সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, নড়াইল সদর উপজেলার আগদিয়া জামিয়া ইসলামিয়া রউফিয়া কওমী মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম বেশ কিছুদিন ধরে নিয়মিত মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের (বলাৎকার) যৌন নিপীড়ন করে আসছিল। শিশুরা এতদিন ভয়ে নিপীড়ন সহ্য করে এলেও শিক্ষকের অত্যাচারে অতিষ্ঠ এক শিক্ষার্থী সোমবার (৩১ জুলাই) বাড়িতে গিয়ে বিষয়টি স্বজনদের জানানোর পরে শিক্ষক সিরাজুলের অপকর্ম এলাকায় জানাজানি হয়। এর পরই নিপীড়নের শিকার অন্য শিশুরাও একেএকে মুখ খোলে। খবর পেয়ে পরে পুলিশ গিয়ে ওই লম্পট শিক্ষককে আটক করে। পরে ভুক্তভোগী শিশুর অভিভাবক ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেফতার শিক্ষক সিরাজুলকে মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে সোপর্দ করলে আদালত অভিযুক্তকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। https://www.somoynews.tv/news/2023-08-01/PzSEHBY7
No comments:
Post a Comment