নোয়াখালীর সেনবাগে রেজাউল করিম প্রকাশ রাজু (৩২) নামের এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিঞ্চুপুর গ্রামের ভূঁইয়া বাড়িতে ওই হামলার ঘটনাটি ঘটেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ তাকে ভর্তি করান। রেজাউল করিম রাজু বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সেনবাগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দেশেরপত্র পত্রিকার সেনবাগ প্রতিনিধি। এ ঘটনায় সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক রেজাউল করিম রাজু জানান, নবীপুর ইউপির বিঞ্চুপুর গ্রামের ভূঁইয়া বাড়ির ফারুক ও নাজিম উদ্দিন এবং আলাউদ্দিনের জায়গা-জমিন নিয়ে বিরোধের জেরে শনিবার দুই পক্ষের মধ্যে ঝড়গা শুরু হয়। এ সময় রাজু পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি মোবাইলফোনে ভিডিও ধারণ করার করনে প্রতিপক্ষ দানাবক্সে ছেলে নাজিম উদ্দিন,আলাউদ্দিন তার আবদুল করিম প্রকাশ সজীব,আবদুল আহাদ প্রকাশ সানজিদ,স্ত্রী রেহানা আক্তার প্রকাশ মায়া, মেয়ে রাবেতা সাওরিন প্রকাশ তিশা অর্তকিতে সাংবাদিক রাজুর উপর হামলা করে তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্ঠা করে। একপর্যায়ে তারা সম্মিলিত ভাবে রাজুকে লোহার রড়.বাশের ও কাঠের লাঠি দিয়ে এলোপাথাড়ী ভাবে পিটিয়ে আহত করে।
পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছ বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহামেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান। ওই জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
https://www.fns24.com/article/311815/%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE/
No comments:
Post a Comment