Wednesday, November 29
Transgender Candidate Nominated for Upcoming National Parliamentary Elections in Bangladesh
Breaking the shackles of societal norms and ushering in a new era of political inclusivity, the Bangladesh Supreme Party (BSP), leading the Liberal Islamic Alliance, has taken a monumental step. They have nominated a transgender individual, Urmi, to contest in the 12th National Parliamentary elections from the Gazipur-5 constituency. This decision is a testament to Bangladesh’s evolving political landscape that is gradually embracing diverse representations.
Transcending Conventional Politics
The nomination of Urmi marks a significant step towards recognizing the rights and potential contributions of the transgender community in governance and societal development. This move is not just a milestone for the transgender community; it is a resounding affirmation of the Liberal Islamic Alliance’s commitment to broadening political participation of marginalized groups.
ট্রান্সজেন্ডার সম্পর্কিত সব রিসোর্স একসাথে
হিজড়া ও ট্রান্সজেন্ডার সম্পূর্ণ আলাদা দুইটি বিষয়। শব্দের ধোঁকায় হিজড়া ব্যানারে দেশে বিকৃত ট্রান্সজেন্ডার ইস্যুটির বৈধতা আদায়ের চেষ্টা চলছে। হিজড়া একটি শারীরিক বিষয়। আর ট্রান্সজেন্ডার হলো মনের বিষয়। আপনি আস্ত পুরুষ নিজেকে নারী দাবি করলে আপনাকে নারী হিসেবে স্বীকৃতি দিতে হবে। অদ্ভূত, বিকৃত এই মতবাদকে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে আমাদের সমাজে। নিচের রিসোর্সগুলো থেকে বিস্তারিত জানতে পারবেন,
Tuesday, November 28
চিকিৎসক না হয়েও তৃতীয় লিঙ্গে রূপান্তর করেছেন পাঁচ শতাধিক মানুষকে
মো. হাদিউজ্জামান উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে প্রথমে দেন ওষুধের দোকান। এরপর চিকিৎসকের সহযোগী হয়ে একটি সার্জিকেল ক্লিনিকে কাজ করতে করতে শিখে নেন অপারেশনের কাজ। কাজ শিখে টাকা আয় করতে গিয়ে নিজেই বনে যান চিকিৎসক। চিকিৎসা বিদ্যার কোনো সনদ না থাকলেও গত ১২ বছরে তৃতীয় লিঙ্গে রূপান্তর করেন পাঁচ শতাধিক মানুষকে। এতে তার আয় হয়েছে সাড়ে ৫ কোটি টাকা। আর এ টাকা দিয়ে করেছেন দুই তলা ও তিন তলা দুটি বাড়িসহ বিভিন্ন সম্পদ। কিনেছেন গাড়িও।
মহেশপুর সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার
মহেশপুর চাপাতলা সীমান্তে এক বাংলাদেশি যুবক নিহত। মহেশপুর ৫৮-বিজিবি সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করে নিয়ে আসে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্ত থেকে রকিবুল ইসলাম (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে একই গ্রামের ইছামতি নদীর পাড় (৬১/৯ আরএস নং পিলারের কাজ থেকে) তার লাশ উদ্ধার করে বিজিবি। নিহত রকিবুল ইসলাম উপজেলার যাদবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। সে চাপাতলা গ্রামে খালুর বাড়িতে জমি কিনে মা সহ বসবাস করতো।
স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান জানান,গত ২৫ তারিখ থেকে সে নিখোঁজ ছিলো আজ সকালে ইছামতি নদীর পাড়ে রকিবুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয় পরে বিজিবি এসে তার লাশ উদ্ধার করে। পেশায় রাজমিস্ত্রী রকিবুল অন্যদের সাথে ভারত অভ্যন্তরে গিয়েছিলো বলে জানা যায়। পরে সে আর বাড়িতে ফেরেনি। সকালে তার লাশ পাওয়া যায় রকিবুলের ডানে হাতে ফুটো চিহ্ন দেখে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।
Monday, November 27
রাঙ্গামাটিতে শিশু বলাৎকার: যুবকের আমৃত্যু কারাদণ্ড
রাঙ্গামাটিতে এক শিশুকে বলাৎকারের দায়ে আসামিকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৬ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামির নাম ওমর সাদেক রিয়াদ। এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. সাইুফুল ইসলাম অভি। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী ছিলেন আইনজীবী শফিউল আলম মিয়া, আইনজীবী রাশেদ ইকবাল এবং আইনজীবী কামাল হোসেন সুজন।
Statement: JMBF expresses deep concern about the restriction of a transgender woman from participating in the Women's Career Carnival as a speaker at North South University.
Paris, France; November 26, 2023: The France-based human rights organization, JusticeMakers Bangladesh in France (JMBF), has expressed profound concern and protest over the cancellation of the scheduled session featuring Bangladeshi transgender woman Ho Chi Minh Islam as a speaker at the Women's Career Carnival. The cancellation was reportedly influenced by pressure from conservative student groups at North South University. JMBF believes that the discriminatory treatment of Ho Chi Minh Islam, solely because she is a transgender woman, is a blatant violation of Bangladesh's Supreme Law Constitution and the universal human rights declared by the United Nations.
Based on various reliable sources, JMBF has learned that on November 24-25, 2023, two organizations, Heroes for All and ISOSHAL, organized the Women's Career Carnival at the North South University campus. The event aimed to empower women through networking, learning, and professional development. Transgender woman and rights activist Ho Chi Minh Islam was scheduled to participate as a speaker in a session on the afternoon of November 24. Her speech was intended to address the inclusion of marginalized communities in the workforce and the creation of an inclusive environment for their work.
Sunday, November 26
নর্থ সাউথের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ট্রান্সজেন্ডার হোচিমিন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি ট্রান্সজেন্ডার হোচিমিন ইসলামের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই অনুষ্ঠানে হোচিমিনের সেশনটি বাতিল হয়ে যায়। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হোচিমিন নিজেই।
গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) শুরু হওয়া দুই দিনব্যাপী উইমেন্স ক্যারিয়ার কার্নিভালের এ অনুষ্ঠান আজ শনিবার শেষ হওয়ার কথা রয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করেছে হিরোস ফর অল (এইচএফএ) ও আই-সোশ্যাল। নেটওয়ার্কিং, লার্নিং এবং পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নে লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Saturday, November 25
মোহাম্মদপুরে জোর করে দুই মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার
রাজধানীর মোহাম্মদপুরে একটি মাদ্রাসায় জোর করে দুই শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভূক্তভোগী ওই দুই শিশু শিক্ষার্থী আহত হয়ে পরলে বিষয়টি পরিবারের কাছে খুলে বলে। পরে বিষয়টি নিয়ে ভূক্তভোগী শিশুদের পরিবার মোহাম্মদপুর থানায় একটি মামলা করে, মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ হক।
Thursday, November 23
ইয়াছিন আহমেদ সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ
সুন্দরী প্রতিযোগিতায় নিজের নাম নিবন্ধন করতে গিয়ে বেশ খানিকটা দ্বিধায় ছিলেন ইয়াছিন আহমেদ সকাল। একে তো ট্রান্সজেন্ডার, অন্যদিকে নামটাও পাল্টানো হয়নি এখনো, হয়তো নিবন্ধনপ্রক্রিয়া থেকেই বাদ পড়বেন। তবে শেষ পর্যন্ত নিবন্ধনেই থেমে থাকেননি, ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’ সিজন ওয়ানে দ্বিতীয় রানার্সআপের পুরস্কার জিতে নিয়েছেন রূপান্তরিত নারী ইয়াছিন। ১১ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঝলমলে অনুষ্ঠানে ক্রেস্ট ও অন্যান্য উপহারের পাশাপাশি পেয়েছেন ৫০ হাজার টাকার চেক।
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারে থানায় মামলা ইমাম পলাতক
ময়মনসিংহের ত্রিশালে মাদরাসার ছাত্রকে জামে মসজিদের ইমাম বলাৎকার করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা থানায় মামলা করেছে। ইমাম পলাতক রয়েছে, এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।
বুধবার (২২ নভেম্বর) ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন শিক্ষার্থীর পিতা।
কটিয়াদীতে বালু উত্তোলনের মামলায় আইনজীবী গ্রেফতার
কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ভূমি সহকারীর মামলায় আলা উদ্দিন আলী নামে একজন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে এসআই (নিরস্ত্র) কামাল হোসেন বাদলের নেতৃত্বে কটিয়াদী মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তি আইনজীবী আলা উদ্দীন (৬০) পৌরসভার ভরারদিয়া গ্রামের মরহুম আছির উদ্দিনের ছেলে। পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান কটিয়াদী মডেল থানায় এ মামলাটি করেন।
Wednesday, November 22
চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশী নির্যাতনের প্রতিবাদ
সরকার পতনের এক দফা ও ঘোষিত তফসিল বাতিলের দাবীতে বিএনপির ডাকা শান্তিপূর্ণ অবরোধকে কেন্দ্র করে সোমবার রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রকি হোসেন পিচ্চির ছোট ভাই রিয়াজ হোসেন রাব্বিকে খুলশী থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে সারারাত শারীরিক নির্যাতন করে মারাত্মক আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা।
সাংবাদিকের উপর পুলিশী নির্যাতন
সাম্প্রতিক সময়ে পুলিশ ও সমাজসেবা কর্মকতা কর্তৃক মেহেরপুরে ডিবিসি টিভি‘র প্রতিনিধি আবু আক্তার করন এবং রংপুরের ইনডিপেন্ডেট টিভির ক্যামেরাপারসন লিমন মিয়াসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা,মামলা,নির্যাতনসহ হয়রানী করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।২০ নভেম্বর সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে দিনাজপুর প্রেসক্লাব,সাংবাদিক ইউনিয়ন ও টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিকদের নির্যাতনের চিত্র তুলে ধরে সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন,রংপুরের ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপার্সন লিমনের উপর পুলিশের হামলা ও মেহেরপুর ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু আক্তার করনের উপর সমাজ সেবা কর্মকর্তা কর্তৃক হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। ঘটনার সাথে জড়িতদের শুধু বদলী নয় শাস্তি নিশ্চিত করলেই আগামীতে কেউ এ ধরনের ঘটনাঘটনোর সাহস পাবেনা।
Tuesday, November 21
Statement: JMBF Urges Justice for the Killing of Homosexual Butcher Khairul Islam in Dhaka
Paris, France; November 20, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) expresses grave concern over the recent tragic and heinous murder of Khairul Islam, a gay butcher at Dakkhinkhan in Dhaka on the night of November 12, 2023.
The rights organization urges the government to give exemplary punishment to the alleged culprit through a prompt and fair trial. Additionally, they call for immediate measures to protect members of the LGBT community, preventing similar incidents in the future.
According to reports from various Bangladeshi news media, police recovered Butcher Khairul's bloodied body wrapped in a blanket from his shop in Dakshinkhan police station in Dhaka on the night of September 12, 2023. One wound was found on his nose, and three sharp weapon wounds were discovered on his neck. Initially, investigators had no leads, but later, individuals were arrested on suspicion. During intensive interrogation, Shahidul Islam, a butcher from a nearby shop, admitted that he worked at Judge Mia's meat shop in Adam Ali Market. Every day, after selling meat, he went home to Bereid. However, on the day of the incident, Khairul asked him to sleep in his shop, "Afsal Gost Bitan." Shahidul agreed, and around 11 o'clock, Khairul allegedly attempted a homosexual advance. Shahidul, angered by this, hit Khairul's face with a meat cutter chapati from Khairul's butcher's box, causing him to fall. Shahidul then struck Khairul's right-side neck more than three times to ensure his death. After confirming the victim's death, he wiped the body with a blanket, placed it in a box, covered Khairul with another blanket, and fled the scene.
Monday, November 20
হিজড়াদের (ত্রিতিয় লিঙ্গ) আক্রমণে বৃদ্ধা আহত।
স্টাফ রিপোর্টারঃ হিজড়াদের হাতে গুরুতর আহত হয়েছে এক বৃদ্ধা। ঘটনার বিবারনে ও সরেজমিনে জানাযায় মনিরামপুর উপজেলার দাঙ্গা মহিসদীয়া গ্রামে ঘটনার দিন আনুমানিক বেলা ১১ টার দিকে মৃত শামসুর রহমানের বাড়িতে শম্পা ও তার সাথে থাকা অন্য দুইজন হিজড়া উপস্থিত হয়ে মৃত শামসুর রহমানের স্ত্রী মাজিদা বেগম (৬৫) এর কাছে দুই হাজার টাকা দাবি করে।
এতে মাজিদা বেগম তাদের বলে আমি গরিব মানুষ এত টাকা দেব কি ভাবে, আমার কাছে টাকা নেই আমি দুই কেজি চাউল দিচ্ছি এটা নিয়ে চলে যাউ তুমরা। এতেই তিন হিজড়া মাজিদা বেগমের উপর খিপ্ত হয়ে বিভিন্ন বাজে ভাষায় তাকে গালাগালি করতে থাকে।
ঠাকুরগাঁওয়ে মহিলা দলের মিছিলে পুলিশের ধস্তাধস্তি, আইনজীবী আটক
বাংলাদেশ প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল থেকে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। এ সময় ছাত্রদলের নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধায় ইয়াজুল ইসলাম নামের ওই আইজীবীকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে আটক করা হয়। এসময় জেলা ছাত্রদল এর সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার শিখার সাথে পুলিশের ধস্তাধস্তির মাধ্যমে হেনস্থা করার অভিযোগও উঠেছে।
মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের রানী
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেন।
রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে এ মনোনয়ন ফরম তোলেন তিনি। এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করছেন। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি।
না.গঞ্জে শিশু বলাৎকার মামলায় যুবকের মৃত্যুদন্ড
সিদ্ধিরগঞ্জে এক শিশুকে বলাৎকারের পর হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামি হলো চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন ওরফে নাজু (৩৯)। মৃত্যুদন্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার আলম খানের বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন নাজমুল হোসেন। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশের ট্রান্সজেন্ডার সম্প্রদায়
বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ট্রান্সজেন্ডার সম্প্রদায় একটি অনন্য স্থান দখল করে আছে। এটি এমন এক সম্প্রদায় সমাজে যাদের অবস্থান প্রায়শই প্রান্তিক পর্যায়ে এবং যারা সমাজের অন্যান্য মানুষের দ্বারা ভুল বোঝাবুঝি এবং প্রতিষ্ঠিত সামাজিক নিয়ম এবং প্রত্যাশার মুখে নানারকম চ্যালেঞ্জের সম্মুখীন হন। বাংলাদেশের ট্রান্সজেন্ডার জনসংখ্যা আত্মপরিচয়, গ্রহণযোগ্যতা এবং অন্তর্ভুক্তির জন্য চলমান সংগ্রামের একটি আখ্যান উন্মোচন করে।
অনেক সমাজের মতো বাংলাদেশেও ঐতিহ্যগতভাবে বাইনারি লিঙ্গ নিয়ম-পুরুষ এবং মহিলা মেনে চলে। লৈঙ্গিক এই পরিচয়ের বাইরে যাদের অবস্থান স্থানীয়ভাবে তারা “হিজড়া” নামে পরিচিত। হিজড়ারা বিভিন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে যারা প্রচলিত পুরুষ-মহিলা বিভাজনের বাইরে শনাক্ত হয়। তাদের পরিচয়ের মধ্যে ট্রান্সজেন্ডার নারী, নপুংসক, আন্তঃলিঙ্গ ব্যক্তি, উভলিঙ্গ, তৃতীয় লিঙ্গ এবং যারা ঐতিহ্যগত লিঙ্গ নিয়ম মেনে চলে না তারা অন্তর্ভুক্ত থাকতে পারে।
Sunday, November 19
জাতীয় সংসদে সংরক্ষিত আসন চান ট্রান্সজেন্ডার ও হিজড়ারা
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুস্থ জীবন’। ছবি: আজকের পত্রিকা জাতীয় সংসদে হিজড়া ও ট্রান্সজেন্ডারদের জন্য সংরক্ষিত আসনের দাবি জানানো হয়েছে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুস্থ জীবন’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সচেতন হিজড়া অধিকার যুব সংঘের সভাপতি রবি বলেন, ‘আমরা সমাজে পিছিয়ে আছি কারণ আমাদের পিছিয়ে রাখা হয়েছে। আমরা কী-না পারি? আমরা আগেও দাবি জানিয়েছি জাতীয় সংসদে সংরক্ষিত আসনের জন্য। আজকে আবার দাবি জানাচ্ছি। আপনারা শুধু রাস্তায় আমাদের চরিত্র দেখেছেন, কিন্তু আমাদের ভালো কাজগুলো দেখেননি। আমাদের মধ্যেও ভালো মানুষ আছে। জাতীয় সংসদে যদি আমাদের প্রতিনিধি থাকে, তাহলে আমাদের কথা আমরাই বলতে পারব। আমরা আমাদের কথা বলতে চাই।’
Thursday, November 16
হরতালে পুলিশের কাজে বাধার মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবীর কারাদণ্ড
যুবদলের আইনবিষয়ক সহসম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী নূরে আলম সিদ্দিকীসহ দলের ৯ জন নেতা-কর্মীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ২০১০ সালের ২৭ জুন বিএনপির হরতালে সূত্রাপুরের কাপ্তানবাজার এলাকায় জোর করে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছিলেন। পুলিশ নিষেধ করলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে তিন পুলিশ সদস্যকে আহত করেন।
চট্টগ্রামে ৪ শিশুকে বলাৎকার, গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক
চট্টগ্রামে চার শিশুকে বলাৎকার করায় মো. ওমর ফারুক (২১) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) রাতে বন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে পরদিন (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে পাঠায়।
গ্রেপ্তার ফারুক বন্দর থানার ২নং মাইলের মাথা কলসিদিঘীরপাড় বাদামতলা এলাকার মারকাজুল হুফফাজ মাদ্রাসার শিক্ষক।
উত্তরায় কসাইয়ের হাতে কসাই খুন, নেপথ্যে সমকামিতা
গত রোববার রাতে উত্তরার দক্ষিণখানে নিজের মাংসের দোকান থেকে খাইরুল নামে এক কসাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। খাইরুল হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে বলাৎকার।
এ ঘটনায় শহিদুল ইসলাম নামে আরেক কসাইকে গ্রেপ্তারের পর আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রো পলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোর্শেদ আলম।
মোর্শেদ বলেন, গত রোববার রাতে দক্ষিণখানের নিজ দোকানে কম্বলে পেঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় কসাই খাইরুলের। তার নাকে ধারালো অস্ত্রের ক্ষত এবং গলার ডান পাশে তিনটি ক্ষত পাওয়া যায়। প্রাথমিকভাবে আমরা এই হত্যাকাণ্ডের কোনো ক্লু পাচ্ছিলাম না। পরে সন্দেহজনক কয়েকজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন পাশের দোকানের কসাই শহিদুল। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
হিজড়া ও ট্রান্সজেন্ডার শব্দের অস্পষ্টতায় দেশে ভয়াবহ বিপর্যয়ের ঝুঁকি
সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ট্রান্সজেন্ডার নিয়ে মন্তব্য- ‘কেউ চাইলেও লিঙ্গ পরিবর্তন করতে পারে না’ অথবা ‘পুরুষ পুরুষই, নারী নারীই’- বিশ্বে আলোড়ন তৈরি করে। আমরা এমন সময়ে বাস করছি যখন আমেরিকার মতো উন্নত দেশের সংসদে বিতর্কের বিষয় হয়- ‘পুরুষ কি গর্ভে সন্তান ধারণ করতে পারে?’ এ বছরের শুরুতে জেলখানায় এক ট্রান্সজেন্ডার নারী (জন্মগত পুরুষ) প্রকৃত নারীকে (রুমমেট) ধর্ষণের ইস্যুতে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী পদত্যাগে (১৫ ফেব্রুয়ারি ২০২৩) বাধ্য হোন। স্কুলের পাঠ্যক্রমে ট্রান্সজেন্ডার বা এলজিবিটি মতাদর্শ অন্তর্ভুক্তির প্রতিবাদে গত ২০ সেপ্টেম্বর কানাডার লক্ষ লক্ষ (মিলিয়ন মার্চ) পিতামাতা রাস্তায় নেমে আসেন।
আসন্ন আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ট্রান্সজেন্ডার একটি বড় ইস্যু হতে যাচ্ছে। তুরষ্কের সাম্প্রতিক নির্বাচনে এলজিবিটি বড় একটি ইস্যু ছিল। নির্বাচনে জয়ী হওয়ার পর অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্যে এরদোয়ান বলেন- এই বিজয় এলজিবিটি মতাদর্শের বিরুদ্ধে বিজয়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ট্রাডিশনাল মূল্যবোধ রক্ষার্থে এলজিবিটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। চায়নাও একই মনোভাব পোষণ করে, এলজিবিটি গোষ্ঠীর প্রাইড মাসে রঙধনু পতাকা বহনের অপরাধে দু’জনকে গ্রেপ্তার করে।
হিজড়া এবং ট্রান্সজেন্ডার শব্দের মৌলিক পার্থক্য না বুঝার করার কারণে ২০১৮ সালে পাকিস্তানে ট্রান্সজেন্ডার বিল সংসদে পাস হয়। কিন্তু জন্মগত লিঙ্গ পরিচয়ের সাথে মনস্ত্বাত্তিক জেন্ডার পরিচয় অন্তর্ভুক্তির কারণে সমাজে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে বিধায় কোর্ট ১৭ মে ২০২৩ আইনটি বাতিল ঘোষণা করে। সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশের দেশগুলো এলজিবিটির বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিয়েছে। এমনকি উগান্ডা পশ্চিমা ভিসা নিষেধাজ্ঞা, বিশ্বের ব্যাংকের ঋণ স্থগিত করার মতো অর্থনৈতিক ব্যাপারকেও উপেক্ষা করেছে। পূর্ব ইউরোপের দেশগুলোও ট্রান্সজেন্ডার মতাদর্শে বিরুদ্ধে অবস্থা নিয়েছে। জেন্ডার আইডেন্টিটি ইস্যুতে ইতালির সরকার পরিবর্তন হয়। সম্প্রতি হ্যাংগেরি ট্রান্সজেন্ডাদের লিগালাইজেশন বন্ধ ঘোষণা করেছে।
Wednesday, November 15
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে আশরাফুল আলম নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট সীমান্তে এ ঘটনা ঘটে।
আশরাফুল আলম (২৫) ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে কয়েকজন যুবক উপজেলা বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৫৭ এর সাব পিলার ৪ এস ও ৫ এস এর মাঝামাঝি স্থানে অবৈধ পথে সুপারি পারাপার করছিলেন। এ সময় ভারতের কালমাটি বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের ছোড়া রাবার বুলেটে আহত হন আশরাফুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
মহানগর বিএনপি নেতা গ্রেফতার
https://www.jugerchinta.news/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%A1%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0/58141?fbclid=IwAR3Efai2MvZG2L30XZDxARkZD1RoaslUvFpRxSE7c_ae38x1noj5JIZpH_g
Tuesday, November 14
‘প্রতিদিন প্রার্থনা করতাম, ঘুম থেকে জেগেই যেন নিজেকে মেয়ে হিসেবে দেখতে পাই’
বাসা খুঁজতে গিয়ে ‘টু লেট’ দেখে একটি নম্বরে ফোন দেন জারা রহমান। অপর প্রান্তে ফোন ধরেন বাড়িওয়ালা। কথাবার্তার এক পর্যায়ে বাসা ভাড়া ঠিক হয়। কিন্তু জারা যখন বলেন, তিনি একজন ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারী (ছেলে থেকে মেয়ে হয়েছেন), সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেন বাড়িওয়ালা। জারার মুঠোফোন নম্বরটিও ব্লক করে দেন।
জারা রহমান বলেন, ‘সরাসরি বাড়ি খুঁজতে গেলে এক বয়স্ক বাড়িওয়ালি ভাড়া ঠিকঠাক করে জানালেন, আমাকে তাঁর খুব পছন্দ হয়েছে। এরপর তাঁকে যখন ট্রান্স উইমেন বলে আমার পরিচয় দিলাম, তিনি বিষয়টি ঠিক বুঝতে পারলেন না। তখনো বললেন, সমস্যা নেই। কিন্তু তাঁকে যখন জানালাম আমি ছেলে থেকে মেয়ে হয়েছি, তখন দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। এরপর তাঁর স্বামীকে পাঠালেন। তিনি এসে বললেন, তাঁরা কোনো হিজড়াকে বাসা ভাড়া দেবেন না।’ রাজধানীর মহাখালীসহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিতে গিয়ে জারা রহমানের এমন অভিজ্ঞতা হয়েছিল।
আদালত শেষে বাড়ি ফেরার পথে আইনজীবী নেতা গ্রেপ্তার
আইনজীবী জাকির হোসেন। ছবি: আজকের পত্রিকা আদালত শেষে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে শহরের দুই নম্বর রেলগেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিএনপি নেতা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
Monday, November 13
মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ
পটুয়াখালী: দুমকীর লেবুখালী পাগলা সংলগ্ন দারুসসুন্নাত মডেল মাদ্রাসার পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অত্র মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ১২ নভেম্বর, রবিবার উপজেলার পাগলা সংলগ্ন দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। এ দিকে ঘটনাটি জানাজানি হলে প্রশাসনের নির্দেশে প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ রাখা হয়েছে।
নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এ্যাওয়ার্ডে মনোনীত ট্রান্সজেন্ডার শিল্পোদ্যোক্তা সিনথিয়া ভুইয়া
ঢাকাস্থ খিলগাঁও গোরানের স্বনামধন্য ট্রান্সজেন্ডার শিল্পোদ্যোক্তা ও আমাদের ভাবনা এসোসিয়েশন এর চেয়ারম্যান সিনথিয়া ভুইয়া নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৩-এ মনোনীত হয়েছেন।
সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ ও নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ আয়োজনে আগামী ২৩ শে নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকেল পাঁচ ঘটিকায় হিমালয় কণ্যা নেপালের কাঠমান্ডু শহরের হোটেল তামান পার্ক এর বলরুমে বর্ণাঢ্য আয়োজনে সিনথিয়া ভুইয়াকে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড প্রদান করা হবে।
তৃতীয় লিঙ্গের দেলুর বিলাসবহুল বাড়ি আছে স্ত্রী-সন্তানও
জামালপুরের তৃতীয় লিঙ্গেও (হিজড়া) দেলুর আসলে একজন পুরুষ। তার ছেলে-মেয়ে আছে। ছেলে বিয়েও করেছেন। তারপরও তিনি তৃতীয় লিঙ্গ সেজে নানা কৌশলে দলবেধে চাঁদাবাজি করছেন। তার নিজস্ব গ্রæপও রয়েছে। তিনি অনেক ব্যক্তিকে ডাক্তারের মাধ্যমে অপারেশন করিয়ে তৃতীয় লিঙ্গ বানিয়েছেন। তারা এখন পথে পথে টাকা আদায় করছেন।
চাঁদার টাকায় দেলু জামালপুরে তিনতলা ফাউন্ডেশনের বাড়িও করেছেন। সেখানে টাইলস দিয়ে ইতোমধ্যে এক তলা বাড়ির নির্মাণ কাজ শেষ করে বসবাস করছেন। ইতোমধ্যে আরও অনেককে অপারেশন করিয়ে মেয়ে হিজড়া সাজিয়ে চাঁদা আদায় করছেন। চাঁদার টাকার ভাগও পান তিনি।
Sunday, November 12
ট্রান্সজেন্ডারদের অধিকার রক্ষায় আইন হচ্ছে
সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। পরিবারে নেই গ্রহণযোগ্যতা। শিক্ষা, স্বাস্থ্য এমনকি মৃত্যুর পর সৎকারেও তাদের নিয়ে দেখা যায় জটিলতা—এমন অবস্থায় ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর জন্য অধিকার সুরক্ষা আইন হচ্ছে। ৫৩টি ধারা সংবলিত এই আইনের খসড়া তৈরি করেছে সরকারের সমাজসেবা অধিদপ্তর, সার্বিক সহযোগিতায় আছে জাতীয় মানবাধিকার কমিশন। তাদের জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, সম্পত্তিতে অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য অধিকার, এমনকি মৃত্যুর পর সৎকারের বিষয় সম্পূর্ণভাবে উল্লেখ থাকবে আইনে।
Saturday, November 11
কুড়িগ্রামে বলাৎকারের অভিযোগে এক শিক্ষক আটক
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে তার প্রাইভেট শিক্ষককে আটক করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে। আটককৃত শিক্ষক ওই গ্রামের মৃত মোন্নাফ আলীর ছেলে মোঃ মাসুদুর রহমান (২৫)। সে দক্ষিণ ছাট গোপালপুর দারুল কুরআন বালক-বালিকা নুরানী মাদ্রাসার শিক্ষক বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রের মা বাদি হয়ে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রকে প্রাইভেট পড়াতো শিক্ষক মাসুদ। গত ৭ নভেম্বর (মঙ্গলবার) মাদ্রাসার ছুটি হলে সকল শিক্ষার্থী নিজ বাড়িতে চলে যায়। বিকেলে ওই ছাত্রকে প্রাইভেট পড়ানোর কথা বলে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে জোড় করে পায়ুপথে ধর্ষণ করে এবং এই ঘটনা কাউকে না বলতে নানা ধরনের ভয়ভীতি দেখায়।
পরে সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্র অসুস্থ হয়ে পড়লে তার মাকে বিস্তারিত ঘটনা খুলে বলে। গতকাল বুধবার (৮ নভেম্বর) ওই ছাত্রের মা বাদি হয়ে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার সুত্র ধরে পুলিশ অভিযান চালায় এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করে। ওসি মোঃ রুহুল আমিন জানান,
মামলার সুত্র ধরে পুলিশ অভিযান চালায় এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করে। ওসি মোঃ রুহুল আমিন জানান, বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
Friday, November 10
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে সমিরুল হক (১৬) নামে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত সমিরুল হক চরআষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়েছিল সমিরুল। বিএসএফের ছোড়া গুলিটি সমিরুলের ডান বগল দিয়ে ঢুকে বাম বগল ছেদ করে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
শৈলকুপায় রাজনীতিকদের লোভের বলি সংখ্যালঘুরা
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রয়াত সত্যেন্দ্রনাথ সাহা পরিবারের বাড়ি দখল করে আধুনিক ডিজাইনে নির্মাণ করা হয়েছে চারতলা ‘মোল্লা টাওয়ার’। নিচতলায় সামনের অংশে মার্কেট, পেছনে আবাসিক ফ্ল্যাট। ওপরের তিনতলা আবাসিক ফ্ল্যাট। শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা ও তার বাবা উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাবদার হোসেন মোল্লার বিরুদ্ধে দখলের অভিযোগ ওই সনাতন ধর্মাবলম্বী পরিবারের।
শুধু সত্যেন্দ্রনাথ সাহার পরিবারই নয়, শৈলকুপায় এমন শত শত সংখ্যালঘু পরিবার ঘরছাড়া হয়েছে। বেদখল হয়েছে সম্পত্তি। সব হারিয়ে অনেকে থাকছেন ভাড়া বাসায়। দখলে যুক্ত প্রভাবশালীদের হুমকি-ধমকির কারণে অনেকে নিজ ভূমির মায়া ত্যাগ করে স্থায়ী আবাস গেড়েছেন ঢাকায়। ভুলেও এলাকামুখো হন না। দেড় দশক ধরে এমন অরাজকতা চললেও মুখে কুলুপ এঁটে রয়েছেন স্থানীয় সংসদ সদস্যসহ প্রভাবশালী রাজনীাতিকরা। কারণ, এই দখলে জড়িত প্রায় সবাই রাজনৈতিক কর্মী। আর তাদের পেছনে আশীর্বাদের হাত রয়েছে স্থানীয় সংসদ সদস্যের। সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, আসন্ন নির্বাচন সামনে রেখে ফের তাদের ঘরছাড়া হওয়ার আতঙ্ক ঘিরে ধরেছে। প্রায় প্রতিদিনই সম্পত্তি দখলের অভিপ্রায়ে চলছে মহড়া। হুমকি-ধমকি মারধর। মন্দিরে হামলা, সম্পত্তি দখল, প্রতিমা ভাঙচুরের মতো ঘটনাও ঘটছে অহরহ।
সর্বশেষ গত সোমবার রাতে উপজেলার বিজুলিয়া গ্রামের কুঠিবাড়ি কালীমন্দিরের শিবমূর্তি ভাঙচুরের অভিযোগ ওঠে। এর আগে গত বছরের অক্টোবরে ডাউটিয়া গ্রামে শতবর্ষী কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। আর এ ঘটনায় নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস। তার বাবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান।
সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দখল করে ভবনটি নির্মাণ করা হয় প্রয়াত সত্যেন্দ্রনাথ সাহা পরিবারের ২৪ শতক জমি দখল করে। মূল্যবান এ জমি দখল করতে শামীম ও সাবদার সত্যেন্দ্রনাথের চাচাতো ভাই প্রশান্ত কুমার সাহাকে আয়ত্তে নেয়। অভিযোগ রয়েছে, ভুয়া বায়নাপত্রের মাধ্যমে প্রশান্তকে পুরো জমির মালিক বানিয়ে দেওয়া হয়। এরপর ২০১৩ সালে প্রশান্তর কাছ থেকে এ জমি কিনে নেন বাবা-ছেলে। অতি গোপনে করা দলিলও করে ফেলা হয়। এরপর যখন দলবলসহ শামীম মোল্লা বাড়িটি দখল করতে যান, তখনই তা সত্যেন্দ্রনাথের পরিবারের দৃষ্টিতে আসে। এরপর তারা আদালতের আশ্রয় নেন। কিন্তু আদালতের নিষেধ উপেক্ষা করেই স্থানীয় পুলিশের সহায়তায় সেখানে নির্মাণ করা হয় মোল্লা ভবন।
সত্যেন্দ্রনাথ সাহার ছেলে জ্যোতি প্রশাদ সাহার স্ত্রী মল্লিকা সাহা বলেন, আমাদের বাড়ি ও কালীমন্দির জোর করে শামীম মোল্লা দখল করে নেয়। আমি তখন সবার কাছে যাই, কিন্তু ন্যায়বিচার পাইনি। আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি আমরা যেন সুষ্ঠু বিচার পাই। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য আবদুল হাইয়ের কাছেও গিয়েছিলাম। কিন্তু এমপি আমাদের বললেন, ‘কাগজপাতি আছে তা আমি কী করব। কাগজপাতি ধুয়ে পানি খা গিয়ে। এরপর থেকে আর কারও কাছে যাই না। রেকর্ড তো আমাদের নামে আছে। জমি যাবে কোন জায়গায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমরা খুব অসহায়। কোথাও বিচার পাইনি। আমাদের সম্পত্তি ফেরত চাই। আমরা সুস্থ জীবনযাপন করতে চাই।’
শৈলকুপায় কালীমন্দিরে শিবমূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে গত সপ্তাহে। স্থানীয়রা বলছেন, কে বা কারা রাতের অন্ধকারে শিবমূর্তিটি ভেঙে রেখে পালিয়ে যায়। বিজুলিয়া কুঠিবাড়ি কালীমন্দিরের সাধারণ সম্পাদক দীলিপ কুমার বলেন, ‘১০০ বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এখানে পূজা অর্চনা করে আসছেন। গতকালও দেখেছি মন্দিরের অভ্যন্তরে অবস্থিত মূর্তিগুলো ভালো ছিল। সকালে দেখছি মূর্তি ভাঙা। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা ঘটাতে পারে। এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার আশা করছি।’
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মন্দির পরিদর্শন করেছি। অতিসত্বর আমরা মন্দিরের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
গত বছরের ৬ অক্টোবর রাতে শৈলকুপার ডাউটিয়া গ্রামের কালীমন্দিরের দরজার তালা ভেঙে প্রতিমা ভাঙচুর করে একদল লোক। প্রতিমার মাথা ২০০ গজ দূরে মন্দির কমিটির সাধারণ সম্পাদকের বাড়ির পাশে ফেলে রাখে তারা। এ ঘটনায় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন মন্দির কমিটির সভাপতি সুকুমার মণ্ডল বাদী হয়ে একটি মামলা করেন। সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ সুপার আশিকুর রহমান জানিয়েছিলেন, দিনার বিশ্বাস নামে এক যুবকের পরিকল্পনা ও প্ররোচনায় গভীর রাতে মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়। দিনার বিশ্বাস শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তার বাবা মতিয়ার রহমান শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলধরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার হোসেন ঘটনার দিন রাতে পাঞ্জাব আলী খানের ছেলে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার খান, আমজাদ হোসেনের ছেলে ও ধলহরাচন্দ্র ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেনসহ তাকে বাড়িতে ডেকে আনে। পুলিশকে শায়েস্তা করতে হবে বলে পরিকল্পনা নেওয়া হয়। দিনারের নির্দেশে তিনিসহ সাজ্জাদ ও তুষার ডাউটিয়া কালীমন্দিরে ঢুকে কালিমূর্তির মাথা ভেঙে রাস্তায় ফেলে রাখে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বক্তব্য রাখা, এবং ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করায় জেলার পুলিশ সুপারের বিরুদ্ধেও বিষাদাগার করে ওই প্রভাবশালীরা। এর কিছুদিন পরই বদলি হন ওই পুলিশ সুপার।
গত বছরের ১ আগস্ট শৈলকুপা উপজেলার কামারিয়া গ্রামে আট হিন্দু বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। ঘটনার এক দিন পর দায়ের করা মামলায় ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়। ১০ নম্বর বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মেম্বার, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ফরিদ মুন্সী মেম্বরের নেতৃত্বে জুয়েল, ইফতি, বোরহান, হামজা, কামাল, আদরসহ ৪০ থেকে ৫০ জন ওই হামলায় অংশ নেয়।
মামলায় অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামে ঢুকে প্রথমে চায়ের দোকানদার দেব কুমারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে এবং মারধর শুরু করে। সার ব্যবসায়ী বিকাশ মণ্ডল লাঙ্গলবাঁধ বাজার থেকে ফিরছিলেন। তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। তাকেও মারধর করে। এরপর হামলাকারীরা বিভিন্ন বাড়িতে ঢুকে গালাগাল করে ত্রাস সৃষ্টি করে। বিভিন্ন ঘরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুট করে। মামলার বাদী রতন চন্দ্র কুণ্ডু বলেন, মাঝে মাঝে সন্ত্রাসীরা এ গ্রামে এসে চাঁদা দাবি করে। না পেয়ে বকাবকি করে। চাঁদাবাজির কারণে এ হামলা হয়েছে।
স্থানীয় সংখ্যালঘু নেতাদের অভিযোগ, প্রায় প্রতিনিয়তই শৈলকুপায় বসবাসরত হিন্দু ধর্মালম্বীদের বাড়িতে হুমকি-ধমকি চলে। দেশ ছাড়া করে জমি দখল করে নেবে—এমন হুমকি দেয় প্রভাবশালীরা। তারা বলছেন, এরই মধ্যে অনেকেই এলাকা ছাড়া হয়েছেন। অনেকে ভয়ে জমিজমা স্বল্পদামে বিক্রি করে দিয়েছেন। অনেকে আবার স্থায়ীভাবে শৈলকুপা ছেড়ে অন্যত্র চলে গেছেন। তারা বলছেন, স্থানীয় সংসদ সদস্যের কাছে এসব বিষয় নিয়ে অভিযোগ জানালেও তিনি আমলে নেন না। উল্টো নানাভাবে কটূক্তি করেন।
চলতি বছরের ১ এপ্রিল ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ার দাবি জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কনক কান্তি দাস সভাপতিত্ব করেন।
সম্মেলনে বক্তারা বলেন, ‘গত অক্টোবরে শৈলকূপা উপজেলার ডাউটিয়া গ্রামে শতবর্ষী কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাসের ছেলে দিনার বিশ্বাসের নেতৃত্বে। এ ঘটনায় হামলাকারীদের বাঁচাতে মরিয়া হয়ে পড়েছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই। তিনি একাধিকবার ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালিয়েছেন। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে যারা এমন ঘটনা ঘটিয়েছে, তারা কখনোই আওয়ামী লীগের মঙ্গল চান না।’
তারা বলেন, ‘এ সব নেতারা তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য সবসময় ব্যস্ত থাকেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি আব্দুল হাইয়ের মতো সংখ্যালঘুদের জমি দখল, বাড়িঘর ভাঙচুর, মন্দিরের প্রতিমা ভাঙচুর ও নির্যাতনকারীদের পৃষ্ঠপোষকতা করেন, তাদের আর যেন মনোনয়ন না দেওয়া হয়।
সব ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাসের নিন্দা জানিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার কালবেলাকে বলেন, সামনে নির্বাচন। এ সময়ে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে না পারলে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা বাধাপ্রাপ্ত হবে। সেইসঙ্গে এই অপকর্মে যুক্ত সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে দৃষ্টান্ত স্থাপন হবে না।
তিনি বলেন, আমরা সব ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার নেপথ্যে থেকেও কেউ যদি ইন্ধন জোগায়, আমাদের দাবি থাকবে রাজনৈতিক দলগুলো সেইসব জনপ্রতিনিধিদের কোনো অবস্থাতেই যেন মনোনয়ন না দেয়।
https://www.kalbela.com/ajkerpatrika/lastpage/37663
Thursday, November 9
লাভের লোভে হঠাৎ হিজড়া
হিজড়া বা তৃতীয় লিঙ্গের সদস্যদের চাঁদবাজিতে ক্ষুব্ধ ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের মানুষ। পথেঘাটে, ট্রাফিক সিগন্যালে, বিয়ের অনুষ্ঠানে বা বর-কনে বহন করা গাড়িতে এমনকি বাসাবাড়িতে গিয়েও জোরপূর্বক চাঁদা আদায় করছে হিজড়ার দল। এঁদের অত্যাচার থেকে বাঁচতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারস্থ হলেও কোনো সুরাহা পায় না জনসাধারণ। চাঁদাবাজির লাভের লোভে দিব্যি পুরুষ বা নারী হঠাৎ এলাকায় ফেরেন হিজড়ার বেশে।
ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মাদরাসার ১২ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে তার প্রাইভেট শিক্ষককে আটক করেছে পুলিশ
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার
সাধারণ সম্পাদক
টাঙ্গাইল প্রতিনিধি: [২] জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে বেপারী পাড়া এলাকার তার পাশের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।
[৩] বিএনপি নেতারা জানান, আইন পেশায় নিয়োজিত ফরহাদ ইকবাল গত ২৯ অক্টোবর হরতাল চলাকালে আদালত এলাকায় মিছিল শেষে আত্মগোপনে চলে যান। অজ্ঞাত স্থান থেকে তিনি অবরোধ কর্মসূচীতে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছিলেন।
[৪] পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর শহরের বেড়াডোমা এলাকায় বিষ্ফোরণ ও নাশকতার অভিযোগে যে মামলা হয়েছে, ফরহাদ ইকবাল তার এজাহারভূক্ত আসামী। ওই ঘটনার পর থেকে পুলিশ তাকে খুঁজছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফরহাদ ইকবাল বেপারী পাড়া এলাকায় তার বাসার পাশের একটি বাসায় অবস্থান করছে। পরে বিকেল ৪টার দিকে সদর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে সদর থানায় নেয়া হয়েছে।
[৫] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, ফরহাদ ইকবালকে শুক্রবার আদালতে পাঠানো হবে। ২৯ অক্টোবর দায়েরকৃত নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
https://www.amadershomoy.com/country/article/82474/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be
Wednesday, November 8
পুলিশের গুলিতে নারী পোশাক শ্রমিক নিহত
পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত আছে। বুধবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুনসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে আঞ্জুয়ারা খাতুন (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ি জরুন চার রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আঞ্জুয়ারাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় জামাল উদ্দিন (৪৮) নামে গুলিবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হত্যামামলা অনুসন্ধান করতে গিয়ে লিঙ্গ পরিবর্তনকারী চক্রের সন্ধান
হত্যা মামলার তদন্ত করতে গিয়ে লিঙ্গ পরিবর্তনকারী চক্রের সন্ধান পাওয়া গেছে। তৃতীয় লিঙ্গের (হিজড়া) হতে দেড় থেকে দুই লাখ টাকার বিনিময়ে অপারেশন করতো চক্রটি। পরে হরমোনজাতীয় ওষুধ প্রয়োগ করে শরীরে আনা হতো পরিবর্তন। এমন অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তিতে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। তাদের লিঙ্গ পরিবর্তনে কয়েকজন ডাক্তারও জড়িত। লিঙ্গ পরিবর্তনে আছে বিশেষ অপারেশন থিয়েটার। সব কিছুর অনুসন্ধান করে উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
Tuesday, November 7
Statement: JMBF Calls for Justice for the Death of Nurul Islam Due to Alleged Police Torture in Narayangan
Paris, France; October 7, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) is deeply concerned and outraged over the tragic death of Nurul Islam (55), a poultry businessman, due to alleged torture by plainclothes policemen following their raid on his home in Sonargaon, Narayanganj on November 6, 2023.
JMBF urges the formation of an inquiry committee, led by a judicial magistrate, to investigate this incident, ensuring the highest levels of integrity and transparency in the proceedings. JMBF also calls for exemplary punishment for the alleged culprits through a fair and transparent trial under the Prohibition of Torture and Death in Custody Law 2013.
According to reports published in various online news media, it is learned that on November 6, Nurul Islam, a 55-year-old poultry businessman, died in his own home following a raid by plainclothes policemen in the village of Burumdi, under the jurisdiction of Jampur Union in Sonargaon Police Station in Naranganj. Deceased family members alleged that the police punched and beat him during the raid, and as he was a heart patient, he couldn't bear that torture and subsequently died. His daughter, Mithila Akter, stated that ASI Elias went to the deceased's house with a constable in plainclothes and demanded BDT 1 lakh.
জামালপুর কারাগারে সাড়ে ৪ ঘণ্টার ব্যবধানে দুই কয়েদির মৃত্যু
জামালপুর কারাগারে বন্দী দুই কয়েদির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জামালপুর কারাগারের জেলার আবু ফাতাহ।
মারা যাওয়া কয়েদিরা হলেন জামালপুরের মেলান্দহ উপজেলার কাঙ্গালকুশা গ্রামের ইয়াকুব আলী (৬৫) ও মাদারগঞ্জ উপজেলার কুমরাকান্দি গ্রামের শাহীন হাওলাদার (৪০)। তাঁদের মধ্যে ইয়াকুব আলী হত্যা মামলায় যাবজ্জজীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি ২০১৮ সালের ৮ আগস্ট থেকে কারাগারে ছিলেন। আর শাহীন তিনটি মাদক মামলায় চলতি বছরের ৩১ আগস্ট থেকে কারাগারে ছিলেন। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।
সোনারগাঁয়ে পুলিশের মারধরে ব্যবসায়ী মৃত্যুর অভিযোগ, ময়নাতদন্ত ছাড়াই দাফন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের মারধরে নুরুল ইসলাম (৫৫) নামের এক পোলট্রি ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। বাড়িতে পুলিশ দেখে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত নুরুল ইসলাম ওই গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। তাঁর পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁর মেয়ে শিলা আক্তার ও মিথিলা আক্তার জানান, তিন বছর আগে ওপেন হার্ট সার্জারি হওয়ার পর তাঁদের বাবা বাড়িতেই থাকতেন। বাড়িতেই পোলট্রি মুরগির ব্যবসা করতেন। গতকাল দুপুরেও তিনি বাড়িতে ছিলেন। এ সময় তালতলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস আহমেদ একজন পুলিশ কনস্টেবলসহ সাদাপোশাকে তাঁদের বাড়িতে আসেন। একপর্যায়ে হাতকড়া পরিয়ে নুরুল ইসলামকে ঘর থেকে বের করার চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাবার ধস্তাধস্তি হয়। পুলিশ নুরুল ইসলামকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। এ সময় পুলিশ তাঁকে ছেড়ে দিতে ১ লাখ টাকা ঘুষ দাবি করে। পরিবারের সদস্যরা ৫০ হাজার টাকা দিতে রাজি হন।
প্রধান বিচারপতির বাসভবনে হামলা: বিএনপির তিন আইনজীবী নেতার আগাম জামিন
ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন (২৮ অক্টোবর) প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে রমনা মডেল থানায় করা দুই মামলায় বিএনপির তিন আইনজীবী নেতা আগাম জামিন পেয়েছেন।
আগাম জামিন চেয়ে বিএনপির তিন নেতার করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আগাম জামিন পাওয়া তিন আইনজীবী হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী ও যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন।
https://www.prothomalo.com/bangladesh/mkqjk0kdhu
গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু, ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালংয়ে র্যাবের টহল দলের ওপর হামলার ঘটনায় গুলিবিদ্ধ এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া একই ঘটনায় বিএনপির ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে র্যাব।
গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া বিএনপি নেতা জাগির হোসেন (৩৮) জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি পাইন্যাশিয়া গ্রামের মৃত মো. আলমের ছেলে। মৃত্যুর খবর নিশ্চিত করেন জাগিরের ভাতিজা শিহাব উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, হামলার সময় তাঁর চাচার (জাগির) পেটে গুলি লাগে। এরপর তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
চন্দনাইশে শিশু বলাৎকার, থানায় মামলা
চট্টগ্রামের চন্দনাইশে দশ বছর বয়সী শিশুকে বলাৎকারের অভিযোগে উৎফল কান্তি বৈদ্য (২৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। রবিবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত উৎফল সাতবাড়ীয়া ইউপি'র ৪ নং ওয়ার্ডের ছলিয়া পাড়া এলাকার শচীন্দ্র মোহন সুশীলের ছেলে।
Monday, November 6
দৌলতপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসীরা হামলা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর উপজেলা বাজার সংলগ্ন এলাকায় শহিদুল ইসলাম সোহাগ (৩৫) নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও লোহার রডের আঘাতে মারাত্মক আহত হয়ে তিনি দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার শিকার শহিদুল ইসলাম সোহাগ দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানান, তার মাথা ও মুখমন্ডলে উপুর্য লোহার রড ও ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তার মাথায় ৭ টা সেলাই দেয়া হয়েছে। তবে, তিনি এখন শঙ্কামুক্ত।
Sunday, November 5
ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের বাসায় অভিযান
ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তার ধানমন্ডির বাসা ঘিরে ফেলে তারা।এরপর তারা বাসার গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী বাসার বিভিন্ন কক্ষে খোঁজাখুঁজি করে তারা।
এ সময় বাসায় অসীমের স্ত্রী-সন্তানরা অবস্থান করলেও অসীম বাসায় ছিলেন না জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান এ তথ্য জানিয়েছেন।
https://www.banglanews24.com/politics/news/bd/1218841.details?fbclid=IwAR0V6mwPwqxVzZ6YkuzwwPi7MQafGofArU10yUny-9-bZjrmLKlWIUn5WEg
দৌলতপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসীরা হামলা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর উপজেলা বাজার সংলগ্ন এলাকায় শহিদুল ইসলাম সোহাগ (৩৫) নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও লোহার রডের আঘাতে মারাত্মক আহত হয়ে তিনি দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার শিকার শহিদুল ইসলাম সোহাগ দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানান, তার মাথা ও মুখমন্ডলে উপুর্য লোহার রড ও ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তার মাথায় ৭ টা সেলাই দেয়া হয়েছে। তবে, তিনি এখন শঙ্কামুক্ত।
মিরসরাইয়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধকে পুলিশে সোপর্দ
মিরসরাইয়ে ১০ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. নুরুল ইসলাম (৫৮) নামে এক বৃদ্ধকে আটক করে জোরারগঞ্জ থানা পুুলিশে সোপর্দ করলো জনতা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার ধুম ইউনিয়নের মোবারকঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নুরুল ইসলাম ধুম ইউনিয়নের ২নং ওয়ার্ডের বারইয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুরুল ইসলাম ১০ বছরের ওই শিশু শিক্ষার্থীকে মাদ্রাসায় যাওয়ার পথে প্রায় সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়াসহ জোরপূর্বক একাধিকবার বলাৎকার করে আসছিলো। আর এসব বিষয়ে কাউকে না জানানোর জন্য তাকে
Saturday, November 4
BNP vice chairman Shahjahan Omar arrested: party
Members of law enforcement agencies detained the main opposition Bangladesh Nationalist Party vice-chairman Barrister Shahjahan Omar (Bir Uttam) at a location in Dhaka city at the night following Saturday.
BNP senior joint secretary general Ruhul Kabir Rizvi said this in a statement on Sunday.
The statement did not mention the place of detaining the BNP leader.
Rizvi condemned the arrest of the party leader and demanded release of all the party leaders and activists arrested in false and fabricated cases.
Law enforcement agencies, however, did not say anything about the detention of Shahjahan.
https://www.newagebd.net/article/216876/bnp-vice-chairman-shahjahan-omar-arrested-party
Statement: JMBF Expresses Deep Concern and Outrage over Arbitrary Arrests and Police Brutality against Pro BNP-Jamaat Lawyers in Bangladesh.
Paris, France: November 4, 2023 - JusticeMakers Bangladesh in France (JMBF) deeply expresses concern and outrage over the arbitrary arrests, fabrication of false cases, and the occurrence of police brutality against lawyers associated with the Bangladesh Nationalist Party (BNP) and Jamaat-e-Islami Bangladesh during peaceful demonstrations and protests in Dhaka and Faridpur.
France-based human rights organization, JMBF, calls for the identification of the accused through an impartial investigation led by a High Court Judge and the immediate, unconditional release of the arrested lawyers, along with the dropping of all charges against them.
Based on reports published in various online and print newspapers in Bangladesh over the past two weeks, it has come to our attention that on the night of October 30, 2023, around at 8 pm, Advocate S.M. Mojammel Hossain Alal, a lawyer of the Supreme Court of Bangladesh and the Central Committee Joint Secretary of the Bangladesh Nationalist Party (BNP), was arrested from his residence in the Kathalbagan area of the capital. He was arrested on multiple charges related to the recent gatherings and demonstrations by the BNP and subsequently sent to jail custody. Before this, on the morning of October 29, in Dhaka, the Detective Branch (DB) police conducted a raid on his residence in Lalmatia, conducting searches in every room but failing to locate him. Later in the day, around noon, DB police entered his Banani residence too.
হাতীবান্ধায় শ্মশানের মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ
লালমনিরহাটের হাতীবান্ধায় জমিসংক্রান্ত বিরোধের জেরে শ্মশানের মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়া সাড়ডুবি সার্বজনীন মহাশ্মশানে এ ঘটনা ঘটে। এ বিষয়ে হাতীবান্ধা থানায় মামলার প্রস্তুতি চলছে।
শশ্মানের মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে মহল ইসলাম গংদের বিরুদ্ধে। জানা গেছে, ১৯৩৫ সালে ওই শ্মশানটি স্থাপিত হয়। হঠাৎ করে গত কয়েক মাস ধরে শ্মশানের জমি নিজেদের দাবি করছেন মহল, রেজাউল, সাজু, দুলাল, মন্টুসহ আরও অনেকে। এ নিয়ে মন্দির কমিটির সাথে তাদের বিরোধ চলে আসছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে দুর্বৃত্তরা ওই শ্মশানের ঘর ও মন্দিরের মূর্তি ভাঙচুর করে। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওই মন্দিরের পূজারী নিরু বালা বলেন, আমি সকালে পূজা করে আসি। এ সময় অভিযুক্তরা লাঠি, পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে আমাকে বলে ‘এ হিন্দু বেটি তোরা কীভাবে পূজা করিস আয়তো দেখি।’ এ কথা বলেই শ্মশানের মন্দির ভাঙচুর শুরু করে। ভাঙচুর শেষে তারা সেখানে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ ফজলুল হক বলেন, আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি হিন্দুরা ওই শ্মশানে দাহ করে। শ্মশানের মন্দিরে পূজা করে। শুধু আমি নই, আমার দাদা ও বাবারাও দেখে আসছেন। তাদের কাছেও শুনেছি। হিন্দুরা আমাদের প্রতিবেশী। আমরা সবাই এক সাথে বসবাস করি। তাদের শ্মশান ভাঙচুর ও মন্দিরে আগুন দেওয়া ঠিক হয়নি। যারা এ কাজ করেছে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক।
স্থানীয় বাসিন্দা নূর জাহান বেগম বলেন, সকালে অভিযুক্তরা ওই শ্মশানের মন্দির ভাঙচুর করে অগ্নি সংযোগ করে সেখানকার সব কিছু বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ এসে অভিযুক্তদের বাড়ি থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করে। এ বিষয়ে বুড়া সাড়ডুবি সার্বজনীন মহাশশ্মানের সভাপতি স্বপন রায় বলেন, অনেক বছর ধরে আমরা ওই শ্মশান ব্যবহার করে আসছি। কিন্তু হঠাৎ করে মহল, রেজাউল, সাজু, দুলাল, মন্টুসহ আরও অনেকে শ্মশানের জমিটি নিজেদের দাবি করে আমাদের জমিটি ছেড়ে দিতে বলে। আমরা জমি ছেড়ে না দেওয়ায় তারা আমাদের শশ্মান ও মন্দিরের মূর্তি ভাঙচুর করেছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত মহল ইসলাম বলেন, আমরা কোনো মন্দির ভাঙচুর করিনি। তারাই তাদের মন্দিরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। ওখানে কোনো শ্মশান ছিল না। ওই জমি আমার বাপ-দাদার সম্পত্তি।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার সিংহ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
https://www.kalbela.com/country-news/36169
Thursday, November 2
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করার কথা স্বীকার করল বিএসএফ
পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তের ওপারে বাংলাদেশি যুবক আইনুল হক (৩২) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ গুলি করার কথা স্বীকার করেছে।
আইনুলের গুলিবিদ্ধ লাশ বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তের ৪৪৮ নম্বর সীমান্তখুঁটি এলাকায় মহানন্দা নদীর পাড়ে ভারতীয় ভূখণ্ডে পড়ে ছিল। বেলা তিনটার দিকে বিএসএফ লাশটি উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।
Wednesday, November 1
তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আইনুল হক (৩২) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১ নভেম্বর) ভোরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাসেমগঞ্জ এলাকার ৪৪৮ নম্বর পিলারের ভারতের অভ্যন্তরে ফাঁসিদেওয়া ক্যাম্পের ফকিরগঞ্জ গ্রামে সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আইনুল হক দক্ষিণ কাসেমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
Statement: JMBF Demands an End to All Killings by BSF at the Indo-Bangla Border
Paris, France; November 01, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) expresses profound concern regarding the killing of a Bangladeshi citizen, Ainul Haque (32), due to gunfire by the Indian Border Security Force (BSF) at the Tetulia border in the Panchagarh district on the early morning of November 01, 2023.
The France-based human rights organization, JMBF, strongly condemns the killing of Ainul Haque and urges an end to all kinds of killings at the Indo-Bangla border by BSF, in accordance with international laws and principles.
According to reports from various Bangladeshi newspapers, on November 1st, early in the morning, Ainul Haque, a 32-year-old Bangladeshi cattle trader, was killed by gunfire from the Indian Border Security Force (BSF) near border pillar 448 in Fokirganj village, South Kasemganj, Banglabandha Union, under Tetulia Upazila in Panchagarh district. Ainul Haque, the victim, was a cattle trader from South Kasemganj in Panchagarh. Local residents were alarmed by gunshots in the early hours of November 1st, sparking immediate concern, especially for Ainul Haque's family, who searched for him throughout the night. It was later revealed that Ainul Haque was fatally shot by the BSF near the Indian border. Regrettably, Ainul Haque's body was taken by the BSF, and they have not yet handed over his body to his family.
যুবদল নেতা হত্যার
সিলেটে অবরোধ চলাকালে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগের চার জেলায় আগামীকাল বুধবার সকাল–সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে যুবদলের নেতারা এ কর্মসূচি ঘোষণা দেন।
বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ বিকেলে দিলু আহমদ ওরফে জিলু (৪০) নামের এক যুবক মারা যান। বিএনপির দাবি, ওই যুবক গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। অবরোধ কর্মসূচি চলাকালে সকাল আটটার দিকে দক্ষিণ সুরমার লালাবাজারে পুলিশের ধাওয়ায় গাছে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে নির্যাতন করে পুলিশ। বিকেলে ওই যুবক মারা যান।
মির্জা আব্বাস ও আলাল গ্রেফতার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে শহীদবাগ মসজিদের গলির বাসা থেকে মির্জা আব্বাস ও কাঁঠালবাগান এলাকা থেকে আলালকে গ্রেফতার করা হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হওয়া একাধিক মামলায় আসামি করা হয়েছে বিএনপির এই দুই নেতাকে।
ডিবিপ্রধান হারুন অর রশিদ গ্রেফতারের সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা পুলিশ হত্যা মামলার আসামি। দুজনকে গ্রেফতার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
Subscribe to:
Posts (Atom)