার প্রমাণপত্র উপস্থাপন করেন।’
https://www.prothomalo.com/bangladesh/district/eand88fdlc

No comments:

Post a Comment