গত শুক্রবার বিকালে কবরস্থানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
এ সময় তার স্ত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাকের সভাপতি সানজিদা হক মৌ সেখানে তিনটি গাছ লাগান।
শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া-সুতিরপাড় এলাকায় হিজড়া জনগোষ্ঠির গুচ্ছ গ্রামের পাশেই ১১ শতক জমিতে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে কবরস্থানটি নির্মাণ করা হয়।
পুলিশ সুপার কামরুজ্জামান ও তার স্ত্রী নিজস্ব অর্থায়নে জমি কিনে শেরপুরের হিজড়াদের জন্য কবরস্থানটি নির্মাণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ, সদর থানার ওসি বছির আহমেদ বাদল, জনউদ্যোগের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, সংস্কৃতিকর্মী এসএম আবু হান্নান ছাড়াও হিজড়া জনগোষ্ঠির সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
কবরস্থান পেয়ে উচ্ছ্বসিত সেখানকার হিজড়া জনগোষ্ঠির সদস্যরা।
https://bangla.bdnews24.com/samagrabangladesh/jo2qnb7v2v
No comments:
Post a Comment