লালমনিরহাটের পাটগ্রামে ভারত সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত বিপুল হোসেন (২২) পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ওই সীমান্তের ৮৪২ নম্বর পিলার দিয়ে ভারত থেকে গরু আনার চেষ্টা করে বিপুল হোসেনসহ একদল গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হন বিপুল হোসেনসহ কয়েকজন। পরে তার সঙ্গীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিপুল হোসেনের মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, “বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বিপুল হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।”
No comments:
Post a Comment