Tuesday, July 4

শ্রীপুরে আইনজীবীর উপর নগ্ন হামলা, পরিবারের ৪ জন আহত

 

জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলার ঘসিয়াল গ্রামের বাসিন্দা আইনজীবী এ্যাডভোকেট রাবেয়া খাতুন সুমি (৩৬) সহ তাঁর পরিবারেরর ৪ জনকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রতিবেশী শহর মন্ডল, শাহারিয়ার অপু ও তৌফিক ইমাম বাঁধনের উপর।

আহত রাবেয়া খাতুন সুমি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আইনজীবী পেশায় কর্মরত আছেন।

রাবেয়া খাতুন সুমি অভিযোগ করে বলেন, প্রতিবেশী শহর মন্ডল, শাহারিয়ার অপু ও তৌফিক ইমাম বাঁধনদের সাথে তাদের পরিবারের মধ্যে বসত ভিটার জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধীয় জমিতে স্বত্ব দাবী করে রাবেয়া খাতুন সুমি মাগুরা জেলা জজ আদালতে একটি দেওয়ানী মামলা রুজু করেন। কিন্ত প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় মামলাকে অগ্রাহ্য করে নালিশী জমিতে পাকা বিল্ডিং ঘর নির্মান কাজ শুরু করে। পরে আদালত থেকে ওদের বিরুদ্ধে গত ২২ জুন সমন জারী হয়। আদালতের সমন জারীতে ক্ষীপ্ত হয়ে শহর মন্ডলসহ তার সন্তানরা বাদীর বড়ভাই সুফিয়ার শেখ(৫৬) কে পিটিয়ে মারাত্বক আহত করে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত রোবরার দুপুর আড়াইটার দিকে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের ঘশিয়াল গ্রামস্থ ব্রীজ সংলগ্ন মিরুলের দোকানের পাশে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় মিমাংশার লক্ষে উভয় পক্ষকে ডাকা হয়। এসময় উভয় পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে শহর মন্ডলসহ তার সন্তান শাহারিয়ার অপু ও তৌফিক ইমাম বাঁধন উত্তেজিত হয়ে আমি, আমার বড় বোন মনোয়ারা বেগম (৬৮), ভাতিজা মিরাজ হোসেন (১৯) ও মুরাদ হোসেন (১৫) কে পিটিয়ে আহত করে এবং এসময় আমার দেহ থেকে বেশকিছু স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা।





এলাকাবাসী জানান, মারাত্বক আহতবস্থায় আইনজীবী এ্যাডভোকেট রাবেয়া খাতুন সুমিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীরত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





জানা গেছে, এ ঘটনায় সোমবার সন্ধ্যায় এ্যাডভোকেট রাবেয়া খাতুন সুমি বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।



এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি শান্ত করেন এবং শাহারিয়ার অপু নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পরিস্থিতি এখন শান্ত আছে তবে বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা রজু হয়েছে।

============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

No comments:

Post a Comment