Saturday, July 29

সাংবাদিকের উপর হামলা

সায়েদুর রহমান রাসেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদের আহবানে দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর উপর হামলার প্রতিবাদে শনিবার(২৯/০৭) সকালে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।



মানববন্ধনে হামলাকারীদের আইনের আওতায় আনা ও সাংবাদিকদের কন্ঠরোধ করতে তৈরী ডিজিটাল নিরাপত্তার আইন বাতিলের জন্য এবং সকল সাংবাদিকদের নামে ডিজিটাল আইনে করা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়েছে।



সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক ও চিত্রশিল্পী সঞ্জয় শীলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, মাওলানা মেহেদী হাসান, রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আমীর হোসেন, সমাজ সেবক আশরাফুল হক, সাংবাদিক মোঃ বাবুল, সাংবাদিক মোঃ সফর আলী, সাংবাদিক কয়েছ আহম্মদ বেপারী, সাংবাদিক রেজাউল হক রহমত, সাংবাদিক শাহিন রেজা টিটু, সাংবাদিক চৌধুরী শরীফ রনি, সাংবাদিক সাবিনা ইয়াসমিন পুতুল, সাংবাদিক খলিলুর রহমান পরদেশী, সাংবাদিক জাবেদ রহিম জীবন, সাংবাদিক শেখ মিহাদ বাবু, সাংবাদিক আবু হাসান আপন, সাংবাদিক ইফতেখার খান মামুন, সাংবাদিক সায়েদুর রহমান রাসেল, সাংবাদিক হেলাল উদ্দিন, সাংবাদিক রুহুল আমিন চিশতি, সাংবাদিক মেহেদী হাসান খোকা, রাজনৈতিক ব্যক্তিত্ব বশির আহমেদ, সাংবাদিক জান্নাতুল সাফিসহ অন্যান্যরা।https://www.bartamela.news/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D/

No comments:

Post a Comment