Thursday, August 3

রূপগঞ্জে চাঁদার দাবিতে আইনজীবীর চেম্বারে হামলা

চাঁদার দাবিতে এক আইনজীবীর চেম্বারে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গুতিয়াব গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই আইনজীবীসহ তার পরিবারের বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর মামলা হলে একাধিক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এজাহারে বলা হয়, আলম খান নামের ওই আইনজীবী নিজ গ্রামে তার পৈতৃক মার্কেট সম্প্রসারণের কাজে হাত দেন। হঠাৎ করে স্থানীয় সন্ত্রাসী সাদ্দাম ওরফে খুনি সাদ্দামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত নির্মাণকাজে বাধা দেয়। ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। অন্যথায় মার্কেটের জমি দখলের হুমকি দেওয়া হয়। মামলার বাদী অ্যাডভোকেট আলম খান যুগান্তরকে বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অস্ত্রে সজ্জিত হয়ে মার্কেটের আশপাশে অবস্থান নেয়। একপর্যায়ে ৯ জুন জমি দখলের মহড়া দেয়। এ সময় জরুরি জাতীয় সেবা নম্বরে (৯৯৯) ফোন করা হলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীরা তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে তার স্ত্রী লাভলী এবং বড় ভাই সোনা মিয়া গুরুতর আহত হন। তিনি নিজে প্রাণভয়ে পার্শ্ববর্তী একটি মসজিদে গিয়ে আশ্রয় নেন।

ভুক্তভোগীরা বলছেন, ঘটনার পর রূপগঞ্জ থানায় অভিযোগ দিতে গেলেও টালবাহানা করে পুলিশ। মামলা রেকর্ড না করে দীর্ঘ সময় ধরে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়। পরে আদালতে মামলা করা হলে বিষয়টি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টদের অভিযোগ, মামলার পর সন্ত্রাসী সাদ্দাম বাহিনীর লোকজন আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা আলম খান, তার ভাতিজা আমিনুল ইসলামের ‘ল চেম্বার’ এ হামলা চালায়। এ সময় চেম্বারের সাইনবোর্ড খুলে ফেলা হয়। এলোপাতাড়ি গুলিতে অফিসের ভেতরে থাকা লোহার আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হলেও আসামিদের গ্রেফতারে কোনো উদ্যোগই নেয়নি পুলিশ। ভুক্তভোগীরা জানান, বিষয়টি পিবিআইকে অবহিত করা হলে ঘটনাস্থল পরিদর্শন করেন পিবিআইর কর্মকর্তারা। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল ও মামুন নামের দুই আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় আইনজীবীর ক্ষতিগ্রস্ত চেম্বার থেকে গুলির নমুনা সংগ্রহ করে পিবিআই। কিন্তু এখনো প্রধান আসামি সাদ্দাম ওরফে খুনি সাদ্দামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে এখনো চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বাদী ও তার পরিবার।
https://www.jugantor.com/todays-paper/second-edition/702926/%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE?fbclid=IwAR3hrQO7-Z0HV5jRUQurIojQVf9Llnw6veNsEhOL27fQmSdVSRrm2SlaidA

No comments:

Post a Comment