Saturday, June 24

Shahanur Islam Presents Critical Analysis of Violence Against LGBT People at International Symposium in England

 Bangladeshi prominent human rights lawyer Shahanur Islam participated as a discussant in the International Symposium titled "Safer-to-Be-Me" held at Sunderland University in England. The symposium was jointly organized on June 22 by the England-based international human rights organization Report Out International and the University of Sunderland.


Among the participants at the symposium were Sunderland University Senior Lecturer Sarah Ellis, Public Health Specialist Simon Fox, Gender and Sexual Minority Specialists Gabrielle Gucci and Damien Berger, Sunderland University Social Science Lecturer Sarah Connolly, University of Glasgow Reader Matthew Waits, University of London Visiting Research Fellow Dr. Felicity Daly, and Philip R. Crehan.

During the symposium, Advocate Shahanur Islam presented a paper titled "Critical Analysis of Violence Against LGBT People in Bangladesh: A Study Monitoring Online Newspapers in 2022."


ইংল্যাণ্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বাংলাদেশী আইনজীবী শাহানূর ইসলামের প্রবন্ধ উপস্থাপন

ইংল্যান্ডের সান্ডারল্যাণ্ড বিশ্ব বিদ্যালয়ে অনুষ্ঠিত সেফার-টু-বি-মি শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বাংলাদেশী বিশিষ্ট মানবাধিকার আইনজীবী শাহানূর ইসলাম আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন।

ইংল্যান্ডস্থ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রিপোর্ট আঊট ইন্টারন্যাশনাল এবং সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয় গত ২২ জুন যৌথভাবে সিম্পোজিয়ামটি আয়োজন করে।

সিম্পোজিয়ামে অন্যান্যদের মধ্যে সান্ডারল্যাণ্ড বিশ্ববিদ্যালয়ের সিনিওর লেকচারার সারা এলিস, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সিমন ফক্স, জেন্ডার ও সেক্সুয়াল মাইনরিটি বিশেষজ্ঞ গ্যাব্রিয়েল গুচি ও দেমিয়ান বার্গার, সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সোসাল সায়েন্স বিভাগের লেকচারার সারা কোনলি, গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের রিডার ম্যাথিও ওয়েটস, লণ্ডন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং রিসার্স ফেলো ড. ফেলিসিটি ডালি ও ফিলিপ আর ক্রেহান আলোচনায় অংশগ্রহণ করেন।

সিম্পোজিয়ামে অ্যাডভোকেট শাহানূর ইসলাম “ক্রিটিক্যাল এনালাইসিস অন ভায়োলেন্স এগেইনষ্ট এলজিবিটি পিপল ইন বাংলাদেশ: এ স্টাডি মনিটরিং অনলাইন নিউজপেপার ইন ২০২২” শীর্ষক প্রবন্ধ উত্থাপন করেন।

No comments:

Post a Comment