Monday, November 27

রাঙ্গামাটিতে শিশু বলাৎকার: যুবকের আমৃত্যু কারাদণ্ড

রাঙ্গামাটিতে এক শিশুকে বলাৎকারের দায়ে আসামিকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৬ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম ওমর সাদেক রিয়াদ। এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. সাইুফুল ইসলাম অভি। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী ছিলেন আইনজীবী শফিউল আলম মিয়া, আইনজীবী রাশেদ ইকবাল এবং আইনজীবী কামাল হোসেন সুজন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের অক্টোবর মাসের ৯ তারিখে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাঙ্গামাটি শহরের শান্তিনগর বাস টার্মিনাল এলাকায় ওমর সাদেক রিয়াদ ওরফে ওমর ফারুক ওই কিশোরকে বলাৎকার করেন। এরপর কিশোরের বাবা ওই বছরের ১০ অক্টোবর রাঙ্গামাটি কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। রায় ঘোষণার পর আসামিকে হাজতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment