Wednesday, November 15

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে আশরাফুল আলম নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট সীমান্তে এ ঘটনা ঘটে।


আশরাফুল আলম (২৫) ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে কয়েকজন যুবক উপজেলা বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৫৭ এর সাব পিলার ৪ এস ও ৫ এস এর মাঝামাঝি স্থানে অবৈধ পথে সুপারি পারাপার করছিলেন। এ সময় ভারতের কালমাটি বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের ছোড়া রাবার বুলেটে আহত হন আশরাফুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ফাতেমা জানান, ছররা গুলির আঘাতে অসুস্থ এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ওসি ও বিজিবি বাগভান্ডার ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, বিএসএফের ছোড়া গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছে বলে শুনেছি। ঘটনার সত্যতা খোঁজ নিয়ে জানার চেষ্টা করছি।

https://www.jugantor.com/country-news/740577/%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4?fbclid=IwAR3InE5I2B_bwHKVHmTlB8ZZ1z2uUMC6hrl0FHhCTlVOnVMUipnGzEOf1Ls

No comments:

Post a Comment