Sunday, October 29

মাদ্রাসার প্রধান হুজুরের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

 লালমনিরহাটে হাতীবান্ধায় হাফিজিয়া মাদ্রাসায় বলাৎকারের অভিযোগ উঠেছে প্রধান হুজুরের বিরুদ্ধে।

শনিবার দুপুরে ১৮জন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রধান হুজুর আউয়ালকে আসামী থানায় লিখিত অভিযোগ করেছেন জামাল নামে এক অভিভাবক। দ্রুত আসামি গ্রেফতারের আশ্বাস থানা পুলিশর।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় সানিয়াজান বাজারের দক্ষিণে ২০২০ সালে দারুল উলুম রওজাতুস সুন্নাহ নুরানী তালীমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে হেফজখানা চালু হলে আবাসিক ব্যবস্থায় ৭০ জন শিক্ষার্থী লেখাপড়া করেন।

অভিযোগে বলা হয়, বিভিন্ন সময়ে ১৮ জন শিক্ষার্থীকে বলাৎকার করেন প্রধান হুজুর আব্দুল আউয়াল। তবে এ অভিযোগ অস্বীকার করে প্রধান হুজুর আউয়াল বলেন, এটি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হউক। প্রয়োজনে সকল শিক্ষার্থীদের মেডিকেল টেষ্ট করে যদি আমার বিরুদ্ধে অপরাধ প্রমানিত হয় তাহলে আমি যেকোনো শাস্তি গ্রহণ করিবো। 

এদিকে কয়েকজন অবিভাবক অভিযোগ করে বলেন প্রায় তিন মাস ধরে এ বলাৎকার করেন আব্দুল আউয়াল নামে ওই হুজুর। 

স্থানীয় আরমান আলীব, আকবার হোসেনসহ কয়েকজন প্রতিবেশী জানান, আব্দুল আউয়াল হুজুর আবাসিক ব্যবস্থায় রাতে মাদ্রাসায় থাকেন না তাই বলাৎকারের ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। 

হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শাহআলম বলেন অভিযোগ সুত্রে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।https://www.odhikar.news/country-news/246312

No comments:

Post a Comment