Friday, January 13

তৃতীয় লিঙ্গের শিক্ষক হিসেবে একজন মাওলানার অভিজ্ঞতা

৪ সালে তৃতীয় লিঙ্গের মানুষের রাষ্ট্রীয় স্বীকৃতির পর, ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় “দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা’’। বর্তমানে সারা দেশে যার ৪১টি শাখায় এক হাজারের বেশি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষ নিচ্ছেন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের শিক্ষা। মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে মূল কার্যালয়ে প্রধান প্রশিক্ষক হিসেবে ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষের অভিভাবকের দায়িত্বে আছেন হা. মাও. মাহমুদ আল হাসান। দায়িত্ব পালন করতে গিয়ে এই শিক্ষককেও সামাজিক কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা করতে হয়। আজকের পত্রিকার সঙ্গে আলাপচারিতায় তাঁর অভিজ্ঞতায় উঠে এসেছে তৃতীয় লিঙ্গের মানুষ ও বাস্তবতা গল্প।




আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি ক্লিক করুন: https://www.youtube.com/c/AjkerPatrikabd


https://www.ajkerpatrika.com/253475/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%93%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%A4%E0%A6%BE?fbclid=IwAR3Skl_E-NGqcS21WTE7sgKqJUQRh3ZzBWzLIssGLxapNoY1tSFcRfE6SUg

No comments:

Post a Comment