জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত এক সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। গত রোববার রাত ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঠে এ হামলা হয়। হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক আসিফ আল মামুন। তিনি সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ও বার্তা সংস্থা ইউএনবির জাবি প্রতিনিধি হিসেবে কর্মরত।অভিযুক্তদের সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী হিসেবে পরিচিত এবং ওই হলের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসিফ হলের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় গেস্ট রুম থেকে ছাত্রলীগের কয়েক নেতাকর্মী হঠাৎ ‘ওরে ধর ধর’ বলে কাউকে ধাওয়া করে। এ সময় তারা আসিফকে সামনে পেয়ে বেধড়ক মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। আসিফ নিজের পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয়। এ সময় হামলাকারীরা ‘সাংবাদিককে মারতে পেরেছে’ বলে নিজেদের মধ্যে আলোচনা করে।
জানা গেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শেষে হলে ৪৭ ব্যাচ ছাত্রলীগের নেতৃত্বে গেস্ট রুমে আলোচনা চলছিল। এ সময় ‘বাইরে থেকে কেউ ভিডিও করছে’ সন্দেহে নেতাকর্মীরা একজনকে ধাওয়া করে।
হলের সিসিটিভি ফুটেজে নাঈম হোসেন ও আমিনুর সুমন (বোটানি, ৪৮), হৃদয় রায় (নাটক ও নাট্যতত্ত্ব ৪৮), শাফায়েত হোসেন তোহা (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ৪৮), মেহেদী হাসানকে (ফাইন আর্টস ৪৭) দেখা গেছে। তাদের সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে সাতজন সরাসরি হামলায় অংশ নেয়।
আসিফের দাবি, সারোয়ার শাকিল (ইতিহাস ৪৭), জাহিদ হাসান (প্রাণিবিদ্যা ৪৭), রিজওয়ান রাশেদ সোয়ান (নাটক ও নাট্যতত্ত্ব ৪৭), ফয়জুল ইসলাম নিরব (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ৪৭), সৌরভ পাল (জিওলজিক্যাল সায়েন্সেস ৪৭), মীর তাওহীদুল ইসলাম (পরিসংখ্যান ৪৭), আলী আক্কাস আকাশ (নাটক ও নাট্যতত্ত্ব ৪৭), মাহীদ (প্রত্নতত্ত্ব ৪৭) এবং সীমান্তের প্রত্যক্ষ মদদে এই হামলা হয়েছে।
জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তদন্ত করে জড়িতদের শাস্তি দেওয়া হবে বলে জানান হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ এজহারুল ইসলাম।
https://samakal.com/politics/article/2308191295/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A7%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97
No comments:
Post a Comment