সাধারণ সম্পাদক
টাঙ্গাইল প্রতিনিধি: [২] জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে বেপারী পাড়া এলাকার তার পাশের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।
[৩] বিএনপি নেতারা জানান, আইন পেশায় নিয়োজিত ফরহাদ ইকবাল গত ২৯ অক্টোবর হরতাল চলাকালে আদালত এলাকায় মিছিল শেষে আত্মগোপনে চলে যান। অজ্ঞাত স্থান থেকে তিনি অবরোধ কর্মসূচীতে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছিলেন।
[৪] পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর শহরের বেড়াডোমা এলাকায় বিষ্ফোরণ ও নাশকতার অভিযোগে যে মামলা হয়েছে, ফরহাদ ইকবাল তার এজাহারভূক্ত আসামী। ওই ঘটনার পর থেকে পুলিশ তাকে খুঁজছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফরহাদ ইকবাল বেপারী পাড়া এলাকায় তার বাসার পাশের একটি বাসায় অবস্থান করছে। পরে বিকেল ৪টার দিকে সদর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে সদর থানায় নেয়া হয়েছে।
[৫] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, ফরহাদ ইকবালকে শুক্রবার আদালতে পাঠানো হবে। ২৯ অক্টোবর দায়েরকৃত নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
https://www.amadershomoy.com/country/article/82474/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be
No comments:
Post a Comment