Friday, July 14

হিজড়া জনগোষ্ঠির উন্নয়নে জমি বরাদ্দ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তি মূলক উন্নয়ন মডেলের ধারাবাহিকতায় ঢাকা জেলা প্রশাসন হিজড়া তথা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর একটি সামাজিক সংগঠনের মাধ্যমে রাজধানীর ডেমরায় ১৫ শতাংশ জমি বরাদ্দ দিয়েছে।

বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে রাজধানীর ভাটারা বসুন্ধরা আবাসিক এলাকার স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শর্মিতা ফারহিন ও সাধারণ সম্পাদক হিমেলের হাতে অর্পিত সম্পত্তির ১৫ শতাংশ জমির বরাদ্ধপত্র তুলে দেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সামাজিক মান উন্নয়নে বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের একটি সংগঠনকে ১৫ শতাংশ জমি বরাদ্দ দেয়া হয়

জমি বরাদ্দ প্রদানে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, তৃতীয় লিঙ্গের সকল সদস্য দেশের গুরুত্বর্পূণ নাগরিক। ২০৪১ এর উন্নত বাংলাদেশ বিনির্মানে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের সকলকে একযোগে কাজ করতে হবে। সকল সদস্যকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের উন্নয়ন সর্বাগ্রে প্রয়োজন। ঢাকা জেলা প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন ও অস্বচ্ছল জাতীয় ব্যক্তিত্বকে অর্পিত ও খাস সম্পত্তি প্রদানের যে উদ্যোগ গ্রহণ করেছে; তারই পথচলায় আজ আমরা তৃতীয় লিঙ্গের সামাজিক সংগঠন স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনকে ডেমরা এলাকায় ১৫ শতাংশ অর্পিত সম্পত্তি প্রদান করেছি। স্বপ্নজয়ের স্বপ্নের বীজ এখানেই বপিত হোক। ঢাকা জেলা প্রশাসন স্বপ্নজয়ের এই অদম্য অগ্রযাত্রায় সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিক, সিনিয়র সহকারী কমিশনার (অর্পিত সম্পত্তি শাখা) সাখাওয়াত জামিল সৈকতসহ অন্যান্য কর্মকর্তারা।

https://press71.com/%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8/?fbclid=IwAR3Efai2MvZG2L30XZDxARkZD1RoaslUvFpRxSE7c_ae38x1noj5JIZpH_g

No comments:

Post a Comment