Tuesday, July 25

সাতকানিয়ায় সাংবাদিকের উপর হামলা চেষ্টার অভিযোগে থানায় জিডি

চট্টগ্রামের সাতকানিয়া পৌর সদরে শতবর্ষী গেদার পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের সংবাদ প্রকাশের জের ধরে সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি ও প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহফুজ-উন নবী খোকনের ওপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। সোমবার (২৪ জুলাই) রাতে পৌর সদরের কলেজ রোড ও থানার সম্মুখে দফায় দফায় এ চেষ্টা চালানো হয় বলে জানান ভুক্তভোগী সাংবাদিক। পরে পুলিশি সহযোগিতায় প্রাথমিকভাবে নিজেকে রক্ষা করেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার (২৫ জুলাই) সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাংবাদিক সৈয়দ মাহফুজ উন নবী খোকন।

সাংবাদিক খোকন দৈনিক পূর্বকোণ, দৈনিক যুগান্তর ও দ্যা ডেইলি অবজারবার'র সাতকানিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। জিডি সুত্রে জানা যায়, গত ১২ই এপ্রিল থেকে সাতকানিয়া পৌরসদরের জনতা ব্যাংকের পেছনে শতবর্ষী গেদার পুকুর ভরাট কার্যক্রম শুরু হয়। পুকুরটির একাংশের মালিক মৃত কবির আহমদের ওয়ারিশ কবির মোহাম্মদ মহসিন। তিনি তার মালিকানাধীন "স্ট্যান্ডার্ড বিল্ডার্স" এর সঙ্গে অন্য উপজেলার কিছু ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে পুকুরটি ভরাট কার্যক্রম চালান। সেসময় দৈনিক যুগান্তরে পুকুর ভরাট নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ হয়। সবশেষ সংবাদ প্রকাশের জের ধরে পরিবেশ অধিদপ্তরের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে এলে তারা ‘বিশেষ প্রহরা’ বসিয়ে অর্ধশত বছর আগে পুকুরটি ভরাট হয় মর্মে ভাড়াটে সাক্ষ্য দেন। এ নিয়ে যুগান্তরে পূণরায় সংবাদ প্রকাশিত হলে ক্ষিপ্ত হয়ে কবির মোহাম্মদ মহসিন তার চাচাত ভাই কবির মোহাম্মদ জুয়েলকে দিয়ে সাংবাদিক খোকনের উপর হামলার পরিকল্পনা করেন। জুয়েল স্থানীয় কিশোর-গ্যাংদের সঙ্গে নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবেদককে অনুসরণ করতে থাকেন। সবশেষ সোমবার রাতে ডাক্তার দেখিয়ে অসুস্থ আবস্থায় কলেজ রোডের একটি হোটেলে রাতের খাবার খেতে গেলে সেখানে ঢুকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিতে থাকেন। https://www.dailymessenger.net/bangla/country/news/17442

No comments:

Post a Comment