Monday, June 19

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসা পড়ুয়া সাত বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। 
মঙ্গলবার রাতে উপজেলার তারাবো পৌরসভার মুগরাকুল হাদিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযুক্ত আবু সুফিয়ান মুগরাকুল হাদিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। 

ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, তাদের বাড়ি পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলায়। 

ওই শিশুকে কোরআনে হাফেজ করার উদ্দেশ্যে কয়েকমাস আগে তাকে মুগরাকুল হাদিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করান তার বাবা-মা। সেখানে বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করতো সে।

মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থীকে আবু সুফিয়ান তার নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন। এরপর এই ঘটনা অন্য কাউকে না জানাতে তাকে হুমকি দেন তিনি। 

তবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে সে ঘটনাটি তার পরিবারকে জানায়। পরে তাকে বুধবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 


এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

No comments:

Post a Comment