জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রা'র উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ। বুধবার (৯ আগস্ট) এই হিসাব তলব করা হয় বলে জানা গেছে।
বিএফআইইউয়ের একটি সূত্র জানিয়েছে, এক সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এই ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একই সঙ্গে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।‘তৃতীয় মাত্রা’র পরিচালক ও উপস্থাপনাক জিল্লুর রহমান সিজিএসের নির্বাহী পরিচালক।
বিএফআইইউ থেকে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে তথ্য চাওয়া হয়। চিঠির মাধ্যমে জিল্লুর রহমান ও সিজিএসের ব্যাংক হিসাব, কার্ডে জমা ও উত্তোলনসহ সব ধরনের তথ্য চাওয়া হয়েছে।
পাশাপাশি এসব হিসাবে বিদেশ থেকে অর্থ আসে কি না সে বিষয়েও তথ্য জানাতে বলা হয়েছে।
উল্লেখ্য যে, এর আগে গত বছরের ডিসেম্বরে শরীয়তপুরে জিল্লুর রহমানের গ্রামের বাড়িতে তথ্য সংগ্রহে গিয়েছিল পুলিশ।
https://www.bvnews24.com/national/news/102704
No comments:
Post a Comment