Friday, July 7

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম আদিতমারীর পূর্ব দীঘলটারী গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। যেখানে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন, সেই এলাকার কাছেই ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার গীতালদহ থানার দরিবশ পঞ্চায়েতের জারিধরলা নগদটারী এলাকা। আগামীকাল শনিবার এখানে পঞ্চায়েত নির্বাচন।


পুলিশ, বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আদিতমারীর দুর্গাপুর ইউনিয়ন ও লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কয়েকজন তরুণের সঙ্গে রফিকুল ইসলাম আজ শুক্রবার দুপুরের দিকে সীমান্ত এলাকায় যায়। আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের সীমান্তের ৯২৭ নম্বর মেইন পিলারের কাছে একটি পাটখেতে পৌঁছালে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে রফিকুল ইসলাম মারা যান। এরপর তাঁর সঙ্গীরা লাশ কলাগাছের ভেলায় করে খাল দিয়ে কুমারটারী এলাকায় নিয়ে আসেন। সংবাদ পেয়ে লালমনিরহাট সদর থানা ও আদিতমারী থানার পুলিশসহ লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা কুমারটারী এলাকায় যান। সেখানে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে রফিকুলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

রফিকুল ইসলামের মা কবিতা বেগম (৫৫) বলেন, ‘মোর ছাওয়াক বডারোত নিয়া কায় গুলি করি মারি ফেলাইছে (আমার ছেলেকে বর্ডারে নিয়ে কারা যেন গুলি করে মেরে ফেলেছে)। মুই ইয়ার (এ ঘটনার) সুষ্ঠু বিচার চাই।’


আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় আদিতমারী থানায় হত্যা মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, ‘সংবাদ পেয়ে আমি কুমারটারী এলাকায় যাই। মরদেহ দেখে খোঁজখবর নিয়েছি।’ এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএসএফের দরিবশ বিওপি কমান্ডার জানিয়েছেন, তাদের পক্ষ থেকে গতকাল শুক্রবার সীমান্ত এলাকায় কোনো গুলি ছোড়া হয়নি, তারাও ঘটনাটি তদন্ত করে দেখবেন।

লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, ‘অনুমান করছি ভারতীয় সন্ত্রাসীদের পক্ষ থেকে গুলি করা হয়েছে। তবে যে যুবকেরা রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় গিয়েছিল, তাদের আটক বা জিজ্ঞেস করলে ঘটনাটি পরিষ্কার হবে।’


সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার গীতালদহ থানার দরিবশ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দিন আগে সেখানে ফকরা বাবু নামের এক তরুণকে গুলি করে হত্যা করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের আদিতমারীর দীঘলটারী সীমান্ত অতিক্রম করে দুজন ভারতীয় যুবক বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। গতকাল বিকেলে বিজিবির টহল দলের সদস্যরা পতাকা বৈঠক করে ভারতীয় ওই দুই যুবককে বিএসএফের দরিবশ বিওপির কমান্ডারের কাছে হস্তান্তর করেন। এরপর আজ দুপুরে একই এলাকার সীমান্তে বাংলাদেশি তরুণ রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

https://www.prothomalo.com/bangladesh/district/v9q0dcxs4v

No comments:

Post a Comment