Thursday, September 14

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাতক্ষীরার ঘোনা সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিবুর রহমান (২৬) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে সাতক্ষীরার ঘোনা সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার উত্তর ২৪ পরগনা জেলার পাকিরডাঙা সীমান্তের মেইন পিলার ৭ এর কাছে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ওই যুবককে খুলনা থেকে ঢাকা স্থানান্তর করা হয়েছে।


গুলিবিদ্ধ হাবিবুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।


ঘোনা গ্রামের বাসিন্দা ইমদাদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় অবৈধপথে ভারতের পাকিরডাঙা সীমান্ত দিয়ে ঘোনা আসছিলেন হাবিবুর রহমানসহ কয়েকজন। রাত ১২টার দিকে তারা পাকিরডাঙা সীমান্তের ৭নং মেইন পিলারের শূন্যরেখার মধ্যে ঢুকে পড়েন। এরপর পাকিরডাঙা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে বুলেট ছোড়ে। এতে হাবিবুর গুরুতর জখম হলে সহযোগীরা বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

অবস্থার অবনতি হওয়ায় হাবিবুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে ঢাকা পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ঘোনা ইউপি সদস্য আবুল বাসার বলেন, হাবিবুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন, বিষয়টি সত্য।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, হাবিবের মাথা, দুই হাতসহ কয়েকটি স্থানে ছররা গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, তিনি লোকমুখে বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে বিএসএফ বরাবর প্রতিবাদ লিপিসহ পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।

https://www.somoynews.tv/news/2023-09-14/8Z6AQNXE?fbclid=IwAR0DfnYHQ4V09qKXkGQ8bKG-gwp5SgjC9ZMSgTiRAuv3JEiQZeGXT3DJrp8

No comments:

Post a Comment