Sunday, September 3

আইনজীবীর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মামলা

আদালতে জাল কাগজপত্র পেশ করার দায়ে নাটোর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. সাইদুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন সিংড়া আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। গত বৃহস্পতিবার এ মামলা করা হয়। সিংড়া আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. রাজু আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা পরস্পর যোগসাজশের মাধ্যমে জাল নথি তৈরি করে সিংড়া আমলি আদালতে দাখিল করেন। অভিযুক্তরা হলেন নাটোর শহরের বাসিন্দা ও নাটোর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. সাইদুল ইসলাম, সিংড়া উপজেলার বড়বাড়িয়া গ্রামের মো. কামরুজ্জামান, একই গ্রামের মো. জাহাঙ্গীর আলম ও সিংড়ার স্ট্যাম্প ভেন্ডর মো. মোনায়েম।
https://www.kalerkantho.com/print-edition/priyo-desh/2023/09/02/1314093?fbclid=IwAR0Y3qTm9y0txNE-VwGyD0ObIJ_KIGSWKLylQjLoVP_hRBJjgTHMxmO0M6I

No comments:

Post a Comment