রংপুরের মিঠাপুকুরে সাংবাদিক রিপন শাহরিয়ারের ওপর হামলার ঘটনা ঘটেছে। জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা শিক্ষা পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতার চিত্র সংগ্রহের সময় শিক্ষক আব্দুল বারী কর্তৃক হামলার স্বীকার হন।
সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলার ছড়ান হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে। আক্রমণকারী আব্দুল বারী ছড়ান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক।
জানা গেছে, ম্যাচ শুরুর ৩৫ মিনিটে ছড়ান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এক খেলোয়াড় আক্রমনাত্মকভাবে চড়াও হন প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের ওপর।
এতে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা খেলা পরিচালক মোস্তাফিজুর রহমানের কাছে অভিযোগ করেন এবং দুদলের খেলোয়ারদের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে মাঠের বাইরের শিক্ষার্থীরা মাঠে ঢুকে পড়লে ঘটনা আরো তীব্র আকার ধারণ করে।
এসময় মারামারি নিয়ন্ত্রণে মঞ্চ থেকে দুই প্রতিষ্ঠানের শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মীমাংসার চেষ্টা করেন। এসময় শিক্ষক শিক্ষার্থীর মধ্যেও হাতাহাতি হয়ে যায়।
ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় কেশবপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বনাম ছড়ান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সেমিফাইনাল ম্যাচ চলার সময় এ ঘটনা ঘটে।
সাংবাদিক রিপন শাহরিয়ার জানান, আমি মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে চিত্র সংগ্রহ করছিলাম এ সময় আক্রমন করেন তিনি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম খেলা কমিটির সাথে কথা বলতে বলেন।
খেলা পরিচালনা কমিটির সভাপতি ও ছড়ান দি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকিন আলী জানান, ‘খেলা চলাকালীন দুদলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি চলছিল। আমরা মেটানোর চেষ্টা করেছি। আর সাংবাদিকের উপর আক্রমণ বিষয়ে আমি জানিনা।’
No comments:
Post a Comment