Tuesday, August 22

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা

সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীতে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ও দৈনিক আজকের দর্পণ এর জেলা প্রতিনিধি মোঃ নয়ন মৃধা ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছেন।

২১ আগষ্ট সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতেই পটুয়াখালী সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নয়ন মৃধা। ডায়েরী নং ১২৭৬।

এ ঘটনায় পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারন সম্পাদক তীব্র নিন্দা জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনার বিচার দাবি করেন তারা।

সাধারন ডায়েরীতে বলা হয়, সোমবার সন্ধ্যায় নয়ন মৃধা তার বাসা থেকে পটুয়াখালী প্রেসক্লাবে যাওয়ার পথে পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতালের সামনে পৌছাঁলে সেখানে অবস্থানরত সাব্বির ও আল আমিনসহ ছাত্রলীগের কর্মীরা তাকে দেখে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে এলোপাথারী ভাবে চর, থাপ্পর, কিল ঘুসি মেরে নয়নকে আহত করে। পরবর্তীতে তারা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে আর কোন সংবাদ প্রচার করলে রাস্তা ঘাটে একা পেলে খুন করার হুমকি দেয়। সে সময় জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থলের আশেপাশে ছিলেন।

আহত সাংবাদিক নয়ন মৃধা বলেন, "বিপুল টাকা নিয়েও পদ দেয়নি ছাত্রলীগ সভাপতি " শিরোনামে বার্তা বাজারে ১৩ জুলাই একটি সংবাদ প্রকাশ হয়। এর জের ধরে পরিকল্পিত ভাবে আমার উপরে হামলা করে ছাত্রলীগ। পরবর্তীতে আর কোন নিউজ করলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়। ছাব্বির জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের খালাতো ভাই।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, ২২ তারিখে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আমাদের শোক দিবসের অনুষ্ঠান তাই মঞ্চ ব্যাবস্থাপনার কাজ দেখতে আমরা সেখানে যাই। অপর দিক থেকে সাংবাদিক সাহেব আসছিলেন রাস্তার সাইড দেয়া নিয়ে ছাত্রলীগের কর্মীদের সাথে তার কথা কাটাকাটি হয়েছে। কিন্তু হামলার কোন ঘটনা ঘটেনি। এ সময় আমি শিল্পকলার ভিতরে ছিলাম ঘটনা শুনে আমি আমার কর্মীদের ভৎসনা করেছি। পরবর্তিতে পটুয়াখালী প্রেসক্লাবে গিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যদের সাথে কথা বলেছি। তারা যে সিদ্ধান্ত নিবে আমরা তা মেনে নিবো।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম বলেন, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://www.manobkantha.com.bd/country/473427/%E0%A6%AA%E0%A6%9F%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE

No comments:

Post a Comment