Friday, September 8

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে; একই সময়ে আহত হয়েছে আরেকজন।

নিহত মিনার (১৯) আসকরপুর ইউনিয়নের জাহাঙ্গীর হোসেনের ছেলে; আহত বাংলাদেশি নাগরিকের নাম সাগর (২০) বলে জানা গেছে।

বুধবার উপজেলার দাইনুর সীমান্তে এ ঘটনা ঘটে বলে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।



তিনি বলেন, গতকাল (৭ সেপ্টেম্বর) সকালে সীমান্তের কাছে মাদকের কারবারি চলছে, এমন দাবিতে বিএসএফ গুলি চালায়।

"এ ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের মরদেহ এবং আহত বাংলাদেশি বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছে।"

এছাড়াও ঘটনার পর থেকে আসকরপুর ইউনিয়নের খানপুর এলাকার লতিফুল ইসলাম (২৮) নামে আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে তিনি জানান।

ওসি জানান, স্থানীয়দের মতে, তারা সবাই শুঁটকি ব্যবসায়ী।

যোগাযোগ করলে দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন জানান, 'এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। বিএসএফ চিঠির জবাব দিয়েছে। যেকোন মুহূর্তে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ আনা হবে।'
https://www.tbsnews.net/bangla/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/news-details-109598

No comments:

Post a Comment