Sunday, July 30

ছাত্র বলাৎকার করে মাদ্রাসা শিক্ষক কারাগারে

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৬ জুলাই রাতে ওই শিক্ষক ছাত্রটিকে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। এর পর তাকে মাদ্রাসায় বন্দী রেখে একই কায়দায় ২৭ ও ২৮ জুলাই সকালে বলাৎকার করেন।

ছাত্র বলাৎকার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুবায়ের হোসেন নামে এক মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। ভুক্তভোগী ছাত্রের মামা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা করেন।

Saturday, July 29

সাংবাদিকের উপর হামলা

সায়েদুর রহমান রাসেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদের আহবানে দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর উপর হামলার প্রতিবাদে শনিবার(২৯/০৭) সকালে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।



মানববন্ধনে হামলাকারীদের আইনের আওতায় আনা ও সাংবাদিকদের কন্ঠরোধ করতে তৈরী ডিজিটাল নিরাপত্তার আইন বাতিলের জন্য এবং সকল সাংবাদিকদের নামে ডিজিটাল আইনে করা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়েছে।



সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক ও চিত্রশিল্পী সঞ্জয় শীলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, মাওলানা মেহেদী হাসান, রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আমীর হোসেন, সমাজ সেবক আশরাফুল হক, সাংবাদিক মোঃ বাবুল, সাংবাদিক মোঃ সফর আলী, সাংবাদিক কয়েছ আহম্মদ বেপারী, সাংবাদিক রেজাউল হক রহমত, সাংবাদিক শাহিন রেজা টিটু, সাংবাদিক চৌধুরী শরীফ রনি, সাংবাদিক সাবিনা ইয়াসমিন পুতুল, সাংবাদিক খলিলুর রহমান পরদেশী, সাংবাদিক জাবেদ রহিম জীবন, সাংবাদিক শেখ মিহাদ বাবু, সাংবাদিক আবু হাসান আপন, সাংবাদিক ইফতেখার খান মামুন, সাংবাদিক সায়েদুর রহমান রাসেল, সাংবাদিক হেলাল উদ্দিন, সাংবাদিক রুহুল আমিন চিশতি, সাংবাদিক মেহেদী হাসান খোকা, রাজনৈতিক ব্যক্তিত্ব বশির আহমেদ, সাংবাদিক জান্নাতুল সাফিসহ অন্যান্যরা।https://www.bartamela.news/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D/

মাদ্রাসার কক্ষে নিয়ে মুখ বেঁধে ধর্ষণের পর ৮ বছরের শিশুকে হত্যা

কক্সবাজারের টেকনাফে এক তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে একই মাদ্রাসার ছাত্র মো. এরফান। ৮ বছর বয়সী মাদ্রাসাছাত্রী ফারিহা তার দূর সম্পর্কের ভাগ্নি হয়।

নাস্তা খেতে দেওয়ার লোভ দেখিয়ে দারুসসুন্নাহ মাদ্রাসার একটি কক্ষে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। ধর্ষণের পর গলায় দড়ি পেঁচিয়ে শিশু ফারিহাকে হত্যা করে ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলী আহমদের ছেলে এরফান। আটকের পর র‍্যাবের কাছে এমন জবানবন্দি দিয়েছে সে।

বগুড়ায় মাদ্রাসায় ছেলে শিশু ধর্ষণ

বগুড়ার নন্দীগ্রামে এক মাদ্রাসাছাত্র ধর্ষণের ঘটনা এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের তেঘর আশরাফিয়া হাফেজিয়া মাদ্রাসায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর জেলার সিংড়া উপজেলার কাছুটিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাওলানা আব্দুস সালাম ওই মাদ্রাসাশিক্ষক হিসেবে চাকুরি করে। এদিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের তেঘরী গ্রামের ১২ বছর বয়সি এক ছাত্র ওই মাদ্রাসায় আরবি শিক্ষা গ্রহণ করতো।

Friday, July 28

ভোলায় সাংবাদিক হত্যাচেষ্টা

ভোলার লালমোহনে সাংবাদিককে পিটিয়ে হত্যাচেষ্টা মামলায় দুই সাবেক চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার সাবেক চেয়ারম্যান মো. হোসেন হাওলাদার ও রিয়াদ হোসেন হান্নান। ছবি: সংগৃহীত

এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

সিলেটে হামলায় আইনজীবী আহত

 

সিলেটে একটি মামলার শুনানির জের ধরে আদালত চত্বরেই সংঘাতে জড়িয়েছেন বাদী ও বিবাদীপক্ষের দুই আইনজীবী।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাইরে এই ঘটনা ঘটে।

দুপুরে মামলার শুনানি শেষে দুই আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বাদী পক্ষের অভিযোগ, মামলার আসামিপক্ষের আইনজীবী বাদি পক্ষের আইনজীবীর উপর হামলা চালিয়েছেন।

Wednesday, July 26

গোপনাঙ্গ কেটে আইনজীবী খুন: নারীসহ ২ জনের মৃত্যুদণ্ড


চট্টগ্রামের চকবাজার এলাকায় গোপনাঙ্গ কেটে অ্যাডভোকেট ওমর ফারুক বাপ্পিকে খুনের ঘটনায় এক নারীসহ দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেয়া হয়েছে।

একই রায়ে যাবজ্জীবনপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন মামলার রায় ঘোষণা করেন।

শিক্ষার্থী বলাৎকারের দায়ে মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন

শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে চাঁপাইনবাবগঞ্জে সৈইবুর রহমান নামে এক মাদ্রাসাশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে যাবজ্জীবন দণ্ড পাওয়া মাদ্রাসাশিক্ষক সৈয়বুর রহমান। ছবি: সময় সংবাদ

বুধবার (২৬ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।

পল্লবীতে মাকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে কিশোরীর আত্মহত্যা

রাজধানীর পল্লবী থানাধীন আদর্শ নগর এলাকার একটি বাড়িতে মাকে বিবস্ত্র করে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মেয়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোরীর নাম বৈশাখী (১৫)। তার মায়ের নাম লাভলী। পল্লবী থানা পুলিশের সামনেই ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানান এলাকাবাসী। পরে পুলিশ সদস্যদের আটকে রেখে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন এলাকাবাসী। গতকাল সোমবার রাত আটটার দিকে কালশি আদর্শ নগর ১১ নম্বর রোডের ২১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রামে সাংবাদিক কামালের উপর সন্ত্রাসী হামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে সাংবাদিক কামাল হোসেন নয়ন এর উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কামাল হোসেন নয়ন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তার বাড়ী উপজেলার শুভপুর ইউনিয়নের তুলাপুষ্করনী গ্রামে। হামলার ঘটনা জানার পরপরই অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ সহ বেশ স্বোচ্ছার ভূমিকা পালনের পাশাপাশি প্রতিবাদের ঝড় তুলেছে চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকবৃন্দ। এ ঘটনায় সাংবাদিক কামালের পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পেটে ও উরুতে স্কচটেপ বেঁধে মদ পাচারকালিন রাঙামাটিতে আটক ২ হিজড়া


২৩ জুলাই-২০২৩ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের পরিদর্শক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে রাঙামাটি শহরের শিমুলতলী পাসপোর্ট অফিসের বিপরীতে বিজয় সু দোকানের সামনে থেকে ২০ লিটার চোলাইমদ সহ রুপা হিজড়া (২০) ও ফারহানা আক্তার (১৮) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১)সারণিয় ২৪ (খ) ধারায় রাঙামাটি কোতোয়ালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। কোতয়ালী থানার মামলা নং-১৯, তারিখ ২৩/০৭/২৩ ইংরেজি।
গ্রেফতাকৃত রূপা হিজরা, পিতা- আশকর আলী, মাতা- ফাতেমা বেগম, সাং- তিতপুর, ০২নং ওয়ার্ড থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা ও ফারহানা আক্তার, পিতা- মৃত আব্দুল হক, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং- স্ক্রাপ কলোনী (জাহাঙ্গীরের ভাড়াটিয়া), থানা-পাহাড়তলী, জেলা- চট্টগ্রাম। স্থায়ী ঠিকানা-বিবিরহাট (আব্দুল হকে বাড়ী),থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম বলে জানা গেছে।

Tuesday, July 25

আপিল বিভাগের তোপের মুখে আসামির আইনজীবী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (রাবি) অধ্যাপক ড. এস তাহের হত্যাকাণ্ড ৭১-এর বর্বরতাকেই স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আসামির আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে হত্যা করে লাশ ম্যানহোলে ফেলে দেওয়া হয়েছে। আরেক শিক্ষকের পূর্ব পরিকল্পনায় তার বাড়ির কেয়ারটেকার জাহাঙ্গীর তাকে হত্যা করেছেন। ওই কেয়ারটেকার ড. তাহেরের পয়সায় লালিত-পালিত হয়েছেন। যার পয়সায় লালিত-পালিত হয়েছেন তাকেই উনি হত্যা করেছেন। মামলার বিচারের সময় এসব বিষয় বিবেচনায় নিতে হয়েছে আমাদের। মঙ্গলবার আসামি জাহাঙ্গীরের ফাঁসি স্থগিত চেয়ে করা এক আবেদনের শুনানিকালে আইনজীবী এস.এন গোস্বামীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

সাতকানিয়ায় সাংবাদিকের উপর হামলা চেষ্টার অভিযোগে থানায় জিডি

চট্টগ্রামের সাতকানিয়া পৌর সদরে শতবর্ষী গেদার পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের সংবাদ প্রকাশের জের ধরে সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি ও প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহফুজ-উন নবী খোকনের ওপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। সোমবার (২৪ জুলাই) রাতে পৌর সদরের কলেজ রোড ও থানার সম্মুখে দফায় দফায় এ চেষ্টা চালানো হয় বলে জানান ভুক্তভোগী সাংবাদিক। পরে পুলিশি সহযোগিতায় প্রাথমিকভাবে নিজেকে রক্ষা করেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার (২৫ জুলাই) সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাংবাদিক সৈয়দ মাহফুজ উন নবী খোকন।

ছেলে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এক ছেলে শিশুকে ধর্ষণের অপরাধে এক দোকানিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত মোহাম্মদ জামাল (৫৫) নগরীর দক্ষিণ পতেঙ্গা এলাকার মৃত ছালেহ নুরের ছেলে। তার উপস্থিতিতে রায় হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

Monday, July 24

দুই বাংলাদেশিকে মারধর করে সীমান্তে ফেলে রাখে বিএসএফ

জেরিন আহমেদ: [২] অনু প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্তে ফেলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকালে কচুরগুল সীমান্ত থেকে তাদের একজনকে উদ্ধারের পর একই এলাকার ১৮০১ মেইন পিলারের কাছে অন্যজনকে উদ্ধার করে স্থানীয়রা। তারা হলেন কুড়িগ্রামের জাহাঙ্গীর আলী (২৫) ও খুলনার হৃদয় শেখ (২৪)। -দেশ রূপান্তর 

ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী দুই নাগরিককে পিটিয়ে আহত করেছে বিএসএফ

জুড়ী প্রতিনিধিঃ ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী দুই নাগরিককে বেধড়ক পিটুনি দিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকায় ফেলে যায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।
সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

তারা হচ্ছে জাহাঙ্গীর আলী (২৪), পিতা- আমসারী আলী (ভান্ডারী), গ্রাম- আটঘুরীপাড়া, থানা- ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম ও হৃদয় শেখ (২৪), পিতা- আজগর শেখ, গ্রাম- নতুনবাজার চর, থানা- রুপসা, খুলনা।

STATEMENT: JMBF expressed deep concern over the destruction of idols of four Hindu temples in Shariyatpur!

Paris, France: 23th July 2023: France-based human rights organization, JusticeMakers Bangladesh in France (JMBF), has expressed deep concern and condemnation regarding the attack and vandalism of idols at four temples in Chaikhgaon, Mahisar, and Rambhadrapur villages of Vedarganj Upazila in Shariatpur.

Sunday, July 23

সমগ্র বাংলাদেশ কবরস্থান পেল শেরপুরের হিজড়া জনগোষ্ঠী

গত শুক্রবার বিকালে কবরস্থানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

এ সময় তার স্ত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাকের সভাপতি সানজিদা হক মৌ সেখানে তিনটি গাছ লাগান।

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া-সুতিরপাড় এলাকায় হিজড়া জনগোষ্ঠির গুচ্ছ গ্রামের পাশেই ১১ শতক জমিতে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে কবরস্থানটি নির্মাণ করা হয়।

পুলিশ সুপার কামরুজ্জামান ও তার স্ত্রী নিজস্ব অর্থায়নে জমি কিনে শেরপুরের হিজড়াদের জন্য কবরস্থানটি নির্মাণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ, সদর থানার ওসি বছির আহমেদ বাদল, জনউদ্যোগের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, সংস্কৃতিকর্মী এসএম আবু হান্নান ছাড়াও হিজড়া জনগোষ্ঠির সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

কবরস্থান পেয়ে উচ্ছ্বসিত সেখানকার হিজড়া জনগোষ্ঠির সদস্যরা।

https://bangla.bdnews24.com/samagrabangladesh/jo2qnb7v2v

Saturday, July 22

কক্সবাজারে আইনজীবীদের উপর হামলার

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদ করায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়াছুর রহমান সহ, অন্যান্য আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী, আইনজীবী সহকারীদের উপর সশস্ত্র হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানায় শুক্রবার (২১ জুলাই) হামলার শিকার বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আয়াছুর রহমান বাদী হয়ে মামলটি দায়ের করেন। যার কক্সবাজার সদর থানা মামলা নম্বর : ৪১ এবং জিআর মামলা নম্বর : ৩৮৬/২০২৩ ইংরেজি (সদর)।

কেন্দ্রীয় জামে মসজিদে হামলার ঘটনায় আইনজীবীদের বিরুদ্ধে পাল্টা মামলা

কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদে গত ২০ জুলাই আইনজীবীদের উপর হামলার ঘটনায় হামলাকারীরা পাল্টা মামলা দায়ের করেছে। শুক্রবার (২১ জুলাই) কক্সবাজার সদর মডেল থানায় পাল্টা মামলাটি দায়ের করা হয়। চকরিয়ার হারবাং এর মুসলিম পাড়ার আবদু সালামের পুত্র শফিউল আলম (৪৪) বাদী হয়ে পাল্টা মামলটি দায়ের করেন। যার সদর মডেল থানা মামলা নম্বর : ৪৩ এবং জিআর মামলা নম্বর : ৩৮৮/২০২৩ ইংরেজি (সদর)।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।

STATEMENT: JMBF Condemns the Tragic Demise of Bangladeshi Lawyer Lutful Kabir

[Paris, France: 21st July 2023] JusticeMakers Bangladesh in France (JMBF) strongly condemns the untimely and tragic demise of lawyer Mr. Lutful Kabir Nowroz, whose lifeless body was found in a pond in Khulna's Batiaghata upazila on Sunday evening, 16th July 2023.

Lutful Kabir Nowroz, 58, served as the Public Prosecutor (PP) of the Anti-Corruption Special Tribunal in Khulna, southern Bangladesh, dedicating his life to upholding justice and fighting against corruption. His sudden disappearance and subsequent discovery in the pond have shocked the entire legal community and brought immense sorrow to all those who knew and worked with him.

Friday, July 21

চট্টগ্রামে ফাল্গুনী হিজড়াকে বয়কট, মানববন্ধন

বিএনএ, চট্টগ্রাম: নিজ হিজড়া কর্মীদের মারধর, নির্যাতন, সরকার থেকে হিজড়াদের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাৎ এবং চাঁদা না দিলে মিথ্যা মামলার হুমকির অভিযোগ উঠেছে নব জাগরণ হিজড়া সমবায় সমিতির সভাপতি ফাল্গুনী হিজড়ার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টায় ডিটি রোড ঈদগাঁ কাঁচা রাস্তার মোড়ে ফাল্গুনীর বাসায় সামনে এক প্রতিবাদী মানববন্ধনে এসব অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক র্ঝণা হিজড়াসহ অন্যরা হিজড়ারা।

পুলিশের ‘লাঠিপেটায়’ আহত নুর, হাসপাতালে ভর্তি

রাজধানীর পল্টনে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ে প্রবেশের সময় পুলিশের বাধার মুখে পড়েছেন দলের সভাপতি নুরুল হক নুর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পরে তারা কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন নুরসহ অনেকেই।
আহত নুরকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতা শাকিলুজ্জামান।

তিনি জানান, কার্যালয়ে প্রবেশের সময় নুরের পোশাক ছিঁড়ে যায়। ছেঁড়া গেঞ্জি পরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।

অভিযোগ করে নুর বলেন, কার্যালয়ে প্রবেশের সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। এতে তিনিসহ অনেকেই আহত হয়েছেন। তার পাঞ্জাবি ও গেঞ্জি ছিঁড়ে গেছে। এ ছাড়া দলের এক নারী নেত্রীর পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে।

নবজাগরণ হিজড়া সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে সাধারণ সদস্যদের মানববন্ধন

সরকারি বরাদ্দের টাকা আত্মসাত ও শারীরিক নির্যাতনসহ নানা অভিযোগ উঠেছে নবজাগরণ হিজড়া সমবায় সমিতির সভাপতি ফাল্গুনির বিরুদ্ধে।

https://www.youtube.com/watch?v=qJ8rWiOs5O4

Thursday, July 20

জৈন্তাপুর সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ বাংলাদেশি নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ রুবেল হোসেন (২২) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার ভারত সীমান্তের সারি নদীর ১৩০১ নম্বর পিলারসংলগ্ন তেলাঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। এ ঘটনায় মাসুম আহমেদ নামের আরেক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

মধ্যনগরে শিশুকে বলৎকার থানায় মামলা

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি)ঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের আলমপুর গ্রামের একটি ১০ বছরের শিশুকে বলাৎকার করেছে হালিম নামের এক লম্পট। শিশুটি বলৎকারের ঘটনার অভিযোগে থানায় মামলা দয়ের করেছেন শিশুটির বাবা। একই গ্রামের অভিযুক্ত হালিম মিয়া (২০) রইছ মিয়ার ছেলে।

জানা যায় মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানিয়েছেন,(১৭ জুলাই) সোমবার দুপুরে বলৎকারের ঘটনাটি ঘটেছে,পরদিন (১৮ জুলাই) মঙ্গলবার থানায় হাজির হয়ে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। এবং ঘটনার পর অভিযুক্ত আসামি হালিম মিয়া পলাতক রয়েছে।

Tuesday, July 18

খুলনায় আশংকাজনক হারে বাড়ছে সমকামীদের সংখ্যা

মুশফিকুর রহমান মেহেদী ঃ সমকামিতা শব্দটির তাৎপর্য এদেশে নেতিবাচক গুরুত্ব বহন করলেও পাশ্চাত্য দেশগুলোতে ভিন্নরকম গুরুত্ব বহন করে। ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের অধিকাংশ দেশেই সমকামী কিংবা একই লিঙ্গের ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনের অনুমতি রয়েছে। প্রতিবেশী দেশ ভারতেও সমকামী পূরুষ কিংবা নারীদের একসাথে বসবাস করতে দেখা যায়। এদের মধ্যে অধিকাংশই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। পাশ্চাত্য দেশগুলোর মত বাংলাদেশের অন্যতম বিভাগীয় শহর খুলনায় আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে এই সমকামীদের সংখ্যা। খুলনা নিউ মার্কেট, হাদিস পার্ক, সাত রাস্তার মোড়, খানজাহান আলী সেতু, ৬ ও ৭ নং ঘাট, ময়ুরী আবাসিক প্রকল্প সহ বেশ কয়েকটি বিনোদনস্থানে এদের ঘনিষ্টাবস্থায় দেখা মেলে। তবে কিছু অংশ ছেলে সমকামীদের আচরনে বোঝা গেলেও অধিকাংশই নিজেদের এই গোপন বাসনা ঢেকে রাখতে পছন্দ করেন। অনুসন্ধানে জানা যায় ভিন্ন এই কামনা বেশিরভাগ স্কুল, কলেজ কিংবা মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে তৈরী হওয়ায় বিকৃত মানসিকতা সৃষ্টি হয় । বর্তমানে প্রাইমারীর গন্ডি না পেরোতেই সন্তানদের হাতে তুলে দেওয়া হয় স্মার্টফোন। আর স্মার্টফোনের মাধ্যমে এই ট্যাবুতে জড়িয়ে পড়ছে অধিকাংশ সন্তানেরা। গোপন এই বাসনা মনে লুকিয়ে রেখে একটা সময় সমকামীর পরিচয় দেওয়াতে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়ছে।

শরীয়তপুরে ৪ মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর

শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও, মহিসার ও রামভদ্রপুর গ্রামে ৪টি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর এবং মন্দিরে থাকা পূজার উপকরণ তছনছ করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় পুরো জেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সোমবার রাতে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছয়গাঁও নিবাসী অনল কুমার দের বাড়িতে পারিবারিক কালীমন্দিরে হামলা চালিয়ে সরস্বতী প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। এখানে মন্দিরে সাজিয়ে রাখা পুজার বিভিন্ন উপকরণ তছনছ করেছে সন্ত্রাসীরা। একই রাতে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মন্টু চন্দ্র দাসের বাড়িতে শিল্পা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্ততা। এছাড়া গত পরশু একই উপজেলার রামভদ্রপুর গ্রামে কালীমন্দির ও মহিসার গ্রামে দ্বিগম্বরী মায়ের মন্দিরে হামলা চালানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মহিসার দ্বিগম্বরী মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর ও মন্দিরের দানবাক্স ভেঙ্গে টাকা নিয়ে গেছে সন্ত্রাসীরা। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজধানীতে হিজড়া অনাচার

রাজধানীর পাড়া-মহল্লা থেকে শুরু করে অভিজাত আবাসিক এলাকায় হিজড়াদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। রাস্তাঘাট, যাত্রীবাহী বাস, বাসস্ট্যান্ড এবং দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিয়ত হিজড়াদের জোরপূর্বক চাঁদাবাজি চলছে। প্রতিটি দোকান থেকে তারা সপ্তাহে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহ করে। বিশেষ করে কোনো বাসাবাড়িতে সন্তান হলে হিজড়ারা কীভাবে যেন খবর পায় এবং সেই বাড়িতে গিয়ে চড়াও হয়। বাসায় ঢুকতে বাধা দেয়া হলে তাদের ওপরও চড়াও হয় তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠী। বিয়েশাদি ও সন্তান হলে ঢাকঢোল বাজিয়ে নেচেগেয়ে এবং বিকট শব্দে হাততালি দিয়ে একটা ভয়ংকর পরিবেশ সৃষ্টি করে তারা। অত্যন্ত নিষ্ঠুরতার সঙ্গে তারা বকশিশের নামে ইচ্ছে মতো টাকাপয়সা আদায় করে। নবজাতক সন্তানের জন্য তাদের চাহিদার পরিমাণ কখনোই ৩ হাজার টাকার কম হয় না। পরিবারের আর্থিক সংগতির ওপর নির্ভর করে তাদের চাঁদার পরিমাণও বৃদ্ধি পায়। হিজড়রা একসঙ্গে চিৎকার করে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। নবজাতক এবং বাড়ির বৃদ্ধ ও অসুস্থ মানুষের সামনে তাদের এই অত্যাচারে তারা হতচকিত হয়ে যায়। মানসম্মানের ভয়ে মানুষ হিজড়াদের ‘খুশি’ করার চেষ্টা করে। চাঁদাবাজি, মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ ছাড়াও নিজেদের মধ্যে মারামারিসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে এরা।

Monday, July 17

মাদারীপুরে থানায় কৃষককে নির্যাতন

মাদারীপুরে শিবচরে থানায় আটকে রেখে আকমান নামে এক কৃষককে নির্যাতনের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে একমাসের মধ্যে পিবিআই’র পুলিশ সুপারকে তদন্ত করে রিপোর্ট জমার দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বিষয়টি নিখুঁতভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই রাতে একটি মামলায় গ্রেফতার করা হয় মাদারীপুরের শিবচরের সরকারের চর গ্রামের কৃষক আকমান মাদবরসহ ৪ জনকে। পরে হাজতখানায় তিনজনকে রাখলেও থানার দ্বিতীয় তলায় এসআই নুর মোহাম্মদের কক্ষে নিয়ে যাওয়া হয় কৃষক আকমানকে। এরপর চলে অমানবিক নির্যাতন।

ভুক্তভোগীর অভিযোগ, প্রতিবেশীর সঙ্গে জমিজমা বিরোধে আদালতে একটি মামলা হয়েছে। সেই মামলায় বাদীপক্ষের যোগসাজশে তাকে থানায় আটকে রেখে নির্যাতন করা হয়েছে। মাথা বেঞ্চের নিচে ঢুকিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আকমানের বাম হাত ভেঙে ফেলা হয়। নির্যাতনের একপর্যায়ে প্রস্রাব করলে সেটা চাটিয়ে খাওয়ানো হয় ওই কৃষককে। এছাড়া অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। এই ঘটনা কাউকে বললে হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ ওঠে থানা পুলিশের এসআই’র বিরুদ্ধে। পরদিন আদালতে পাঠানো হয় ভুক্তভোগীকে।

পরে রোববার (১৬ জুলাই) ন্যায্য বিচার পেতে আদালতে দ্বারস্থ হয় ভুক্তভোগী কৃষক। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিজিৎ চৌধুরী মামলাটি আমলে নিয়ে আগামী ১৬ আগস্টের মধ্যে পিবিআই’র পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

নির্যাতিত আকমান মাদবর বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে এভাবে নির্যাতন করবে সেটা কখনই ভাবিনি। কোনো মানুষ এভাবে অত্যাচার ও নির্যাতন করতে পারে না। পুলিশের এসআই নুর মোহাম্মদের বিচার না হলে অন্য পুলিশরাও এমন ঘটনা ঘটাতে সাহস পাবে। তাই, তদন্তপূর্বক ওই এসআই’র বিচার চাই।’

আকমান মাদবরের ভাই টুকু মাদবর বলেন, ‘আমার ভাইকে যেভাবে নির্যাতন করছে, তা বলার ভাষা নেই। অভিযুক্ত পুলিশের বিচার চাই।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জামাল হোসেন সময় সংবাদকে জানান, থানায় আটকে রেখে কাউকে নির্যাতনের কোনো সুযোগ নেই। পুলিশের এসআই যে কাজ করেছেন সেটা চরম অন্যায় ও অমানবিক। এই ঘটনার বিচার অবশ্যই হওয়া দরকার। বিষয়টির বিভাগীয় তদন্ত করা প্রয়োজন।

অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক নুর মোহাম্মদ সময় সংবাদকে বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে পাঠানো হয়েছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সবই মিথ্যা। আমি কাউকে কোনো নির্যাতন বা ভয় দেখাইনি।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম মুঠোফোনে সময় সংবাদকে জানিয়েছেন, বিষয়টি নিখুঁতভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আদালত যেহেতু পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন, তাই পিবিআই’র তদন্ত রিপোর্ট হাতে পেলে সেটাকে কাজে লাগানো হবে।

প্রসঙ্গগত, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর জেলায় যোগদানের পর ২০২২ সালের ২৪ জানুয়ারি শিবচর থানায় যোগদান করেন নুর মোহাম্মদ।
https://www.somoynews.tv/news/2023-07-16/L1HtVIY1

মাদারীপুরে নির্যাতনের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

মাদারীপুরে বৃদ্ধকে থানায় নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে এক পুলিশের উপপরিদর্শকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বিষয়টি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগীর করা মামলার পরিপ্রেক্ষিতে আজ রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী এ নির্দেশ দেন।

Sunday, July 16

সরিষাবাড়ীতে ককটেলসহ আইনজীবী গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ককটেলসহ আইনজীবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামথেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগষ্ট জামায়াত ইসলামীর ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার পৌরসভার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের হাজীবাড়ী মোড়ে জামায়াত ইসলামীর গোপন বৈঠকে পুলিশ অভিযান চালায়। পুলিশের আগমন জানতেপেরে বৈঠকের নেতাকর্মীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ৩টি ককটেল, ভাঙ্গা ইট ভর্তি একটি প্লাস্টিক ব্যাগ ও বিভিন্ন আকৃতির ১০টি বাঁশের লাঠি সহ মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আইকর আইনজীবী বেলাল হোসেন খানকে আটক করে পুলিশ।

হিজড়া সেজে মোবাইল চুরি করতেন শাহিন

হিজড়া সেজে মোবাইল চুরির অভিযোগে শাহিনুর ওরফে শাহিন হিজরা (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় পল্লবী থানার ১১ নম্বর সেকশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Saturday, July 15

আসামি নির্যাতনের অভিযোগে ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলার নির্দেশ

নাটোরে থানা হেফাজতে আসামি নির্যাতনের অভিযোগ উঠেছে অতিরিক্ত পুলিশ সুপার, ওসি, ২ এসআই সহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে। 

এ অভিযোগে বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন লালপুর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন।

মামলা করে ১৫ জুলাইয়ের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপারকে।

Friday, July 14

হিজড়া জনগোষ্ঠির উন্নয়নে জমি বরাদ্দ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তি মূলক উন্নয়ন মডেলের ধারাবাহিকতায় ঢাকা জেলা প্রশাসন হিজড়া তথা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর একটি সামাজিক সংগঠনের মাধ্যমে রাজধানীর ডেমরায় ১৫ শতাংশ জমি বরাদ্দ দিয়েছে।

বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে রাজধানীর ভাটারা বসুন্ধরা আবাসিক এলাকার স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শর্মিতা ফারহিন ও সাধারণ সম্পাদক হিমেলের হাতে অর্পিত সম্পত্তির ১৫ শতাংশ জমির বরাদ্ধপত্র তুলে দেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সামাজিক মান উন্নয়নে বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের একটি সংগঠনকে ১৫ শতাংশ জমি বরাদ্দ দেয়া হয়

জমি বরাদ্দ প্রদানে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, তৃতীয় লিঙ্গের সকল সদস্য দেশের গুরুত্বর্পূণ নাগরিক। ২০৪১ এর উন্নত বাংলাদেশ বিনির্মানে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের সকলকে একযোগে কাজ করতে হবে। সকল সদস্যকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের উন্নয়ন সর্বাগ্রে প্রয়োজন। ঢাকা জেলা প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন ও অস্বচ্ছল জাতীয় ব্যক্তিত্বকে অর্পিত ও খাস সম্পত্তি প্রদানের যে উদ্যোগ গ্রহণ করেছে; তারই পথচলায় আজ আমরা তৃতীয় লিঙ্গের সামাজিক সংগঠন স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনকে ডেমরা এলাকায় ১৫ শতাংশ অর্পিত সম্পত্তি প্রদান করেছি। স্বপ্নজয়ের স্বপ্নের বীজ এখানেই বপিত হোক। ঢাকা জেলা প্রশাসন স্বপ্নজয়ের এই অদম্য অগ্রযাত্রায় সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিক, সিনিয়র সহকারী কমিশনার (অর্পিত সম্পত্তি শাখা) সাখাওয়াত জামিল সৈকতসহ অন্যান্য কর্মকর্তারা।

তৃতীয় লিঙ্গের সংগঠনকে ঢাকা জেলা প্রশাসনের অর্পিত সম্পত্তি প্রদান

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ঢাকা জেলা প্রশাসন তৃতীয় লিঙ্গের সামাজিক সংগঠন ‘স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশন’-কে ডেমরা রাজস্ব সার্কেলের শূন্যা মৌজায় মোট ১৫ শতক অর্পিত সম্পত্তি ইজারা প্রদান করেছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় শামিল করার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অর্পিত সম্পত্তির বরাদ্দপত্র প্রদান করেন ঢাকা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

UN Special Rapporteur Expresses Concern over the situation of Bangladeshi Human Rights Lawyer Shahanur Islam

United Nations Special Rapporteur for human rights defenders took to social media to voice his concerns about the distressing situation faced by human rights lawyer and defender Shahanur Islam in Bangladesh. On 13th July 2023, the Special Rapporteur's status, posted on both Facebook and Twitter, highlighted the online harassment faced by Islam as a form of retaliation for his dedicated work in advocating for the rights of LGBTQI+ individuals in the country. Moreover, it was revealed that the local police had made attempts to gather information about Islam and his family.

Thursday, July 13

বিএনপি নেতার আইনজীবীদের গাড়ি ভেঙে চুরমার করল ছাত্রদল

 

রসিংদীতে ছাত্রদলের দুই নেতা হত্যা মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদলের বহিষ্কৃত ও পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় ৩টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুটি গাড়িতে থাকা আসামিপক্ষের আইনজীবী ও তাদের সহকারীসহ ৭ জন আহত হয়েছেন।

Wednesday, July 12

ছাত্রকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের

মাহমুদ খান, বরিশাল প্রতিনিধি: বরিশাল শহরে অবস্থিত উত্তর আমানতগঞ্জ দারুল কুরআন আদর্শ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে মাদ্রাসাটির নাজেরা বিভাগের নয় বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। 


লম্পট মাদ্রাসা শিক্ষক হুমায়ুন কবির প্রথমে মাদ্রাসা সংলগ্ন নিজ বাড়িতে ভিকটিমকে বলাৎকার করেন। সেই বাড়িতেই স্ত্রী নিয়ে ভাড়া থাকেন হুমায়ুন কবির। তিনি বলাৎকারের পর ঘটনাটি কাউকে বললে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পরবর্তী সময়ে ভিকটিমকে একাধিকবার বলাৎকার করেন মাদ্রাসা শিক্ষক। 

European Lawyers Demand Protection for Bangladeshi Lawyer Shahanur Islam from Continuous Threats and Harassment

The Council of Bars and Law Societies of Europe (CCBE), representing the bars and law societies of 46 countries and over 1 million European lawyers, has taken a firm stance against the continuous threats and harassment faced by lawyer Shahanur Islam and his family in Bangladesh. On July 7, 2023, the CCBE sent a letter to the Prime Minister of the People's Republic of Bangladesh, addressing the grave concerns surrounding the safety of Shahanur Islam.

Tuesday, July 11

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

Img
ঝালকাঠির নলছিটি উপজেলায় মাদ্রাসাছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে ইব্রাহিম খলিলুল্লাহ (২২) নামের মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

শিক্ষক ইব্রাহিম বেপারী রাজাপুর উপজেলার চররাজাপুরের রবিউল ইসলাম বেপারীর ছেলে। নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার আজিজিয়া নূরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।


ছাত্রের পরিবারের বরাত দিয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সোমবার (১০ জুলাই) রাতে ওই ছাত্রকে মাদ্রাসার একটি নির্জন স্থানে ডেকে নিয়ে শিক্ষক ইব্রাহিম ধর্ষণ করে। এসময় ছাত্রের চিৎকারে লোকজন ছুটে এসে ওই শিক্ষককে আটক করে।

Monday, July 10

রোহিঙ্গা ক্যাম্পে ‘বন্দুকযুদ্ধে' আরসা কমান্ডার নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রোহিঙ্গা অপরাধী চক্রের মধ্যে 'বন্দুকযুদ্ধে' আরসা কমান্ডার হোসেন মাঝি নিহত হয়েছেন৷

উখিয়া উপজেলার ১৭ নম্বর ক্যাম্পে এ আজ সকালে নিহত হোসেন মাঝি (৪০) আরসার অন্যতম শীর্ষ নেতা ছিলেন৷ কক্সবাজারের ৭ থেকে ৮টি শরণার্থী শিবিরে তার নির্দেশে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হতো বলে জানিয়েছেন কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ৷

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এই অধিনায়ক ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ আজ (সোমবার) খুব ভোরে ক্যাম্প ৮-এ বিশেষ অভিযান পরিচালনা করে। এই ক্যাম্পে গত শুক্রবারে ৬ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল৷'

PRESS STATEMENT: Justicemakers Bangladesh Condemns Torture of Apprentice Lawyer Runa Laila in Dhaka's Kashimpur Jail

 usticemakers Bangladesh, a human rights organization, expresses deep concern and anger over the physical and mental torture endured by apprentice lawyer Runa Laila in Dhaka's Kashimpur prison. The torture was carried out by an expelled leader of the Jubo Mahila League, an organ of the ruling government party, with the active participation and support of the prison staff on June 19.

Sunday, July 9

লক্ষ্মীপুর সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ

লক্ষ্মীপুরে সংবাদ প্রকাশের জেদ ধরে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে হামলার শিকার হলেন সাংবাদিক মোঃ সোহেল হোসেন।

বৃহস্পতিবার (২৯ জুন ) হাজী মোহু মাঝি জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে গিয়ে হামলার শিকার হন তিনি। লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনতা বাজার এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

সংঘবদ্ধ হামলার ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন সাংবাদিক সোহেল হোসেন।

আসামিরা হলেন, সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের জনতা বাজারের আব্দুল লতিফ ডাক্তার বাড়ি আব্দুস শহীদ. বাহার হোসেন

সাংবাদিক সোহেল হোসেন বলেন আমি পবিত্র ঈদুল আযহার নামাজ পড়তে ঈদের মাঠে যাই। সেখানে দুষ্কৃতীরা আমার উপর অতর্কিতভাবে হামলা করে। আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।




এই বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।




লক্ষ্মীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
https://www.shomoysangbad.com/2023/07/blog-post_69.html

Saturday, July 8

কেশবপুরে সাংবাদিক মাহফুজের উপর হামলাকার

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, জয়যাত্রা টিভির যশোর জেলা প্রতিনিধি ও প্রজন্ম ৭১ পত্রিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শুক্রবার বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রেসক্লাব ওই মানববন্ধনের আয়োজনে করে।

জানাগেছে, উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের চাউল চুরির অভিযোগে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রজন্ম ৭১ পত্রিকা-সহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদের প্রকাশের জের ধরে গত ২৫ জুন সকালে ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজকে হাতুড়ী পেটা করে আহত করে। এসময় হামলাকারীরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের কাছে থাকা ব্যাবসায়িক ৫৫ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয় এবং মোটর সাইকেল ভাংচুর করে আরো ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এব্যাপারে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজ বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু থানা পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।

বাঘাইছড়িতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক


রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের এফব্লক এলাকায় হেফজ বিভাগের ৯ বছর বয়সী শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে হাসেমিয়া ইসমাঈলিয়া মাহমুদিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার শিক্ষক দেলোয়ার হোসেন (৩০) কে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।গত বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১১টায় এফব্লক এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।

Friday, July 7

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম আদিতমারীর পূর্ব দীঘলটারী গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। যেখানে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন, সেই এলাকার কাছেই ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার গীতালদহ থানার দরিবশ পঞ্চায়েতের জারিধরলা নগদটারী এলাকা। আগামীকাল শনিবার এখানে পঞ্চায়েত নির্বাচন।

নিখোঁজের দুদিন পর আদিবাসীর লাশ উদ্ধার

দিনাজপুরে নিখোঁজের দুদিন পর আদিবাসী নৈশ্যপ্রহরী ফিলিমন বর্মনের (৫৫) মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ। মৃত ফিলিমন বর্মন পেশায় একজন স্কুলের নৈশ্যপ্রহরী ছিলেন।

শুক্রবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার পূনট্টি ইউনিয়নের গমিরাহাট গ্রামের বাসিন্দা ফিলিমনের লাশ একটি জঙ্গলের বাঁশঝাড়ে পড়ে থাকতে দেখেন গ্রামের এক রাখাল। তার চিৎকারে আরও লোকজন এসে লাশ দেখে পুলিশে খবর দেয়। এর মধ্যে ফিলিমনের ছেলে আমিন বর্মন তার বাবার লাশটি শনাক্ত করে।

Press Release: JusticeMakers Bangladesh Strongly Condemns and Demands Justice for the Death of Buddhist Monk Dharmajyoti

JusticeMakers Bangladesh, a leading human rights organization in Bangladesh, expresses deep concern, condemnation, and protest over the tragic death of Buddhist monk Dharmajyoti in a heinous attack carried out by unidentified miscreants in Ukhia, Cox's Bazar. This incident represents a gross violation of human rights and poses a direct threat to the fundamental liberties of citizens from all religious backgrounds in Bangladesh.

বাঘাইছড়িতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের এফব্লক এলাকায় হেফজ বিভাগের ৯ বছর বয়সী শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে হাসেমিয়া ইসমাঈলিয়া মাহমুদিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার শিক্ষক দেলোয়ার হোসেন (৩০) কে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১১টায় এফব্লক এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।

Wednesday, July 5

কারাগারে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত করেন পাপিয়া!

নানা কীর্তিকলাপে বাইরে যেমন ছিলেন আলোচনায়, কারাগারেও তেমনি বেপরোয়া যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দিকে শারীরিক নির্যাতন করে আলোচনায় এসেছেন তিনি। কারা অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এরই মধ্যে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

গুলিবিদ্ধ গরু ব্যবসায়ী পড়ে ছিলেন সীমান্তে, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকার একজন গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার দেবনগর ইউনিয়নের সুকানি সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তাঁর মৃত্যু হয়। ওই গরু ব্যবসায়ীর নাম সুজন রানা (৩০)। তিনি দেবনগর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রী ও দুটি ছেলে আছে।

সুজনকে কারা মেরেছে, এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে সীমান্তবর্তী ওই এলাকার বাসিন্দারা এই হত্যাকাণ্ডের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) অভিযুক্ত করছেন।

Tuesday, July 4

শ্রীপুরে আইনজীবীর উপর নগ্ন হামলা, পরিবারের ৪ জন আহত

 

জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলার ঘসিয়াল গ্রামের বাসিন্দা আইনজীবী এ্যাডভোকেট রাবেয়া খাতুন সুমি (৩৬) সহ তাঁর পরিবারেরর ৪ জনকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রতিবেশী শহর মন্ডল, শাহারিয়ার অপু ও তৌফিক ইমাম বাঁধনের উপর।

চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে চাঁদাবাজির মামলায় কথিত এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম, লাবু খন্দকার (৩৭)। তিনি জেলার বাসাইল উপজেলার জশিহাটি গ্রামের শফিকুল ইসলাম চান মিয়া ওরফে চান্দের ছেলে। সোমবার রাতে উপজেলার বীর বাসিন্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।