Saturday, October 7

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী আহত

ফেনীর ফুলগাজীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে রাজন (১৭) নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) রাতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া সীমান্তের ২১৭৭ নম্বর সাব পিলারের কাছে এই ঘটনা ঘটে।

আহত রাজন খাজুরিয়া গ্রামের আবদুস শুক্কুরের ছেলে। সে পরশুরাম সরকারি কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে রাজন বাড়িতে যাওয়ার সময় ভারতীয় সীমান্ত এলাকা থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় কার্তুজের সেল এসে রাজনের গায়ে পড়লে সে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।


বিজ্ঞাপন



রাজনের বাবা আব্দুস শুক্কুর জানান, বর্তমানে রাজন শঙ্কামুক্ত। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কী কারণে বিএসএফ গুলি করেছে সেই বিষয়ে কিছু বলেননি তারা বাবা।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, রাজন রাতে তার বাড়িতে যাওয়ার পথে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। সড়কটি একেবারে ভারতীয় সীমান্ত পিলার ঘেঁষা। এই সড়ক দিয়ে যাওয়ার সময় গুলি করছে বিএসএফ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন বলে জানান তিনি।


বিজ্ঞাপন



খাজুরিয়া সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) কমান্ডার ওমর ফারুক জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে

https://www.dhakapost.com/country/227627

No comments:

Post a Comment