Thursday, September 28

সন্দ্বীপ উপকূলে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

‘চর এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে উপকূলরক্ষী ও মৎস্য কর্মকর্তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। বন্দুকযুদ্ধে দুইজন নিহত ও চারজন আহত হন।’
চট্টগ্রামের সন্দ্বীপ সমুদ্র সৈকতে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্দ্বীপ উপকূলে নোয়াখালীর চরের কাছে এ ঘটনা ঘটে বলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান।

নিহতরা হলেন মোহাম্মদ মিতু রহমান (৩৫) ও মোহাম্মদ রাজ (২৫)।


পুলিশ কর্মকর্তা জানান, 'চর এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে উপকূলরক্ষী ও মৎস্য কর্মকর্তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। বন্দুকযুদ্ধে দুইজন নিহত ও চারজন আহত হন।'

সন্দ্বীপ থানার উপ-পরিদর্শক মোবারক বলেন, 'এ ঘটনায় কোস্টগার্ড ১১০–১৩০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে সরকারি কর্মচারীদের হত্যার অভিপ্রায়ে শারীরিক ক্ষতির অভিযোগে মামলা দায়ের করেছে। তদন্ত চলছে।'

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড মন্তব্যের জন্য কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট তাহসিন রহমান এবং সন্দ্বীপ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

https://www.tbsnews.net/bangla/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/news-details-170654

No comments:

Post a Comment