Thursday, May 4

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে জালাল হোসেন (৩৫) নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। বুধবার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ জালাল হোসেন (৩৫) বাকশিমুল ইউনিয়নের কোঁদালিয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। গুলিটি তাকে পেছন দিক থেকে করা হলে তার কোমরের উপরিভাগে লাগে বলে জানা গেছে।


বাকশিমুল ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কাশেম সাংবাদিকদের জানান, জালাল হোসেন পেশায় একজন দিনমজুর। বুধবার বিকেলে সীমান্ত এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যায়। এক পর্যায়ে সে ভুলবশত ভারতের অংশে চলে যায়। বিষয়টি বুঝতে পেরে জালাল চলে আসার সময় পেছন থেকে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে সকালে ভর্তি করা হয়েছে।


বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন বলেন, জালাল নামের ওই ব্যক্তি ঘাস কাটতে কাটতে ভারতের অংশে চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করেছে বলে শুনেছি।


তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি আমাদের। তারা জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://www.shomoyeralo.com/details.php?id=223509

No comments:

Post a Comment