Tuesday, August 29

বাউফলে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক র‌্যাবের হাতে গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফল উপজেলায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক হাফেজ সেলিম গাজীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাতে পিরোজপুরের কাউখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার রাত সাড়ে ১০টায় রাফির বাবা রেজাউল আকন বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হাফেজ সেলিম গাজী উপজেলার বড় ডালিমা মদিনাতুল উলুম কওমিয়া হাফেজিয়া ও নুরানী কিন্ডার গার্টেন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক কাম শিক্ষক। নিহত শিশু আল রাফি উপজেলার নাজিরপুরের বড় ডালিমা গ্রামের খলিফা বাড়ির রেজাউল আকনের ছেলে। জানা গেছে, ওই মাদ্রাসার ছাত্র আল রাফিকে মাদ্রাসার পরিচালক কাম শিক্ষক হাফেজ সেলিম গাজী বিভিন্ন কৌশলে দীর্ঘ মাস ধরে বলাৎকার করে আসছিল। গত তিন সপ্তাহ আগে শিশুটি পেটের ব্যথাসহ নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। ক্যান্সারে আক্রান্ত রাফি সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মারা যায়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, এ ঘটনায় নিহত ছাত্র রাফির বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হাফেজ সেলিম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

No comments:

Post a Comment