Wednesday, June 7

চাঁপাইনবাবগঞ্জে হিজরা সম্প্রদায়ের মানববন্ধন

 

চাঁপাইনবাবগঞ্জে বারঘরিয়ায় বসবাসকারী হিজরা সম্প্রদায় (৩য় লিঙ্গের) জন্য বরাদ্দ দেয়া আশ্রয়ণ প্রকল্পে নানারকম হয়রানি, হামলার ও প্রধানমন্ত্রীর উপহারের ঘরের জন্য চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ০৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে (তৃতীয় লিঙ্গের) হিজরা সম্প্রদায় এই মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, হিজরা সম্প্রদায়ের নেত্রী ববিতা, এশা, প্রার্থনা, সুমনা, রেসমাসহ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা।

 এসময় তারা বলেন সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন সরকার ৪০টি ঘর দিয়েছে হিজরা সম্প্রদায়কে। এসব ঘরে বসবাস করতে ১ লাখ টাকা চাঁদা ও নানারকম হয়রানি করছে রঞ্জু খান ও তার লোকজন। এমনকি হিজরাদেরকে মারধর করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে থাকা একটি পুকুর জোরপূর্বক দখলের চেষ্টা করছে রঞ্জু খান ও তার লোকজন। মানববন্ধন শেষে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানের নিকট এসব অভিযোগ দেন । অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের করার হবে বলে জানান, অতিরিক্ত জেলা প্রশাসক।
============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

No comments:

Post a Comment