Tuesday, July 18

শরীয়তপুরে ৪ মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর

শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও, মহিসার ও রামভদ্রপুর গ্রামে ৪টি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর এবং মন্দিরে থাকা পূজার উপকরণ তছনছ করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় পুরো জেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সোমবার রাতে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছয়গাঁও নিবাসী অনল কুমার দের বাড়িতে পারিবারিক কালীমন্দিরে হামলা চালিয়ে সরস্বতী প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। এখানে মন্দিরে সাজিয়ে রাখা পুজার বিভিন্ন উপকরণ তছনছ করেছে সন্ত্রাসীরা। একই রাতে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মন্টু চন্দ্র দাসের বাড়িতে শিল্পা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্ততা। এছাড়া গত পরশু একই উপজেলার রামভদ্রপুর গ্রামে কালীমন্দির ও মহিসার গ্রামে দ্বিগম্বরী মায়ের মন্দিরে হামলা চালানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মহিসার দ্বিগম্বরী মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর ও মন্দিরের দানবাক্স ভেঙ্গে টাকা নিয়ে গেছে সন্ত্রাসীরা। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।











শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিসার দ্বিগম্বরী মন্দিরের সভাপতি অনল কুমার দে বলেন, মন্দিরে হামলার ঘটনায় জেলার হিন্দু অধ্যুষিত এলাকায় আতংক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভোগছে তারা।

জেলা হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর প্রসাদ চৌধুরী বলেন, মন্দিরে হামলার সাথে জড়িতদের অবিলম্ভে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।











ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ন্যাক্কারজনক ঘটনার ক্লু বের করার চেষ্টা চলছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে শীঘ্রই আইনের আওতায় আনা হবে।
https://www.bahannonews.com/details/article/10086314/%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A7%AA-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%82%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0/?fbclid=IwAR3QxeTLvY_IBKrET0dRL393FJutV-h0W7EM6DO3Y2DUCrAuIPLCgacsiVs

No comments:

Post a Comment